Sourav Ganguly: দাদা, উই লাভ ইউ… সৌরভকে নিয়ে গান বাঁধলেন উষা উত্থুপ Post author:admin Post published:January 3, 2023 Post category:Sports Post comments:0 Comments TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji Updated on: Jan 03, 2023 | 3:49 PM ভারতের প্রাক্তন অধিনায়ককে নিয়ে গান বাঁধলেন জনপ্রিয় গায়িকা ঊষা উত্থুপ। মিউজিক ভিডিও লঞ্চ হল দক্ষিণ কলকাতার এক শপিং মলে। Jan 03, 2023 | 3:49 PM নতুন বছরের শুরুতে নতুন উপহার সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরাগীদের জন্য। ভারতের প্রাক্তন অধিনায়ককে নিয়ে গান বাঁধলেন জনপ্রিয় গায়িকা উষা উত্থুপ। (ছবি নিজস্ব) গানের নাম Dada we love you…। গানটি লিখেছেন কেতন সেনগুপ্ত। সুর দিয়েছেন শিলাদিত্য-সোম।(ছবি নিজস্ব) মঙ্গলবার সকালে তিলোত্তমায় হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডার পরিবেশ। মিউজিক ভিডিও লঞ্চ হল দক্ষিণ কলকাতার এক শপিং মলে। সৌরভ, উষা উত্থুপের উপস্থিতিতে শপিং মলে তখন হাজার ওয়াটের আলো।(ছবি নিজস্ব) সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফুটবল প্রেম কারও অজানা নয়। ক্রিকেট জগতের আইকন দিয়োগো মারাদোনার ভক্ত। সদ্য শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপ। এই আবহে দাদা’র মুখে ক্রিকেট নয়, শোনা গেল ফুটবলের কথা।(ছবি নিজস্ব) ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে গিয়েছিলেন। চার বছর পর কাতারেও পৌঁছে গিয়েছিলেন সৌরভ। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল দেখেছেন। তাই স্বাভাবিকভাবেই কথা প্রসঙ্গে উঠে এল ফুটবল বিশ্বকাপ।(ছবি নিজস্ব) সৌরভ বললেন, “কাতার বিশ্বকাপে লিওনেল মেসি দুর্দান্ত খেলেছেন। কিন্তু এমবাপেকে ভুললে চলবে না। সোনার ছেলে। দুর্ভাগ্য যে ৪টে গোল করেও ফাইনাল জিততে পারল না। সবে তো ২৩ বছর বয়স, আরও বিশ্বকাপ খেলবে।” (ছবি নিজস্ব) ফুটবল দেখতে ভালোবাসেন। মারাদোনা-প্রীতি নিয়ে বললেন, “আমি ফুটবলটা বুঝি। মারাদোনার স্কিল ভালো লাগে।” (ছবি নিজস্ব) Most Read Stories Tags: Kolkata, Music Launch সৌরভ গঙ্গোপাধ্যায়, song, Sourav Ganguly, Sourav Ganguly Usha Uthhup Musical Launch, Sourav-Usha Musical Launch, usha uthup, উষা উত্থুপ, মিউজিক লঞ্চ, সৌরভ-ঊষা মিউজিক লঞ্চ, সৌরভকে নিয়ে গান বাঁধলেন উষা উত্থুপ, সৌরভের নামে গান Read more articles Previous PostSourav Ganguly: আইপিএলে মহারাজের কামব্যাক, দিল্লি ক্যাপিটালসেই ফিরছেন সৌরভ Next Postসৌরভকে নিয়ে গান গাইলেন উষা উত্থুপ You Might Also Like চোট গুরুতর, রাহুলের আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা; সংশয়ে WTC ফাইনালও May 3, 2023 মাত্র ২৮ বছর বয়সে প্রয়াত হিমাচলের পেসার সিদ্ধার্থ শর্মা, শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া January 14, 2023 WPL 2023: ব্যাটিং লাইন আপ পাওয়ারফুল, বোলিং ভোগাতে পারে দিল্লিকে… March 1, 2023 Leave a Reply Cancel replyCommentEnter your name or username to comment Enter your email address to comment Enter your website URL (optional) Save my name, email, and website in this browser for the next time I comment.