India vs Sri Lanka, 2nd T20 Match Preview: সঞ্জু ছিটকে যাওয়ায় সুযোগ মিলতে পারে রাহুল ত্রিপাঠির। ফিট হলে খেলানো হতে পারে অর্শদীপ সিংকে। সেক্ষেত্রে উমরান মালিক, শিবম মাভির মধ্যে একজনকে বসাতে হবে। শিভম অভিষেক ম্যাচেই চার উইকেট নিয়েছেন।
Image Credit source: PTI FILE
পুনে : আরও একটা দ্বিপাক্ষিক সিরিজ জয়ের সুযোগ ভারতের সামনে। নতুন বছরের শুরুতেই সিরিজ জিতলে আত্মবিশ্বাস বাড়বে। এ ব্য়াপারে সন্দেহ নেই। তবে ভুলের সংখ্য়া কমাতে হবে। মুম্বইতে প্রথম ম্যাচে একটা সময় চাপে ছিল ভারত। ব্য়াটিংয়ে অক্ষর-দীপক হুডা জুটির সৌজন্যে ঘুরে দাঁড়ায়। বোলিংয়েও যেন একই ঘটনার পুনরাবৃত্তি। ভালো জায়গা থেকে ফের ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ভারত। শেষ বলের থ্রিলারে মাত্র ২ রানে জয়। পুনেতে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলে সিরিজ ভারতের। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় শিবিরের নজর সে দিকেই। লক্ষ্য ভুলের সংখ্য়া কমানোর দিকেও। ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ প্রিভিউ TV9Bangla-য়।
চোটের কারণে সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন সঞ্জু স্যামসন। সিনিয়র ব্য়াটারদের অনুপস্থিতিতে তাঁর কাছে দারুণ সুযোগ ছিল জাতীয় দলে জায়গা মজবুত করার। প্রথম ম্যাচে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। এ বার সিরিজ থেকেই ছিটকে যাওয়া নিঃসন্দেহে ভারতীয় শিবিরেও বড় ধাক্কা। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নজরে রেখে এগোচ্ছে ভারত। হার্দিক পান্ডিয়াকে নেতা হিসেবে প্রস্তুত করা হচ্ছে। তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে। গত ম্যাচে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে শুভমন গিলের। প্রথম সুযোগে নজর কাড়তে ব্যর্থ। টেস্ট এবং ওয়ান ডে ফরম্য়াটে সফল শুভমন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে নজর থাকবে এই তরুণ ওপেনারের দিকে। চিন্তা থাকছে ভারতের টপ অর্ডার ব্য়াটিং নিয়েও। কার্যত নতুন স্কোয়াড বলেই হয়তো গুছিয়ে নিতে সময় লাগছে।
শ্রীলঙ্কা প্রথম ম্যাচে হারলেও জয়ের খুব কাছে পৌঁছেছিল। দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারঙ্গা এবং মহেশ থিকশানার পারফরম্যান্স ভরসা দিয়েছিল। ভারতের মাটিতে শেষ এগারোটি টি-টোয়েন্টিতেই হেরেছে শ্রীলঙ্কা। তবে প্রথম ম্যাচে পারফরম্য়ান্স এবং পুনের পরিসংখ্যান তাদের পক্ষে। ভারতের মাটিতে ২০১৬-তে শেষ বার কোনও টি-টোয়েন্টি জিতেছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচ ছিল পুনেতেই। সেই মাঠেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামছে ভারত-শ্রীলঙ্কা। একই ফলের আশায় থাকবে শ্রীলঙ্কা। ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া এই ম্যাচে একাদশে পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। সঞ্জু ছিটকে যাওয়ায় সুযোগ মিলতে পারে রাহুল ত্রিপাঠির। ফিট হলে খেলানো হতে পারে অর্শদীপ সিংকে। সেক্ষেত্রে উমরান মালিক, শিবম মাভির মধ্যে একজনকে বসাতে হবে। শিভম অভিষেক ম্যাচেই চার উইকেট নিয়েছেন।