India vs Sri Lanka, 3rd T20 Match Preview: শ্রীলঙ্কার পারফরম্য়ান্স ক্রমশ উন্নতি করেছে। বিশেষ করে বলতে হয় অধিনায়ক দাসুন শানাকার কথা। এশিয়া সেরাদের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে রাজকোটে টপ অর্ডারে ভালো শুরু চাই ভারতের। তেমনই বোলিংয়ে ভুল না কমালে দ্বিপাক্ষিক সিরিজে রাজত্ব হারাতে হতে পারে।
Image Credit source: PTI
রাজকোট : লক্ষ্য ছিল পুনেতেই সিরিজ জেতার। যদিও তীরে এসে তরী ডুবেছিল ভারতের। অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদব, শিবম মাভিদের মরিয়া লড়াই কাজে দেয়নি। বছরের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়েই শুরু করেছিল ভারত। যদিও প্রথম ম্যাচে জয়ের ব্যবধান ছিল মাত্র ২ রান। সিনিয়র ব্য়াটারদের অনুপস্থিতিতে দারুণ সুযোগ নতুনদের কাছে। এখনও অবধি দু-ম্যাচে ভারতের টপ অর্ডার ভরসা দিতে ব্যর্থ। বোলিংয়ের ক্ষেত্রেও তাই। পাওয়ার প্লে-কে ঠিকঠাক কাজে লাগাতে ব্যর্থ ভারত। যার ফল ভুগতে হয়েছে। পুনেতে ইনিংসের দ্বিতীয় ওভারে তিনটি নো-বল! সেখান থেকেই হতাশার শুরু। ব্যাটিংয়ে মরিয়া চেষ্টাতেও ১৬ রানে হার। রাজকোটে আজ সিরিজ নির্ণায়ক ম্যাচ। কার রাজত্ব থাকবে! ভারত-শ্রীলঙ্কা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ প্রিভিউ TV9Bangla-য়।
ঘরের মাঠ এবং দ্বিপাক্ষিক সিরিজ। টি-টোয়েন্টিতে ভারতীয় দলের পারফরম্য়ান্স অনবদ্য। শেষ বার ২০১৯ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল ভারত! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের ফল ভারতের বিপক্ষে ছিল ০-২। এর পর ১১টি সিরিজ অপরাজিত ভারত। এ বার সেই অশ্বমেধের ঘোড়া থেমে যাবে না তো! ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধেও অনবদ্য রেকর্ড ছিল ভারতের। ২০১৬ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাটিতে টানা জিতছিল ভারত। টানা ১১ ম্যাচ জয়ের পর গত ম্যাচে পুনেতে হার। ২০১৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারও ছিল পুনেতেই। শ্রীলঙ্কাকে এ বার কোনও ভাবেই হালকা নেওয়া যাচ্ছে না। প্রথম ম্যাচে ভারতকে প্রায় হারিয়ে দিচ্ছিল তারা। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতের মাত্র ২ রানের ব্য়বধানে জয়।
গত ম্যাচে ভারতীয় পেসাররা হতাশ করেছেন। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক হার্দিক। পুনের পরিসংখ্যান বলছিল, প্রথমে ব্যাট করা দলের জেতার রেকর্ড বেশি। নিজেদের চ্য়ালেঞ্জ করতেই কার্যত টসে জিতেও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক। যদিও বোলাররা ভালো শুরু দিতে পারেননি। দুই স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং অক্ষর প্যাটেলের পারফরম্য়ান্স তুলনামূলক ভালো। ব্যাটিংয়ে গভীর চিন্তা টপ অর্ডার। ঈশান কিষাণ প্রথম ম্যাচে ৩০-র গণ্ডি পেরিয়েছিলেন। এই সিরিজেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া শুভমন গিল দুই ম্যাচেই ব্য়র্থ। গত ম্যাচে অভিষেক হয় রাহুল ত্রিপাঠির। বাউন্ডারিতে রানের খাতা খুললেও অতিরিক্ত তাড়াহুড়োয় কার্যত উইকেট ছুড়ে দিয়ে আসেন। টপ অর্ডার শুরুটা ভালো দিতে না পারায় বাড়তি চাপ পড়েছিল মিডল অর্ডারে। অন্য় দিকে, শ্রীলঙ্কার পারফরম্য়ান্স ক্রমশ উন্নতি করেছে। বিশেষ করে বলতে হয় অধিনায়ক দাসুন শানাকার কথা। এশিয়া সেরাদের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে রাজকোটে টপ অর্ডারে ভালো শুরু চাই ভারতের। তেমনই বোলিংয়ে ভুল না কমালে দ্বিপাক্ষিক সিরিজে রাজত্ব হারাতে হতে পারে।