নিজের মাঠেই সেঞ্চুরি অভিমন্যু ঈশ্বরণের


Ranji Trophy 2022-23: বাংলাদেশে এ দলের হয়ে যে ছন্দে ছিলেন, রাজ্য দলের হয়েও একই ছন্দ বজায় রাখেন। তাঁর অনবদ্য শতরানে যোগ্য সঙ্গত দেন আর এক তরুণ ব্যাটার সুদীপ ঘরামি। তাঁদের শতরান এবং স্পিনারদের দাপটে ইনিংসে জেতে বাংলা। বোনাস সহ ৭ পয়েন্ট পায় বাংলা।

Image Credit source: twitter

দেরাদুন : ঐতিহাসিক মুহূর্ত। নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে খেলতে নেমেছিলেন বাংলার অভিমন্য়ু ঈশ্বরণ। আর এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখলেন। বাংলার অধিনায়ক তিনি। বছর শেষে ভারত ‘এ’ দল এবং সিনিয়র দলে টেস্ট স্কোয়াডে থাকায় রঞ্জির প্রথম দুটি ম্যাচে বাংলার হয়ে নামতে পারেননি অভি। গত ম্যাচে নাগাল্য়ান্ডের বিরুদ্ধে বাংলার হয়ে এ মরসুমে প্রথম ম্যাচ খেলেন। এবং প্রথম ম্যাচেই শতরান। এ বার দেরাদুনে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে নিজের রাজ্য দলের বিরুদ্ধেই অনবদ্য শতরান বাংলা ওপেনারের। বিস্তারিত Tv9Bangla-য়।

ঘরের মাঠে প্রথম দু-ম্যাচে উত্তর প্রদেশ ও হিমাচল প্রদেশের বিরুদ্ধে খেলেছে বাংলা। ঘরের মাঠে দুই ম্য়াচে বাংলার সংগ্রহ ছিল ৯ পয়েন্ট। যদিও বাংলার ওপেনিং পার্টনারশিপ নিয়ে অস্বস্তি ছিল। অ্যাওয়ে ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধে ফেরেন অভিমন্য়ু ঈশ্বরণ। বাংলাদেশে এ দলের হয়ে যে ছন্দে ছিলেন, রাজ্য দলের হয়েও একই ছন্দ বজায় রাখেন। তাঁর অনবদ্য শতরানে যোগ্য সঙ্গত দেন আর এক তরুণ ব্যাটার সুদীপ ঘরামি। তাঁদের শতরান এবং স্পিনারদের দাপটে ইনিংসে জেতে বাংলা। বোনাস সহ ৭ পয়েন্ট পায় বাংলা।

মরসুমের চতুর্থ ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে অনবদ্য শতরান অভিমন্যুর। অপরাজিত শতরানে বাংলাকে ভরসা দিচ্ছেন তিনি। এই ম্য়াচে ওপেনিং জুটি বদলায় বাংলা। অভিমন্য়ুর সঙ্গে নামানো হয় সায়নশেখর মণ্ডলকে। অভিমন্য়ু ঈশ্বরণ ক্রিকেট অ্যাকাডেমি এবং এই স্টেডিয়াম তৈরি করেন তাঁর বাবা রঙ্গনাথন পরমেশ্বরণ ঈশ্বরণ। প্রথম বার নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে প্রথম শ্রেনির ম্যাচে খেলার সুযোগ পেলেন অভিমন্য়ু। নিজের স্টেডিয়ামে ব্য়ক্তিগত ভাবে যেমন স্মরণীয় করে রাখলেন, তেমনই বাংলাকে অনবদ্য় শুরুও দিলেন অভিমন্য়ু। এই প্রতিবেদন লেখার সময় অভিমন্য়ু ১৭২ বলে ১১৬ রানে ক্রিজে রয়েছেন, ১০টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি মেরেছেন। মাত্র ১ উইকেট হারিয়ে ২২৬ রান তুলে নিয়েছে বাংলা।

Leave a Reply