মাঝেমধ্যেই আপনার ক্রিকেট খেলাটিকে জটিল মনে হতে পারে। যাঁরা এই খেলায় পারদর্শী তাদের জন্যও। ক্রিকেট বিশেষজ্ঞরাও কখনও সখনও অবাক হয়ে যান। কারণ ক্রিকেট সংক্রান্ত নিয়ম এবং খেলার শর্তগুলি নিয়মিতভাবে আপডেট করা হয়। কিছু নিয়ম একটি ফরম্যাটের জন্য। অন্য ফরম্যাটে তা কাজে লাগে না। এখানে বিতর্ক একটি আউট নিয়ে। এটি আর পাঁচটা আউটের মতো নয়। ক্রিকেটের নিয়ম অনুযায়ী এটিকে আউট বলে ধরা হলেও যাঁরা টিভি বা গ্যালারিতে বসে খেলা দেখছেন তাঁদের পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে।
Jan 02, 2023 | 8:00 AM