Joburg Super kings Squad 2023: নিন্দুকেরা বলছে, এতো আইপিএলের মিনি সংস্করণ। শুধু শহরের নামগুলোই যা অন্য। কথা হচ্ছে দক্ষিণ আফ্রিকার নতুন টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগের। যার নাম এসএ২০ লিগ (South Africa T20 League)। যার অন্যতম দল জো’বার্গ সুপার কিংস। নেলসন ম্যান্ডেলার দেশও এ বার হলুদ ঝড়ে কাবু হবে।
Jan 06, 2023 | 8:00 AM