আল নাসেরে রোনাল্ডোর রোজগার মেসি-নেইমারের মিলিত আয়ের প্রায় সমান! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য


Published by: Subhajit Mandal |    Posted: January 4, 2023 9:29 pm|    Updated: January 4, 2023 9:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এশিয়ার কাপ আল নাসেরে (Al-Nassr) সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার নতুন ক্লাবে পা রেখেছেন তিনি। মহাসমারোহে তাঁকে অভ্যর্থনা জানিয়েছে ক্লাব কর্তা ও ভক্তরা। নতুন ক্লাবে পা রেখে রোনাল্ডো দাবি করেছেন, ইউরোপের একাধিক ক্লাব, অস্ট্রেলিয়া, আমেরিকা, ব্রাজিল এমনকী পর্তুগালের একাধিক ক্লাবও তাঁকে সই করাতে চেয়েছিল। কিন্তু তিনি বেছে নিয়েছেন আল নাসেরকেই।

কেন এই সিদ্ধান্ত নিলেন রোনাল্ডো? এর নেপথ্যে একটা অর্থই খুঁজে পাচ্ছেন ক্রীড়াপ্রেমীরা। সেটা হল বিপুল পরিমাণ অর্থ। হিসাব করলে দেখা যাচ্ছে, পর্তুগালের মহাতারকা আল নাসেরে যা রোজগার করবেন, সেটা মেসি (Leo Messi) এবং রোনাল্ডোর (Cristiano Ronaldo) যৌথ রোজগারের প্রায় সমান। ওই সামান্য কমবেশি আর কী। টাকার অঙ্কটা রীতিমতো চোখ কপালে তুলে দেওয়ার মতো।

[আরও পড়ুন: ঝুঁকি নিয়ে শেষ ওভার অক্ষরকে বোলিং দিলেন কেন? মুখ খুললেন ‘ঠাণ্ডা মাথার’ হার্দিক]

চুক্তি অনুযায়ী আল নাসেরে রোনাল্ডোর মোট আয় ১৭৭ মিলিয়ন ইউরো। অর্থাৎ ভারতীয় মুদ্রায় (Indian Rupees) প্রায় ১৭৬৪ কোটি ৮৪ লক্ষ ৩০ হাজার ৮৭০ টাকা। সেখানে এই মুহূর্তে পিএসজিতে মেসির আয় ১০৭ মিলিয়ন ইউরোর কাছাকাছি। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০৬৭ কোটি ৩১ লক্ষ ৯৮ হাজার ১৮৬ টাকা। অর্থাৎ খালি মেসির থেকে রোনাল্ডো প্রায় ৭ কোটি ইউরো বেশি বেতন পান। এদিকে পিএসজিতে নেইমারের রোজগার প্রায় ৭০ মিলিয়ন ইউরো। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৯৮ কোটি ১ লক্ষ ২০ হাজার টাকা। অর্থাৎ মেসি এবং নেইমারের (Neymar) যৌথ বেতনের থেকে মাত্র সাড়ে ৮ মিলিয়ন ইউরো কম রোজগার করবেন রোনাল্ডো।

[আরও পড়ুন: দিল্লি নয়, মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে পন্থকে, চিকিৎসার প্রয়োজনে যেতে পারেন বিদেশেও!]

মঙ্গলবার নতুন ক্লাবে রোনাল্ডো ঘোষণা করেছেন, “আমি অনন্য ফুটবলার।” সাফ জানিয়ে দেন, তাঁর ফুটবল কেরিয়ার শেষ হয়ে গিয়েছে বলে এশিয়ার ক্লাবে খেলতে এসেছেন এমনটা মোটেই নয়। বরং নতুন জার্সি গায়ে ভাল পারফর্ম করতে মুখিয়ে রয়েছেন তিনি। সম্ভবত অনন্য ফুটবলার বলেই আল নাসের রোনাল্ডোকে এত মোটা অঙ্কের বেতন দিচ্ছে আল নাসের। সম্ভবত শুক্রবারই নতুন ক্লাব অভিষেক হবে তাঁর।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply