CAU vs BEN Day1 Report: ম্যাচের আগের দিন মৃত্যু, মামাকে শতরান উৎসর্গ অভিমন্যুর


Ranji Trophy 2022-23, Uttarakhand vs Bengal: অভিমন্যুর সঙ্গে ওপেন করেন সায়নশেখর মণ্ডল। জুটিতে সাফল্য় এল না। তবে অভিমন্য়ু রঞ্জিতে টানা দ্বিতীয় এবং প্রথম শ্রেনির ক্রিকেটে টানা চতুর্থ শতরান করলেন। তাঁর শতরানের সৌজন্য়ে প্রথম দিন খুবই ভালো জায়গায় বাংলা।

দেরাদুন : ক্রিজে নামলেই যেন শতরান! অভিমন্যু ঈশ্বরণের স্বপ্নের ফর্ম নিয়ে এমনটাই বলা যায়। বাংলাদেশ সফরে ভারত ‘এ’ দলের হয়ে খেলেছেন। রোহিত ছিটকে যাওয়া টেস্ট স্কোয়াডেও ছিলেন অভিমন্যু। ‘এ’ দলের হয়ে বাংলাদেশে জোড়া শতরান করেন বাংলার এই ওপেনার। রঞ্জি ট্রফিতে ফিরেও একই ছন্দে। বাংলা এ বারের রঞ্জিতে প্রথম দুটি ম্যাচ খেলেছে ঘরের মাঠে। সেই দুই ম্যাচে খেলতে পারেননি অভিমন্যু। গত ম্য়াচে নাগাল্য়ান্ডের বিরুদ্ধে ফিরেই শতরান। এ বার ‘ঘরের মাঠে’ নেমে নিজের রাজ্যে দলের বিরুদ্ধেই শতরান। কী বলছেন অভিমন্যু, বাংলার পরিস্থিতিই বা কী, বিস্তারিত TV9Bangla-য়।

চলতি মরসুমে বাংলার ওপেনিং জুটি চিন্তার বিষয়। এই ম্যাচে ওপেনিং জুটি পরিবর্তন করা হয়। অভিমন্যুর সঙ্গে ওপেন করেন সায়নশেখর মণ্ডল। জুটিতে সাফল্য় এল না। তবে অভিমন্য়ু রঞ্জিতে টানা দ্বিতীয় এবং প্রথম শ্রেনির ক্রিকেটে টানা চতুর্থ শতরান করলেন। তাঁর শতরানের সৌজন্য়ে প্রথম দিন খুবই ভালো জায়গায় বাংলা। যদিও শেষ বেলায় উইকেট হারায় বাংলা। প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২৬৯ রান তুলেছে বাংলা। ২৩৮ বলে ১৪১ রনে অপরাজিত রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। গত ম্যাচে শতরান করেছিলেন সুদীপ ঘরামিও। এ দিন অল্পের জন্য মিস। ৯০ রানে ফেরেন তিনে নামা সুদীপ। অনুষ্টুপ মজুমদারও ভরসা দিতে ব্য়র্থ।

দিনের খেলার শেষে অভিমন্য়ু ঈশ্বরণ বলেন, ‘পর পর শতরান করতে পেরে খুবই ভালো লাগছে। প্রাথমিক দায়িত্বটুকু পালন করে যেতে চাই। প্রক্রিয়ার মধ্যে থাকাই পছন্দ। ম্যাচে আমরা ভালো জায়গায় রয়েছি। পরিকল্পনা খুবই সহজ। প্রথম ইনিংসে বড় স্কোর গড়তে চাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ।’ এরপরই হতাশার মুহূর্তের কথা উঠে এল অভির গলায়। বলছেন, ‘আমি এই সেঞ্চুরি জ্যোতি মামাকে উৎসর্গ করতে চাই। আমাদের পরিবারের খুব কাছের। কথা ছিল, এই ম্যাচে তিনি আসবেন, সামনে থেকে আমার খেলা দেখবেন। গত কালই হঠাৎ মৃত্যু হয় তাঁর। এই শতরান তাঁর জন্যই।’ দিনের শেষে অপরাজিত থাকায় আরও বড় রানের স্বপ্ন দেখাচ্ছেন অভিমন্যু।

Leave a Reply