India vs Sri Lanka: হার্দিক বলছেন, ‘ও যে ভাবে ব্যাট করছে, প্রতিটা ইনিংসকে সকলকে চমকে দিচ্ছে। ও যেন প্রতিনিয়িত আমাদের বলছে-ব্যাটিং খুবই সহজ। যেমন শট খেলে, ওর বিরুদ্ধে বোলিং করতে হলে, এরকম ব্যাটিং দেখে হতাশ হয়ে পড়তাম। একের পর এক চোখ ধাঁধানো শট।’
Image Credit source: twitter
রাজকোট : প্র্যাক্টিস-পারফেক্ট। সূর্যকুমার যাদবের ইনিংসের ক্ষেত্রে আরও এক বার বলা যায়। ম্য়াচ শেষে বিরাট কোহলিও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ম্যাচটা তিনি লাইভ না দেখলেও এটুকু বুঝতে পারছেন, ভিডিয়ো গেম ইনিংস! বিরাটের সঙ্গে অনবদ্য কিছু জুটি গড়েছেন সূর্য। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিকে শুভমনের সঙ্গে অনবদ্য় একটা জুটি গড়েন। অপরাজিত ১১২ রানের ইনিংস। চমকে দেওয়া পারফরম্যান্স সূর্যর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় শতরান। ভারতকে মজবুত স্কোরে পৌঁছে দেয় তাঁর ইনিংস। ভারত ম্যাচ এবং সিরিজ জিতেছে। ম্যাচ শেষে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। যা বললেন, বিস্তারিত TV9Bangla-য়।
বাইশের ফর্ম বজায় রেখেছেন সূর্য। তাঁর কাছ থেকে আরও একটা ইনিংসের পর হার্দিক বলছেন, ‘ও যে ভাবে ব্য়াট করছে, প্রতিটা ইনিংসকে সকলকে চমকে দিচ্ছে। ও যেন প্রতিনিয়িত আমাদের বলছে-ব্যাটিং খুবই সহজ। যেমন শট খেলে, ওর বিরুদ্ধে বোলিং করতে হলে, এরকম ব্যাটিং দেখে হতাশ হয়ে পড়তাম। একের পর এক চোখ ধাঁধানো শট।’ প্রথম দুই ম্যাচের মতো ভারতের শুরুটা ভালো হয়নি। দ্রুতই ঈশান কিষাণের উইকেট হারায় ভারত। তিনে নামা রাহুল ত্রিপাঠি ১৬ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তিনি আউট হতেই ব্য়াটন তুলে নেন সূর্য। কেরিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলতে নামা রাহুলের ইনিংসের প্রশংসা করতে ভুললেন না অধিনায়ক। বলছেন, ‘রাহুল ত্রিপাঠির কথাও আলাদা করে বলতে হয়। শুরুতে বোলাররা সুবিধা পাচ্ছিল। রাহুল অনবদ্য তাগিদ নিয়ে ব্যাটিং করেন, বাকিটা সূর্য।’
অধিনায়ক হার্দিক পান্ডিয়া কি সূর্যকুমার যাদবকে কোনও পরামর্শ দেন? উত্তর তৈরিই ছিল। হার্দিক বলেন, ‘ওকে কিছু বলার প্রয়োজন পড়ে না। ও জানে কী করতে হবে। কোনও পরিস্থিতিতে ওর যদি মনে হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিশ্চিত নয়, তখনই আমাদের কথা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ও জানে কী করতে হবে।’ সিরিজ সেরার পুরস্কার জেতেন অক্ষর প্য়াটেল। তৃতীয় ম্যাচে উইকেট না পেলেও ব্যাট ৯ বলে ২১ রানের ইনিংস খেলেন। এই সিরিজে ব্য়াটে-বলে যতটুকু সুযোগ পেয়েছেন, কাজে লাগিয়েছেন। হার্দিক বলছেন, ‘ওর জন্য় গর্বিত। এত পরের দিকে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও অনবদ্য ইনিংস খেলেছে। এই সিরিজ থেকে অক্ষর অনেক আত্মবিশ্বাস পাবে।’