রোনাল্ডো-জর্জিনার সম্পর্কে চিড়!


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Jan 04, 2023 | 7:30 AM

CR7: সদ্য সৌদি আরবের জনপ্রিয় ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ইতিমধ্যেই তিনি সৌদি আরবের রাজধানী রিয়াধে পৌঁছে গিয়েছেন। তাঁর সঙ্গে গিয়েছেন মডেল বান্ধবী জর্জিনা রড্রিগেজ (Georgina Rodriguez) ও তাঁদের সন্তানরা। এরই মাঝে শোনা গিয়েছে রোনাল্ডো ও তাঁর বান্ধবীর সম্পর্কে নাকি চিড় ধরেছে।

Jan 04, 2023 | 7:30 AM

তেইশ সালের শুরুতেই রেকর্ড অর্থে সৌদি আরবের জনপ্রিয় ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ বার মরুদেশে নতুন সংসার গড়ার পালা সিআর সেভেনের। তার মাঝেই জোর গুঞ্জন রোনাল্ডো ও তাঁর বান্ধবীর সম্পর্কে নাকি চিড় ধরেছে! (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

তেইশ সালের শুরুতেই রেকর্ড অর্থে সৌদি আরবের জনপ্রিয় ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ বার মরুদেশে নতুন সংসার গড়ার পালা সিআর সেভেনের। তার মাঝেই জোর গুঞ্জন রোনাল্ডো ও তাঁর বান্ধবীর সম্পর্কে নাকি চিড় ধরেছে! (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা রোনাল্ডো এবং তাঁর সুন্দরী মডেল বান্ধবী জর্জিনার সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলে যদিও এর আভাস মিলছে না। তাও এই সবের মাঝে শোনা গিয়েছে, তাঁদের বিয়ের সিদ্ধান্তও নাকি আপাতত থমকে গিয়েছে। (ছবি-ইন্সটাগ্রাম)

প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা রোনাল্ডো এবং তাঁর সুন্দরী মডেল বান্ধবী জর্জিনার সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলে যদিও এর আভাস মিলছে না। তাও এই সবের মাঝে শোনা গিয়েছে, তাঁদের বিয়ের সিদ্ধান্তও নাকি আপাতত থমকে গিয়েছে। (ছবি-ইন্সটাগ্রাম)

২০১৬ সাল থেকে আর্জেন্টাইন-স্প্যানিশ মডেল জর্জিনার সঙ্গে সম্পর্কে রয়েছেন রোনাল্ডো। ২০১৭ সালে তাঁদের প্রথম মেয়ে আলানা মার্টিনা ডস স্যান্টোসের জন্ম। ২০২২ সালে তাঁদের দ্বিতীয় সন্তান বেলা এসমেরাল্ডার জন্ম। যমজ সন্তানের জন্ম দিতে গিয়ে, পুত্রসন্তানকে হারাতে হয় রোনাল্ডো-জর্জিনাকে। (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

২০১৬ সাল থেকে আর্জেন্টাইন-স্প্যানিশ মডেল জর্জিনার সঙ্গে সম্পর্কে রয়েছেন রোনাল্ডো। ২০১৭ সালে তাঁদের প্রথম মেয়ে আলানা মার্টিনা ডস স্যান্টোসের জন্ম। ২০২২ সালে তাঁদের দ্বিতীয় সন্তান বেলা এসমেরাল্ডার জন্ম। যমজ সন্তানের জন্ম দিতে গিয়ে, পুত্রসন্তানকে হারাতে হয় রোনাল্ডো-জর্জিনাকে। (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

সিআর সেভেনের বর্তমানে ৫টি সন্তান রয়েছে। তাঁদের সঙ্গে বেশ ভালো ভাবেই রয়েছেন জর্জিনা। বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র। ছোট ছেলের নাম মাতেও রোনাল্ডো। তিন মেয়ে আলানা মার্টিনা ডস স্যান্টোস, ইভা মারিয়া ডস স্যান্টোস ও সব থেকে ছোট মেয়ে বেলা এসমেরাল্ডা। (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

সিআর সেভেনের বর্তমানে ৫টি সন্তান রয়েছে। তাঁদের সঙ্গে বেশ ভালো ভাবেই রয়েছেন জর্জিনা। বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র। ছোট ছেলের নাম মাতেও রোনাল্ডো। তিন মেয়ে আলানা মার্টিনা ডস স্যান্টোস, ইভা মারিয়া ডস স্যান্টোস ও সব থেকে ছোট মেয়ে বেলা এসমেরাল্ডা। (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

এর আগে শোনা গিয়েছিল, রোনাল্ডোর মা দোলোরেস আভেইরো চাইছেন না জর্জিনাকে বিয়ে করুন তাঁর ছেলে। কারণ, হিসেবে জানা গিয়েছিল, রোনাল্ডোর মায়ের দাবি, জর্জিনা নাকি অর্থের টানেই বান্ধবী থেকে স্ত্রী হতে চাইছেন। যদিও সে সব অতীত। কারণ, সিআর সেভেন ও জর্জিনার দীর্ঘদিনের সম্পর্ক তাঁরা কখনও ভাঙতে চান বলে দাবি করেননি। (ছবি-ইন্সটাগ্রাম)

এর আগে শোনা গিয়েছিল, রোনাল্ডোর মা দোলোরেস আভেইরো চাইছেন না জর্জিনাকে বিয়ে করুন তাঁর ছেলে। কারণ, হিসেবে জানা গিয়েছিল, রোনাল্ডোর মায়ের দাবি, জর্জিনা নাকি অর্থের টানেই বান্ধবী থেকে স্ত্রী হতে চাইছেন। যদিও সে সব অতীত। কারণ, সিআর সেভেন ও জর্জিনার দীর্ঘদিনের সম্পর্ক তাঁরা কখনও ভাঙতে চান বলে দাবি করেননি। (ছবি-ইন্সটাগ্রাম)

বাইশের বড়দিনে রোনাল্ডোকে রোলস রয়েস উপহারও দিয়েছেন জর্জিনা। ফলে, তাঁদের সম্পর্কে যে চিড় ধরছে, তা বাইরে থেকে আঁচ করা যাচ্ছে না। কিন্তু গুজব ছড়িয়ে পড়েছে। (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

বাইশের বড়দিনে রোনাল্ডোকে রোলস রয়েস উপহারও দিয়েছেন জর্জিনা। ফলে, তাঁদের সম্পর্কে যে চিড় ধরছে, তা বাইরে থেকে আঁচ করা যাচ্ছে না। কিন্তু গুজব ছড়িয়ে পড়েছে। (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

মডেল জর্জিনা নিজেও যথেষ্ট জনপ্রিয়। কিন্তু রোনাল্ডোর পার্টনার হিসেবে তিনি অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। দু'জনই দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন। তাঁরা বিয়ে করতেও ইচ্ছুক বলেই জানা গিয়েছিল। এ বার দেখার ৩৭-এর রোনাল্ডো সত্যি কবে বিয়ের পিঁড়িতে বসেন। (ছবি-ইন্সটাগ্রাম)

মডেল জর্জিনা নিজেও যথেষ্ট জনপ্রিয়। কিন্তু রোনাল্ডোর পার্টনার হিসেবে তিনি অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। দু’জনই দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন। তাঁরা বিয়ে করতেও ইচ্ছুক বলেই জানা গিয়েছিল। এ বার দেখার ৩৭-এর রোনাল্ডো সত্যি কবে বিয়ের পিঁড়িতে বসেন। (ছবি-ইন্সটাগ্রাম)


Most Read Stories

Leave a Reply