Lionel Messi: সতীর্থদের ‘গার্ড অব অনার’, প্যারিসে আতসবাজিতে অভ্যর্থনা মেসির


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Jan 04, 2023 | 6:33 PM

PSG: বিশ্বকাপ জয়, ক্রিসমাস ও নতুন বছরের ছুটি কাটিয়ে প্যারিসে ফিরলেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ জয়ের নায়ককে দারুণভাবে অভ্যর্থনা জানাল প্যারিসবাসী।

Jan 04, 2023 | 6:33 PM

গত ১৮ ডিসেম্বর কাতারের লুসেল স্টেডিয়ামে স্বপ্নভঙ্গ হয়েছে ফ্রান্সের। ফরাসিদের হারিয়ে তৃতীয়বার ফুটবল বিশ্বকাপ গিয়েছে আর্জেন্টিনায়। ফরাসিদের স্বপ্নভঙ্গ হলেও প্যারিসে 'বিশ্বকাপের নায়ক' লিওনেল মেসির অভ্যর্থনার অভাব হল না।(ছবি:টুইটার)

গত ১৮ ডিসেম্বর কাতারের লুসেল স্টেডিয়ামে স্বপ্নভঙ্গ হয়েছে ফ্রান্সের। ফরাসিদের হারিয়ে তৃতীয়বার ফুটবল বিশ্বকাপ গিয়েছে আর্জেন্টিনায়। ফরাসিদের স্বপ্নভঙ্গ হলেও প্যারিসে ‘বিশ্বকাপের নায়ক’ লিওনেল মেসির অভ্যর্থনার অভাব হল না।(ছবি:টুইটার)

বরং আতসবাজি ফাটিয়ে, 'গার্ড অব অনার' দিয়ে মেসির ফেরাটা স্মরণীয় করে রাখল প্যারিস। প্যারিসবাসী ও পিএসজির থেকে দারুণ অভ্যর্থনা পেলেন আর্জেন্টাইন মহাতারকা। (ছবি:টুইটার)

বরং আতসবাজি ফাটিয়ে, ‘গার্ড অব অনার’ দিয়ে মেসির ফেরাটা স্মরণীয় করে রাখল প্যারিস। প্যারিসবাসী ও পিএসজির থেকে দারুণ অভ্যর্থনা পেলেন আর্জেন্টাইন মহাতারকা। (ছবি:টুইটার)

মেসি ফিরছেন, সেখবর আগে থেকেই ছিল অনুরাগীদের কাছে। বিমানবন্দরের বাইরে দেখা যায় থিকথিকে ভিড়। ক্রমাগত আতসবাজি ফাটতে দেখা যায়।(ছবি:টুইটার)

মেসি ফিরছেন, সেখবর আগে থেকেই ছিল অনুরাগীদের কাছে। বিমানবন্দরের বাইরে দেখা যায় থিকথিকে ভিড়। ক্রমাগত আতসবাজি ফাটতে দেখা যায়।(ছবি:টুইটার)

প্যারিসে ফিরেই 'পার্ক দে প্রিন্সেস'-এ পৌঁছে যান মেসি। সতীর্থদের সঙ্গে হাত মেলানো, শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।(ছবি:টুইটার)

প্যারিসে ফিরেই ‘পার্ক দে প্রিন্সেস’-এ পৌঁছে যান মেসি। সতীর্থদের সঙ্গে হাত মেলানো, শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।(ছবি:টুইটার)

নেইমারের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন আলাদা। দেখা হতেই একে অপরকে জড়িয়ে ধরলেন দুই বন্ধু। কী কথা হল তা অবশ্য জানা নেই। (ছবি:টুইটার)

নেইমারের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন আলাদা। দেখা হতেই একে অপরকে জড়িয়ে ধরলেন দুই বন্ধু। কী কথা হল তা অবশ্য জানা নেই। (ছবি:টুইটার)

সতীর্থরা দু পাশে দাঁড়িয়ে 'গার্ড অব অনার' দিলেন মেসিকে। হাততালি ও উষ্ণ অভ্যর্থনায় মাঠে ঢোকেন আর্জেন্টাইন তারকা। পিএসজিরর তরফে তাঁর হাতে একটি মেমেন্টো তুলে দেওয়া হয়।(ছবি:টুইটার)

সতীর্থরা দু পাশে দাঁড়িয়ে ‘গার্ড অব অনার’ দিলেন মেসিকে। হাততালি ও উষ্ণ অভ্যর্থনায় মাঠে ঢোকেন আর্জেন্টাইন তারকা। পিএসজিরর তরফে তাঁর হাতে একটি মেমেন্টো তুলে দেওয়া হয়।(ছবি:টুইটার)

ফিরেই মাঠে নামার প্রস্তুতি শুরু করে দিলেন মেসি। তাঁর অনুপস্থিতিতে শেষ ম্যাচে হেরেছে পিএসজি। পরবর্তী ম্যাচ থেকেই যেন মাঠে নামতে পারেন তারই প্রস্তুতি নিচ্ছেন। (ছবি:টুইটার)

ফিরেই মাঠে নামার প্রস্তুতি শুরু করে দিলেন মেসি। তাঁর অনুপস্থিতিতে শেষ ম্যাচে হেরেছে পিএসজি। পরবর্তী ম্যাচ থেকেই যেন মাঠে নামতে পারেন তারই প্রস্তুতি নিচ্ছেন। (ছবি:টুইটার)


Most Read Stories

Leave a Reply