Al Nassr: এই জটিলতা সমালোচনায় ফেলেছে ক্লাব কর্তাদের। এখানে প্রশ্ন, রোনাল্ডোকে নেওয়ার আগেই তো বিদেশি কোটা পূরণ হয়ে গিয়েছে, তা জানতেন না কর্তারা?
Image Credit source: twitter
রিয়াধ: যতই ২০০ মিলিয়ন ইউরোতে সৌদি আরবের ক্লাবে সই করুন, ৩৭ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরে হঠাৎই অনিশ্চয়তা। এশিয়ান ফুটবলে সিআর সেভেনের পা দেওয়া নিয়ে হইচই কম নেই। ইউরোপিয়ান ফুটবলে রোনাল্ডো যুগ শেষ হয়ে গিয়েছে, এমনও বলছেন কেউ কেউ। তা হতেও পারে, নাও হতে পারে। কিন্তু তার আগে যে প্রশ্ন সবচেয়ে বড় হয়ে উঠছে, তা হল, আল নাসেরের হয়ে কবে খেলতে দেখা যাবে রোনাল্ডোকে? দিন কয়েক আগেই সৌদির ক্লাবে পা রেখেছেন। রোনাল্ডো বরণে কোনও কার্পণ্য রাখেননি সমর্থকরা। মেডিক্যাল হয়ে গিয়েছে, এমনকি টিমের সঙ্গে প্র্যাক্টিসেও নেমে পড়েছেন তিনি। কিন্তু মাঠে কবে নামবেন? ঘটনা যা, তাতে পুরো ব্যাপারটাই অনিশ্চিত। কেন? তুলে ধরল TV9 Bangla।
সব দেশেরই ফুটবল ফেডারেশনের বিদেশি সই করানো এবং খেলানোর ব্যাপারে নিজস্ব নিয়ম আছে। সৌদির ক্লাব ফুটবলে কোনও টিম সবচেয়ে বেশি ৮জন সই করাতে পারে। ঘটনা হল, আল নাসের ইতিমধ্যেই ৮জন বিদেশিকে সই করিয়ে ফেলেছে। সেই নিয়ম ধরলে, আল নাসেরে রোনাল্ডো নবম বিদেশি ফুটবলার। সেই নিয়ম ধরলে আপাতত আল নাসেরের হয়ে মাঠে নেমে পড়া হচ্ছে না সিআর সেভেনের। সেই সঙ্গে অন্য ব্যাপারও থাকছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলার সময় এক সমর্থকের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য দুটো ম্যাচে নির্বাসিত করা হয়েছে রোনাল্ডোকে। ওই নির্বাসন সৌদির ক্লাবে খেলার ক্ষেত্রেও বলবৎ হবে কিনা, তাও দেখার। সব মিলিয়ে আল নাসের এখনও রোনাল্ডোকে সৌদি ফেডারেশনের নথিভুক্ত করাতে পারেনি।
ক্লাবের এক কর্তা বলছেন, ‘আল নাসের এখনও রোনাল্ডোর নাম নথিভুক্ত করাতে পারেনি। কারণ একটাই, বিদেশি ফুটবলারের কোটা পূর্ণ হয়ে গিয়েছে। রোনাল্ডোকে যদি রেজিস্টার করাতে হয়, তা হলে টিমের এক বিদেশিকে বিক্রি করে দিতে হবে। অথবা, কোনও বিদেশির সঙ্গে চুক্তি বাতিল করতে হবে। এক বিদেশিকে বিক্রি করে দেওয়ার কথাই ভাবা হচ্ছে ক্লাবের তরফে। তবে, কিছুই এখনও নিশ্চিত হয়নি।’
পুরো পরিস্থিতি কিছুটা হলেও চাপে ফেলে দিয়েছে আল নাসেরকে। রোনাল্ডো ক্লাবে পা দেওয়ার পর থেকে তুমুল উন্মাদনা দেখা দিয়েছে। সারা দেশ আল নাসেরের মাঠে মার্সুল পার্কে রোনাল্ডোকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন। আগামী কয়েক ম্যাচের যাবতীয় টিকিটও বিক্রি হয়ে গিয়েছে। তার মধ্যেই এই জটিলতা সমালোচনায় ফেলেছে ক্লাব কর্তাদের। এখানে প্রশ্ন, রোনাল্ডোকে নেওয়ার আগেই তো বিদেশি কোটা পূরণ হয়ে গিয়েছে, তা জানতেন না কর্তারা?