Shakira-Antonela Roccuzzo: পিকে ‘বিশ্বাসঘাতক’! শাকিরার ব্যথায় সমব্যাথী মেসির স্ত্রী


নতুন বছরে সোশ্যাল মিডিয়ায় আরও একটি পোস্ট করেছেন শাকিরা। যেখানে জেরার্ড পিকেকে ‘বিশ্বাসঘাতক’ বলেছেন পপস্টার।

Image Credit source: Twitter

প্যারিস: জেরার্ড পিকে (Gerard Pique) আর শাকিরা (Shakira)। বিশ্বকাপজয়ী ফুটবলার আর পপস্টারের সম্পর্ক প্রত্যেকের কাছেই এক উদাহরণ হয়ে ছিল। তবে আচমকাই সেই সম্পর্কে ভাঙন ধরে। পপস্টার শাকিরার সঙ্গে স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকের সম্পর্কে আচমকাই ধরে ফাটল। দীর্ঘ বারো বছরের সম্পর্কে দেখা যায় ছেদ। গতবছর পিকের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন শাকিরা। তাঁর অভিযোগ, পরকীয়ায় জড়িয়ে পড়েছেন পিকে। তারপরই আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘোষণা করেন এই কাপল। সোশ্যাল মিডিয়ায় পিকের সঙ্গে এক মহিলার ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়। নতুন বছরে আরও একবার শিরোনামে পিকে-শাকিরা। কেন? তুলে ধরল TV9 Bangla

নতুন বছরে সোশ্যাল মিডিয়ায় আরও একটি পোস্ট করেছেন শাকিরা। যেখানে জেরার্ড পিকেকে ‘বিশ্বাসঘাতক’ বলেছেন পপস্টার। শাকিরা ইনস্টাগ্রামে লেখেন, ‘নতুন বছরেও যদি আমাদের ক্ষতগুলো থাকে, তাহলে শুধু একজন ভাল চিকিৎসকই সেগুলো সারিয়ে দিতে পারে। কেউ আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেও, অন্যকে বিশ্বাস করতে ভুলবেন না। কেউ আপনাকে অবজ্ঞা করলেও, আপনি নিজের মূল্য দিতে ভুলবেন না। এই পৃথিবীতে যারা বিশ্বাসঘাতকতা করে, তাদের থেকেও ভালো মানুষ দুনিয়াতে রয়েছে।’

শাকিরা আরও লেখেন, ‘আমাদের চোখের জল অর্থহীন নয়। এই চোখের জলের মূল্যও মানুষ একদিন ঠিক পেয়ে যায়। যতই আঘাত আসুক, আমরা ভালোবেসে যাব। এটাই মনে হয় আমার জীবনের সবচেয়ে অন্ধকারতম অধ্যায়। তবে আমি সেইসব মেয়েগুলোর কথা ভাবি, যারা জীবনের আরও কঠিন অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাঁরাই আমার অনুপ্রেরণা।’

শাকিরার এই ইনস্টা পোস্টে প্রতিক্রিয়া দেন লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। যদিও কোনও মন্তব্য করেননি মেসির স্ত্রী। তিনটে লাভ সাইন ইমোজি পোস্ট করেন রোকুজ্জো। বার্সেলোনায় দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন মেসি আর পিকে। দু’জনের সম্পর্ক অনেক পুরনো। সেই সূত্রেই শাকিরার সঙ্গে আন্তোনেলার পরিচিতি। মেসির স্ত্রী কোনও লেখা না লিখলেও, শাকিরার পোস্টে তিনিও যেন সমব্যথী।



Leave a Reply