পুনেতেই পুনরাবৃত্তি, অক্ষরদের লড়াই কাজে এল না


India vs Sri Lanka, 2nd T20 Match Report: এর আগে ২০১৬ সালে ভারতের মাটিতে শ্রীলঙ্কার শেষ টি-টোয়েন্টি জয় এসেছিল পুনেতে। তারপর ১১ ম্যাচে হার। পুনেতেই জয়ের রাস্তায় ফিরল শ্রীলঙ্কা। ১৬ রানের জয়ে সিরিজে সমতাও ফেরাল।

Image Credit source: twitter

পুনে : প্রতিপক্ষ নয়, নিজেরাই নিজেদের চ্যালেঞ্জ করতে হবে! কঠিন পরিস্থিতি থেকে ঘুরেও দাঁড়াতে হবে। হার্দিক পান্ডিয়ার মন্ত্র যেন এমনটাই। পরিসংখ্যান নিয়ে মাথাব্য়াথা নেই হার্দিক পান্ডিয়ার। বরং নিজেদের চ্যালেঞ্জের সামনে ফেলাই তাঁর লক্ষ্য। পুনের পরিসংখ্যান বলছিল, প্রথমে ব্য়াট করা দলই বেশিরভাগ ক্ষেত্রে জেতে। হার্দিক টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। টসের সময় তাঁকে পরিসংখ্যান সম্পর্কে বলা হলেও, হার্দিক পরিষ্কার করে দেন, তা নিয়ে ভাবছেন না। সঞ্জু স্য়ামসন চোটে ছিটকে যাওয়ায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হল রাহুল ত্রিপাঠির। একাদশে আরও একটি পরিবর্তন হল। হর্ষল প্য়াটেলের জায়গায় ফেরানো হল বাঁ হাতি পেসার অর্শদীপ সিংকে। রুদ্ধশ্বাস, অভাবনীয় একটা ম্যাচের সাক্ষী থাকল পুনের এমসিএ স্টেডিয়াম। ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ রিপোর্ট TV9Bangla-য়।

প্রথমে ফিল্ডিং নিয়ে বোলিং ওপেন করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। মাত্র ২ রান দেন তিনি। পরের ওভারেই অস্বস্তি। অর্শদীপ সিংয়ের নো বলের হ্যাটট্রিক। ক্রমশ খেই হারায় ভারত। শ্রীলঙ্কার দুই ওপেনার অনবদ্য শুরু করেন। প্রথম সাফল্য় আসে নবম ওভারে। যুজবেন্দ্র চাহাল লেগ বিফোর করেন অর্ধশতরানকারী কুশল মেন্ডিসকে। ক্ষণে ক্ষণে ম্যাচের রং বদলাতে থাকে। কুশল মেন্ডিসের পর বিধ্বংসী ইনিংস খেলেন চরিত আসালঙ্কা। মাত্র ১৯ বলে ৩৭ রান। স্পিনাররা ভারতকে ম্যাচে ফেরালেও পেসাররা ভরসা দিতে পারলেন না। উমরান মালিক ৩ উইকেট নিলেও ইকোনমি ১২। অর্শদীপ ২ ওভারে দিলেন ৩৭! শেষ দিকে দাসুন শানাকার ২২ বলে ৫৬ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৬ রান করে শ্রীলঙ্কা।

ব্য়াটিংয়ে নেমেই অস্বস্তিতে পড়ল ভারত। মাত্র ২১ রানেই প্রথম তিন ব্যাটার প্য়াভিলিয়নে। অস্বস্তি বাড়ল ৫৭ রানের মধ্যেই ৫ উইকেট পড়তে। এরপরই অভাবনীয় ব্য়াটিং অক্ষর প্যাটেল-সূর্যকুমার যাদব জুটির। খাদের কিনারা থেকে ভারতীয় দলকে জয়ের স্বপ্ন দেখায় এই জুটি। মাত্র ৪০ বলে ৯১ রান যোগ করে তারা। মাত্র ২০ বলে অর্ধশতরান পূর্ণ করেন অক্ষর। সূর্য কুমারও ঝোড়ো অর্ধশতরান করেন। সূর্যর আউটে এই জুটি ভাঙতেই ফের সম্ভাবনা ক্ষীণ হতে থাকে ভারতের। অক্ষরে সঙ্গে ক্রিজে যোগ দেন শিবম মাভি। গত ম্যাচে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে। প্রথম ম্যাচে বল হাতে নজর কেড়েছিলেন। তাঁর ব্যাটের হাতও যে ভরসা করার মতো, পুনেতে সেটাও দেখালেন। শেষ ওভারে অক্ষর প্য়াটেল আউট হতেই ভারতের আশা শেষ। তবে অক্ষরের ৩১ বলে ৬৫ রানের ইনিংস দীর্ঘ সময় মনে রাখবে বিশ্ব ক্রিকেট। শিবম মাভি ১৫ বলে ২৬ রান করেন। এর আগে ২০১৬ সালে ভারতের মাটিতে শ্রীলঙ্কার শেষ টি-টোয়েন্টি জয় এসেছিল পুনেতে। তারপর ১১ ম্যাচে হার। পুনেতেই জয়ের রাস্তায় ফিরল শ্রীলঙ্কা। ১৬ রানের জয়ে সিরিজে সমতাও ফেরাল।

Leave a Reply