India vs Sri Lanka:সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতেও অনবদ্য ছন্দে ছিলেন বিদর্ভের এই উইকেটকিপার-ব্য়াটার। ১০ ম্য়াচে করেছেন ২২৪ রান। স্ট্রাইকরেট ১৭৫। সঞ্জুর চোটে স্কোয়াডে জীতেশ এলেও একাদশে সুযোগের সম্ভাবনা ক্ষীণ। বরং দীর্ঘ দিন ওয়েটিং লিস্টে থাকা রাহুল ত্রিপাঠির টি-টোয়েন্টি অভিষেক হতে পারে দ্বিতীয় টি-টোয়েন্টিতে।
Image Credit source: twitter
মুম্বই : জাতীয় দলের ক্রিকেটারদের চোটের ধারা অব্য়াহত। প্রায় প্রতি সিরিজের আগেই এই সমস্য়া দেখা দেয়। যা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিল ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ভূমিকা নিয়েও। নতুন করে বিতর্ক সঞ্জুর ছিটকে যাওয়া। রোহিত শর্মা বাংলাদেশ সফরে চোট পেয়েছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনি নেই। বাদ পড়েছিলেন লোকেশ রাহুল। বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। পুরোপুরি খোলনলচে বদলানো একটা নতুন স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। রুদ্ধশ্বাস জয় দিয়েই সিরিজ শুরু করেছে ভারত। সেই ম্যাচে জয়ের আনন্দ কিছুটা হলেও ব্য়হত হয়েছে সঞ্জু স্যামসনের চোটে। বিস্তারিত TV9Bangla-য়।
মুম্বইয়ের ওয়াংখেড়েতে টসে হেরে প্রথমে ব্য়াট করতে নেমেছিল ভারত। ঈশান কিষাণ ছাড়া টপ অর্ডারের কেউই ভরসা দিতে পারেননি। অভিষেক হওয়া শুভমন গিল ফেরেন ৭ রানে। সঞ্জু, হার্দিক, সূর্যকুমার যাদবরাও ভরসা দিতে ব্য়র্থ। তবে এক ম্যাচে রান না পাওয়া চিন্তা ছিল না। এই সিরিজ তরুণদের দেখে নেওয়ার জন্যই। তবে অস্বস্তি বেড়েছে, সেই সুযোগটাই পাচ্ছেন না সঞ্জু স্য়ামসন। প্রথম ম্য়াচে ফিল্ডিংয়ের সময় হাঁটুতে চোট লাগে সঞ্জুর। প্রাথমিকভাবে তার পরিমাণ বোঝা যায়নি। তবে বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন সঞ্জু স্য়ামসন। বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ে ডাইভ দেওয়ায় হাঁটুতে চোট লাগে সঞ্জুর। স্ক্য়ানের পর রিপোর্ট দেখে তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।’
সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টির জন্য স্কোয়াডে যোগ করা হয়েছে জীতেশ শর্মাকে। স্কোয়াডে ঈশান কিষান রয়েছেন। ফলে উইকেট কিপিং নিয়ে সমস্য়া না থাকলেও বিকল্প হিসেবে নেওয়া হল উইকেটকিপার ব্য়াটার জীতেশকে। গত আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে নজর কেড়েছিলেন এই তরুণ ক্রিকেটার। ১২ ম্য়াচে প্রায় ১৬৪ স্ট্রাইকরেটে ২৩৪ রান করেছিলেন জীতেশ। এ বছর সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতেও অনবদ্য ছন্দে ছিলেন বিদর্ভের এই উইকেটকিপার-ব্য়াটার। ১০ ম্য়াচে করেছেন ২২৪ রান। স্ট্রাইকরেট ১৭৫। সঞ্জুর চোটে স্কোয়াডে জীতেশ এলেও একাদশে সুযোগের সম্ভাবনা ক্ষীণ। বরং দীর্ঘ দিন ওয়েটিং লিস্টে থাকা রাহুল ত্রিপাঠির টি-টোয়েন্টি অভিষেক হতে পারে দ্বিতীয় টি-টোয়েন্টিতে।