Cristiano Ronaldo’s Private Jet: বিমান না পাঁচতারা হোটেল? তাক লাগাবে রোনাল্ডোর প্রাইভেট জেট Post author:admin Post published:January 4, 2023 Post category:Sports Post comments:0 Comments TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji Updated on: Jan 04, 2023 | 9:13 AM ব্যক্তিগত বিমানে চেপে সৌদি আরবের উদ্দেশে পাড়ি দিয়ে ইনস্টাগ্রামে অনুরাগীদের ভিডিয়ো বার্তা দিয়েছিলেন রোনাল্ডো। Jan 04, 2023 | 9:13 AM ব্যক্তিগত বিমানে পরিবার নিয়ে সৌদি আরবে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর এই যাত্রায় ধরা পড়েছে রোনাল্ডোর বিলাসবহুল প্রাইভেট জেট। (ছবি:ইনস্টাগ্রাম) সৌদির পথে যাওয়ার সময় বিমানের ভেতরের একাধিক ছবি শেয়ার করেছেন রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রড্রিগেজ। অন্দরের সাজসজ্জা তাক লাগিয়ে দেওয়ার মতো।(ছবি:ইনস্টাগ্রাম) রোনাল্ডোর প্রাইভেট জেটের ভেতরে উঁকি দিলে কারও বাড়ির ড্রয়িংরুম বলে ভ্রম হতে পারে। আরামদায়ক খাসা সোফা, সামনে বড় টেবিল। জানালা দিয়ে মেঘরাশি দেখতে দেখতে গন্তব্যে পৌঁছে যাওয়া।(ছবি:ইনস্টাগ্রাম) বিমানের ভেতরে রয়েছে জোড়া বিছানা। বাড়ির নরম গদির বিছানার মতোই আরামের। রোনাল্ডোর বান্ধবী জর্জিনা বোধহয় সেটাই বোঝাতে চেয়েছেন। (ছবি:ইনস্টাগ্রাম) বিমানে চেপে সৌদির উদ্দেশে পাড়ি দিয়ে ইনস্টাগ্রামে অনুরাগীদের ভিডিয়ো বার্তা দিয়েছিলেন রোনাল্ডো। (ছবি:ইনস্টাগ্রাম) সর্বাধিক ১০ জন মানুষের বসার জায়গা রয়েছে বিমানে।(ছবি:ইনস্টাগ্রাম) বসা ও শোয়ার জায়গার পাশাপাশি রয়েছে রান্না বান্নার ব্যবস্থা। রয়েছে মাইক্রোওয়েভ, ফ্রিজ-সহ প্রয়োজনীয় সব জিনিস।(ছবি:ইনস্টাগ্রাম) G200 মডেলের এই বিমানটির ভারতীয় মুদ্রায় বর্তমান মূল্য ৪১ কোটি টাকা!(ছবি:ইনস্টাগ্রাম) Most Read Stories Tags: Cristiano Ronaldo Read more articles Previous Postরোনাল্ডো-জর্জিনার সম্পর্কে চিড়! Next Postএকুশের আগে আল নাসেরের জার্সিতে নামা হচ্ছে না রোনাল্ডোর! You Might Also Like Prithvi Shaw: ‘এতে আদৌ কিছু যায় আসে?’ কাদের নিশানা করলেন ত্রিশতরানকারী পৃথ্বী January 11, 2023 জাডেজার পর বুমরার চোট, টি-২০ বিশ্বকাপের আগে চাপ বাড়ল ভারতের September 30, 2022 বন্ধুর পথে রোহিতও, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন তো! June 29, 2024 Leave a Reply Cancel replyCommentEnter your name or username to comment Enter your email address to comment Enter your website URL (optional) Save my name, email, and website in this browser for the next time I comment.