SA20: জো’বার্গ সুপার কিংসে নজরে থাকবেন কারা?


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Jan 06, 2023 | 8:00 AM

Joburg Super kings Squad 2023: নিন্দুকেরা বলছে, এতো আইপিএলের মিনি সংস্করণ। শুধু শহরের নামগুলোই যা অন্য। কথা হচ্ছে দক্ষিণ আফ্রিকার নতুন টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগের। যার নাম এসএ২০ লিগ (South Africa T20 League)। যার অন্যতম দল জো’বার্গ সুপার কিংস। নেলসন ম্যান্ডেলার দেশও এ বার হলুদ ঝড়ে কাবু হবে।

Jan 06, 2023 | 8:00 AM

নিলামের আগেই দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ফাফ ডুপ্লেসিকে দলে নেয় জো'বার্গ সুপার কিংস। আইপিএলে চেন্নাই সুপার কিংস শিবির ছেড়ে দিয়েছেন ডু প্লেসি। জেএসকে-র মাধ্যমে সিএসকে-র সংসারে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। প্রায় ৩ কোটি টাকার বিনিময়ে জো'বার্গ সুপার কিংসে যোগ দিয়েছেন প্রোটিয়া ব্যাটার। সরকারিভাবে ঘোষণা না হলেও ডুপ্লেসিই নাকি দলটির ক্যাপ্টেন। (ছবি:টুইটার)

নিলামের আগেই দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ফাফ ডুপ্লেসিকে দলে নেয় জো’বার্গ সুপার কিংস। আইপিএলে চেন্নাই সুপার কিংস শিবির ছেড়ে দিয়েছেন ডু প্লেসি। জেএসকে-র মাধ্যমে সিএসকে-র সংসারে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। প্রায় ৩ কোটি টাকার বিনিময়ে জো’বার্গ সুপার কিংসে যোগ দিয়েছেন প্রোটিয়া ব্যাটার। সরকারিভাবে ঘোষণা না হলেও ডুপ্লেসিই নাকি দলটির ক্যাপ্টেন। (ছবি:টুইটার)

শ্রীলঙ্কার স্পিনার মহেশ থিকসানা আইপিএলে সিএসকে-র হয়ে খেলেন। তাঁকেও জো'বার্গে অন্তর্ভুক্ত করেছে জেএসকে। চুক্তির অঙ্কটা হল ১ কোটি ৬০ লক্ষ টাকা।(ছবি:টুইটার)

শ্রীলঙ্কার স্পিনার মহেশ থিকসানা আইপিএলে সিএসকে-র হয়ে খেলেন। তাঁকেও জো’বার্গে অন্তর্ভুক্ত করেছে জেএসকে। চুক্তির অঙ্কটা হল ১ কোটি ৬০ লক্ষ টাকা।(ছবি:টুইটার)

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ডকে। কিন্তু দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে শেফার্ড খেলবেন জো'বার্গ সুপার কিংসের হয়ে। ১ কোটি ৪০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেওয়া হয়েছে তাঁকে।(ছবি:টুইটার)

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ডকে। কিন্তু দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে শেফার্ড খেলবেন জো’বার্গ সুপার কিংসের হয়ে। ১ কোটি ৪০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেওয়া হয়েছে তাঁকে।(ছবি:টুইটার)

নজর থাকবে দক্ষিণ আফ্রিকার ২৬ বছরের ব্যাটার জানেমন মালানের দিকেও। পিএসএল, লঙ্কা সুপার লিগ, টি-২০ গ্লোবাল লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে মালানের। ২.৭০ মিলিয়নে জো'বার্গে পাড়ি দিয়েছেন তিনি।(ছবি:টুইটার)

নজর থাকবে দক্ষিণ আফ্রিকার ২৬ বছরের ব্যাটার জানেমন মালানের দিকেও। পিএসএল, লঙ্কা সুপার লিগ, টি-২০ গ্লোবাল লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে মালানের। ২.৭০ মিলিয়নে জো’বার্গে পাড়ি দিয়েছেন তিনি।(ছবি:টুইটার)

আলজারি জোসেফকে ২.১০ মিলিয়ন অর্থের বিনিময়ে দলে নিয়েছে জো'বার্গ সুপার কিংস। ক্যারিবিয়ান পেসার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন। এ বার তাঁকে দেখা যাবে এসএ২০ লিগেও।(ছবি:টুইটার)

আলজারি জোসেফকে ২.১০ মিলিয়ন অর্থের বিনিময়ে দলে নিয়েছে জো’বার্গ সুপার কিংস। ক্যারিবিয়ান পেসার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন। এ বার তাঁকে দেখা যাবে এসএ২০ লিগেও।(ছবি:টুইটার)

ইংল্যান্ডের ৩০ বছরের অলরাউন্ডার বিশ্বজুড়ে টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ান। হান্ড্রেড, বিগ ব্যাশ লিগ, পিএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে আইপিএলে এখনও পা পড়েনি লুইস গ্রেগরির। তিনিই এ বার জো'বার্গ সুপার কিংসের হয়ে খেলবেন।(ছবি:টুইটার)

ইংল্যান্ডের ৩০ বছরের অলরাউন্ডার বিশ্বজুড়ে টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ান। হান্ড্রেড, বিগ ব্যাশ লিগ, পিএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে আইপিএলে এখনও পা পড়েনি লুইস গ্রেগরির। তিনিই এ বার জো’বার্গ সুপার কিংসের হয়ে খেলবেন।(ছবি:টুইটার)


Most Read Stories

Leave a Reply