Published by: Subhajit Mandal | Posted: January 7, 2023 3:15 pm| Updated: January 7, 2023 3:16 pm
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য বড়সড় স্বস্তির খবর। সফলভাবে সম্পন্ন হল ঋষভ পন্থের অস্ত্রোপচার। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে পন্থের হাঁটুর লিগামেন্টে সফলভাবে অস্ত্রোপচার করেছেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ দিনশো পার্দিওয়ালা।
বিসিসিআইয়ের এক সূত্রের তরফে বলা হচ্ছে, “শুক্রবার সফলভাবে ঋষভ পন্থের হাঁটুর লিগামেন্টে অস্ত্রোপচার করা হয়েছে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরপর কী কী করণীয় সেটা ডাঃ দিনশো পার্দিওয়ালার নির্দেশনা অনুযায়ী করা হয়েছে। বিসিসিআইয়ের স্পোর্টস এন্ড মেডিসিন বিভাগও পন্থের পরিস্থিতির দিকে নজর রাখছে।” এখন কেমন আছেন পন্থ? বোর্ড সূত্রের খবর, ঋষভের অস্ত্রোপচার সফল। দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন।
ডাঃ দিনশো পার্দিওয়ালা অভিজ্ঞ চিকিৎসক। তার উপর ভরসা করেন ভারতীয় ক্রিকেটের প্রথম সারির তারকারা। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের সঙ্গে যুক্ত তিনি। এর আগে শচীন তেণ্ডুলকর থেকে শুরু করে যুবরাজ সিং সবার চিকিৎসা করেছেন তিনি। খুব সম্প্রতি রবীন্দ্র জাদেজা এবং জশপ্রীত বুমরাহর চোট নিয়েও তিনিই কাজ করছেন। অর্থাৎ, পন্থের অস্ত্রোপচার যে যোগ্য চিকিৎসকের হাতেই হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে, পন্থ পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কতটা সময় লাগবে সেটা এখনও স্পষ্ট নয়। বোর্ডের সূত্র বলছে, চলতি বছর তাঁকে ২২ গজে দেখার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। অর্থাৎ এ বছর বিশ্বকাপও সম্ভবত খেলতে দেখা যাবে না তাঁকে।
গত বুধবারই দেরাদুন থেকে মুম্বইয়ের এয়ারলিফ্ট করে আনা হয়েছে ভারতীয় উইকেটকিপার-ব্যাটারকে।প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, ওষুধ দিলেই সেরে উঠবেন পন্থ। কিন্তু যন্ত্রণা ক্রমশই বাড়তে থাকার কারণে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে বাধ্য হন চিকিৎসকরা। ডাঃ দিনশো পার্দিওয়ালার নির্দেশে শুক্রবারই সেই অস্ত্রোপচার করা হল।
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ