৪৭ বছরের খরা কাটানোর জন্য বিশ্বকাপে নামছে ভারত, গ্রুপে কারা, কবে ম্যাচ?


ধীরে ধীরে আবার হকি ঐতিহ্য ফিরতে চলেছে। দীর্ঘদিন পর টোকিও অলিম্পিক থেকে ব্রোঞ্জ নিয়ে ফিরেছে ভারতীয় হকি টিম। এ বার ঘরের মাঠে কি বিশ্বকাপ জয়ের দীর্ঘ খরা কাটাতে পারবেন হরমনপ্রীত সিংরা?

Image Credit source: Twitter

ভুবনেশ্বর: ১৩ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে হকি বিশ্বকাপ (Hockey World Cup 2023)। ওডিশার দুটো শহর ভুবনেশ্বর ও রৌরকেল্লা মিলিয়ে হবে ওই টুর্নামেন্ট। ১৬ টিমকে চারটে গ্রুপে ভাগ করা হয়েছে। ১৯৭৫ সালে কুয়ালা লামপুরে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেটাই ছিল প্রথম, সেটাই শেষবার। ৪৭ বছর কেটে গেলেও আর কখনও বিশ্বকাপ জেতা হয়নি ভারতীয় টিমের। আটের দশকের পর থেকে, বিশেষ করে যখন থেকে অস্ট্রোটার্ফের দাপট শুরু হয়, তখন থেকেই ভারতীয় হকির (Indian Hockey) পিছিয়ে পড়া শুরু। ধীরে ধীরে আবার হকি ঐতিহ্য ফিরতে চলেছে। দীর্ঘদিন পর টোকিও অলিম্পিক থেকে ব্রোঞ্জ নিয়ে ফিরেছে ভারতীয় হকি টিম। এ বার ঘরের মাঠে কি বিশ্বকাপ জয়ের দীর্ঘ খরা কাটাতে পারবেন হরমনপ্রীত সিংরা? চ্যালেঞ্জ কঠিন। তবে স্বপ্ন দেখা যে চলছে, তা নিয়ে সন্দেহ নেই। গ্রাহাম রিডের কোচিংয়ে শ্রীজেশ, মনপ্রীত, আকাশদীপরা সেরাটাই দিতে নামবে। ভারতের গ্রুপ কারা রয়েছে, কবে ম্যাচ, তুলে ধরল TV9 Bangla

কোন গ্রুপে কারা?

  • পুল এ- অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা
  • পুল বি- বেলজিয়াম, জার্মানি, দক্ষিণ কোরিয়া, জাপান
  • পুল সি- নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, চিলি
  • পুল ডি- ভারত, ইংল্যান্ড, স্পেন, ওয়েলশ

ভারতের ম্যাচ কবে?

  • ১৩ জানুয়ারি- ভারত বনাম স্পেন (সন্ধে ৭টা)
  • ১৫ জানুয়ারি- ভারত বনাম ইংল্যান্ড (সন্ধে ৭টা)
  • ১৯ জানুয়ারি- ভারত বনাম ওয়েলশ (সন্ধে ৭টা)

কবে থেকে কবে গ্রুপ লিগ?

১৩ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি

নক আউট পর্ব কবে থেকে?

২৪ জানুয়ারি শুরু কোয়ার্টার ফাইনাল পর্ব। পর পর দু’দিন দুটো করে ম্যাচ। ২৬ জানুয়ারি ৯-১৬ স্থানাধিকারীর ম্যাচ। নকআউট পর্বের সব ম্যাচই ভুবনেশ্বরে।

সেমিফাইনাল কবে?

২৭ জানুয়ারি দুটো সেমিফাইনাল। দুটো ম্যাচই ভুবনেশ্বরে।

ফাইনাল কবে?

২৯ জানুয়ারি ফাইনাল। বিকেল ৪-৩০ থেকে ব্রোঞ্জ ম্যাচ। সোনার ম্যাচ সন্ধে ৭টা থেকে।

ভারতের পুরো টিম: পিআর শ্রীজেশ, কৃষ্ণা পাঠক, সুরেন্দ্র কুমার, হরমনপ্রীত সিং (ক্যাপ্টেন), বরুণ কুমার, অমিত রোহিদাস (ভাইস ক্যাপ্টেন), নিলম সঞ্জীপ সেসা, মনপ্রীত সিং, হার্দিক সিং, নীলকন্ঠ শর্মা, সামশের সিং, বিবেক সাগর প্রসাদ, আকাশদীপ সিং, মনদীপ সিং, ললিত কুমার উপাধ্যায়, অভিষেক, সুখজিৎ সিং, রাজকুমার পাল, যুগরাজ সিং।

Leave a Reply