নতুন বছরের দ্বিতীয় দিনেই ক্রীড়া জগতে দুঃসংবাদ। একইসঙ্গে গলা ও স্তন ক্যান্সারের সঙ্গে লড়ছেন টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা। যাঁর বয়স এখন ৬৬ বছর।
Image Credit source: Twitter
নিউইয়র্ক: ২০২২ সালের একেবারে শেষ থেকে নতুন বছরের শুরু, ক্রীড়া জগতে একের পর এক দুঃসংবাদ। পেলের (Pele) মৃত্যু, ঋষভ পন্থের (Rishabh Pant) পথ দুর্ঘটনার পর নতুন বছরেও উদ্বেগের খবর। এ বার ধাক্কা টেনিস জগতে। জোড়া ক্যান্সারে আক্রান্ত হয়েছেন মার্কিন টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা (Martina Navratilova)। স্তন ও গলার ক্যান্সার ধরা পড়েছে ৬৬ বছরের নাভ্রাতিলোভার। অতীতে ২০১০ সালে একবার স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। সে বার অস্ত্রোপচার ও থেরাপির সাহায্যে সেরে উঠলেও ফের একবার ক্যান্সার বাসা বেঁধেছে তাঁর শরীরে। আরও ভয়ঙ্কর রূপে। কোন স্টেজে রয়েছে নাভ্রাতিলোভার ক্যান্সার, পড়ে নিন TV9 bangla-র এই প্রতিবেদনে।
১৮টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাভ্রাতিলোভার তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। আরও একবার ক্যান্সারকে জয় করার বিষয়ে প্রত্যয়ী তিনি। গতবছর নভেম্বর মাসে টেক্সাসে মরসুমের শেষ ডব্লিউটিএ ফাইনালসের সময় ঘাড়ে একটি টিউমার জাতীয় অংশ লক্ষ্য করেন। বায়োপসিতে প্রাথমিক অবস্থায় গলার ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসা চলাকালীন জানতে পারেন ক্যান্সার বুকেও বাসা বেঁধেছে। তবে গলার সঙ্গে স্তন ক্যান্সারের কোনও যোগ নেই। জোড়া ক্যান্সার প্রাথমিক পর্যায়ে রয়েছে। চিকিৎসার মাধ্যমে সেরে ওঠা সম্ভব। বিবৃতিতে টেনিস তারকা লিখেছেন, “এই জোড়া ধাক্কা অবশ্যই সিরিয়াস তবে আরোগ্যলাভ সম্ভব। আশা করছি সেরে উঠব। নিজের সবটা দিয়ে ক্যান্সারের সঙ্গে লড়াই করার চেষ্টা করব।”
নাভ্রাতিলোভার অসুস্থতার কথা ছড়াতেই উদ্বেগে টেনিস মহল। চিন্তায় পড়ে গিয়েছেন অনুরাগীরা। মার্কিন টেনিস তারকার সুস্থতা কামনায় সকলে। অসুস্থতার জন্য বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের জন্য টেনিস চ্যানেলের কভারেজে নিয়মিতভাবে অংশ নিতে পারবেন না নাভ্রাতিলোভা। সশরীরে উপস্থিত না থাকলেও ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে টুর্নামেন্টের সঙ্গে জুড়ে থাকবেন। সিঙ্গলস, ডাবলস, মিক্সড ডাবলস নিয়ে কেরিয়ারে মোট ৫৯টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড রয়েছে তাঁর। এর মধ্যে ৩১টি ডাবলস ও ১০টি মিক্সড ডাবলস।