Lionel Messi: সতীর্থদের ‘গার্ড অব অনার’, প্যারিসে আতসবাজিতে অভ্যর্থনা মেসির Post author:admin Post published:January 4, 2023 Post category:Sports Post comments:0 Comments TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji Updated on: Jan 04, 2023 | 6:33 PM PSG: বিশ্বকাপ জয়, ক্রিসমাস ও নতুন বছরের ছুটি কাটিয়ে প্যারিসে ফিরলেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ জয়ের নায়ককে দারুণভাবে অভ্যর্থনা জানাল প্যারিসবাসী। Jan 04, 2023 | 6:33 PM গত ১৮ ডিসেম্বর কাতারের লুসেল স্টেডিয়ামে স্বপ্নভঙ্গ হয়েছে ফ্রান্সের। ফরাসিদের হারিয়ে তৃতীয়বার ফুটবল বিশ্বকাপ গিয়েছে আর্জেন্টিনায়। ফরাসিদের স্বপ্নভঙ্গ হলেও প্যারিসে ‘বিশ্বকাপের নায়ক’ লিওনেল মেসির অভ্যর্থনার অভাব হল না।(ছবি:টুইটার) বরং আতসবাজি ফাটিয়ে, ‘গার্ড অব অনার’ দিয়ে মেসির ফেরাটা স্মরণীয় করে রাখল প্যারিস। প্যারিসবাসী ও পিএসজির থেকে দারুণ অভ্যর্থনা পেলেন আর্জেন্টাইন মহাতারকা। (ছবি:টুইটার) মেসি ফিরছেন, সেখবর আগে থেকেই ছিল অনুরাগীদের কাছে। বিমানবন্দরের বাইরে দেখা যায় থিকথিকে ভিড়। ক্রমাগত আতসবাজি ফাটতে দেখা যায়।(ছবি:টুইটার) প্যারিসে ফিরেই ‘পার্ক দে প্রিন্সেস’-এ পৌঁছে যান মেসি। সতীর্থদের সঙ্গে হাত মেলানো, শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।(ছবি:টুইটার) নেইমারের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন আলাদা। দেখা হতেই একে অপরকে জড়িয়ে ধরলেন দুই বন্ধু। কী কথা হল তা অবশ্য জানা নেই। (ছবি:টুইটার) সতীর্থরা দু পাশে দাঁড়িয়ে ‘গার্ড অব অনার’ দিলেন মেসিকে। হাততালি ও উষ্ণ অভ্যর্থনায় মাঠে ঢোকেন আর্জেন্টাইন তারকা। পিএসজিরর তরফে তাঁর হাতে একটি মেমেন্টো তুলে দেওয়া হয়।(ছবি:টুইটার) ফিরেই মাঠে নামার প্রস্তুতি শুরু করে দিলেন মেসি। তাঁর অনুপস্থিতিতে শেষ ম্যাচে হেরেছে পিএসজি। পরবর্তী ম্যাচ থেকেই যেন মাঠে নামতে পারেন তারই প্রস্তুতি নিচ্ছেন। (ছবি:টুইটার) Most Read Stories Tags: football, Lionel Messi, Lionel Messi in Paris, Messi in PSG লিওনেল মেসি, Practice, PSG, পিএসজি, পিএসজিতে মেসি, প্যারিসে মেসি, প্যারিসে মেসির অভ্যর্থনা Read more articles Previous Postফাইনাল রাউন্ড সৌদি আরবে, সন্তোষ ট্রফির জন্য বাংলার দল ঘোষণা Next Postচ্যাম্পিয়ন্স লিগে রোনাল্ডোর রেকর্ড সঙ্কটে! সামনে মেসি… You Might Also Like গলদ কোথায়? উত্তরের সন্ধানে খেলা শেষেও মাঠে রয়ে গেলেন শুভমন গিল February 3, 2024 Bhaichung Bhutia: বয়স হয়েছে, বুঝতে হবে রোনাল্ডোকেও! December 10, 2022 বৃষ্টিতে ম্যাচে ধুয়ে গেলে ফাইনালে যাবে কোন টিম? May 26, 2023 Leave a Reply Cancel replyCommentEnter your name or username to comment Enter your email address to comment Enter your website URL (optional) Save my name, email, and website in this browser for the next time I comment.