NFL: নতুন বছরের শুরুতে ক্রীড়া জগতে ফের দুঃসংবাদ। আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগের ম্যাচ চলাকালীন বিপক্ষের ফুটবলারের সঙ্গে ধাক্কা খেয়ে মাঠেই লুটিয়ে পড়েন ২৩ বছরের দামার হ্যামলিন। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। অবস্থা সঙ্গীন।
Image Credit source: Twitter
ওয়াশিংটন: পেলের মৃত্যু, ঋষভ পন্থের ভয়াবহ অ্যাক্সিডেন্ট, মার্টিনা নাভ্রাতিলোভার জোড়া ক্যান্সারের দুঃসংবাদ থেকে এখনও বেরতে পারেনি ক্রীড়া জগত। তার মধ্যে আরও একটি খারাপ খবর। ন্যাশনাল ফুটবল লিগের তারকা দামার হ্যামিলন (Damar Hamlin) বিপক্ষের ফুটবলারের সঙ্গে ধাক্কা খেয়ে মাঠেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। দুই দলের ফুটবলাররা ছুটে আসেন। ২৪ বছরের ফুটবলারকে গোল করে ঘিরে ধরেন সকলে। মাঠেই দেওয়া হয় সিপিআর। কিন্তু তাতেও কাজের কাজ হয়নি। স্ট্রেচার করে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। হঠাৎ এই ঘটনায় স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা থমকে যান। মাঠেই হাঁটু মুড়ে প্রার্থনা শুরু করে দেন সতীর্থরা। তাঁদের চোখে জল। কী ঘটেছিল? তুলে ধরল TV9 Bangla।
স্থানীয় সময় সোমবার রাতে দামার হ্যামলিনের দল বাফেলো বিলসের খেলা চলছিল সিনসিনাটি বেঙ্গলসের বিরুদ্ধে। খেলার মাঝে প্রতিপক্ষের ফুটবলারকে ট্যাকেল করেন হ্যামলিন। সেইসময় হিঙ্গিসের হেলমেট পরিহিত মাথা হ্যামলিনের বুকে গিয়ে জোরে আঘাত করে। জ্ঞান হারিয়ে তৎক্ষণাৎ লুটিয়ে পড়েন তিনি। মেডিকেল টিম মিলে আধঘণ্টা ধরে মাঠেই শুশ্রূষা করে সুস্থ করে তোলার চেষ্টা করেন তাঁকে। দেওয়া হয় সিপিআর। তাতে অবশ্য কাজ হয়নি। অবস্থার পরিবর্তন না দেখে অ্যাম্বুলেন্স ডেকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন মাঠে উপস্থিত ছিলেন দামারের পরিবার। তাঁরাই অ্যাম্বুলেন্সে করে ফুটবলারকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের দেওয়া রিপোর্ট অনুযায়ী, দামারের শারীরিক অবস্থা একেবারেই ভালো নয়। তাঁর পালস কমে গিয়েছে। ঘটনার পর ম্যাচ স্থগিত করে দেওয়া হয়।
সিপিআর দেওয়ার পরও হ্যামলিন উঠে না বসায় আতঙ্কে কান্নাকাটি শুরু করে দেন দুই দলের ফুটবলাররা। মাঠেই প্রার্থনা শুরু করেন তাঁরা। সোশ্যাল মিডিয়াতে ২৪ বছরের তরুণ ফুটবলারের দ্রুত আরোগ্য কামনায় চলছে প্রার্থনা। বিশ্বজুড়ে চলছে প্রার্থনা।