Rahul Dravid: টি-২০তে বিরাট-রোহিতদের পথ বন্ধ! বড় ইঙ্গিত দিলেন কোচ রাহুল দ্রাবিড়


গতবছরের ভারতের টি-২০ বিশ্বকাপ টিম থেকে আগামী বছরের কুড়ি বিশের দল আমূল বদলে যাবে। অধিকাংশই থাকবে তরুণ মুখ।

Image Credit source: Twitter

পুনে: অক্ষর প্যাটেলের চেষ্টা হার মেনেছে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকার অলরাউন্ড পারফরম্যান্সের কাছে। টপ অর্ডারের ব্যর্থতা, বোলারদের অতিরিক্ত রান দেওয়া। পুনেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে (India vs Sri Lanka) হারের পর স্বভাবতই হতাশ কোচ রাহুল দ্রাবিড়। তবে তরুণদের দুষছেন না তিনি। বরং অর্শদীপদের পাশে দাঁড়িয়েছেন এবং একইসঙ্গে টি-২০ ফরম্যাটে ভারতীয় দলে পরিবর্তনের বড়সড় ইঙ্গিত দিয়েছেন দ্রাবিড় (Rahul Dravid)। পরের বছর ফের টি-২০ বিশ্বকাপ। কোচের ইঙ্গিত, সেই দলে থাকবে পরিবর্তন। অর্থাৎ, গতবছরের ভারতের টি-২০ বিশ্বকাপ টিম থেকে আগামী বছরের কুড়ি বিশের দল আমূল বদলে যাবে। অধিকাংশই থাকবে তরুণ মুখ। যাঁদের এখন থেকেই প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দ্রাবিড়ের বক্তব্য তুলে ধরল TV9 Bangla

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের কোচের আবেদন, তরুণদের নিয়ে একটু ধৈর্য রাখুন। একইসঙ্গে টি-২০তে ভবিষ্যতের ইঙ্গিতও দিয়ে রাখেন। দ্রাবিড়ের কথায়, “আমরা একটা তরুণ দল এবং এই চাপ নিয়ে খেলছি। ম্যাচ জিতলে তা অবশ্যই আমাদের জন্য ভালো হতে পারত। টি-২০ বিশ্বকাপে খেলা শেষ ম্যাচের মাত্র তিন-চারজন ছেলে এই টিমে খেলছে। বর্তমানে আমরা একটু ভিন্ন পর্যায়ে রয়েছি। টি-২০ ক্রিকেটের ভবিষ্যতের কথা চিন্তা করছি। তাই শ্রীলঙ্কার মতো মানসম্পন্ন দলের বিরুদ্ধে খেলা আমাদের জন্য ফায়দার। বর্তমানে সব ফোকাস রয়েছে ওডিআই বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ঘিরে। তাই টি-২০ আমাদের এই তরুণদের তৈরি করার সুযোগ দিয়েছে।”

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ১০ উইকেটে হারের ম্যাচে ভারত যে প্রথম একাদশ খেলিয়েছিল সেখান থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলছেন হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল এবং অর্শদীপ সিং। চোটের কারণে নেই রোহিত শর্মা। বিরাট কোহলি ও লোকেশ রাহুলকে বিশ্রাম দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে নেই মহম্মদ সামি, রবিচন্দ্রন অশ্বিন বা দীনেশ কার্তিক। সকলেরই গড় বয়স তিরিশের উপরে। তাই এখন না হলেও কিছুদিন পরে টি-২০ দলকে নতুনভাবে গড়ার উদ্যোগ নেবে ভারত। তাই অর্শদীপ সিং, শিবম মাভি বা উমরান মালিকদের মতো তরুণ ক্রিকেটারের পারফরম্যান্স দেখে এখনই ধৈর্য না হারানোর আবেদন জানাচ্ছেন কোচ।

Leave a Reply