হন্যে হয়ে প্রেমিকা খুঁজছেন বার্সেলোনার প্রাক্তন ফুটবলার!


TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Jan 07, 2023 | 8:45 AM

FORMER Barcelona player: সময় বয়ে যায়, পরিস্থিতিও বদলায়। একটা সময় তাঁর গ্ল্যামার ছিল, নাম ছিল, সঙ্গীনিরও অভাব হয়নি। বার্সেলোনার প্রাক্তন সেই ফুটবলার এখন হন্যে হয়ে প্রেমিকা খুঁজছেন! ডাকে ‘সাড়া’ দিতে বয়েই গেছে! এমনই অবস্থা হুয়ান কার্লোসের। একটি টিভি শো-তে এমন উদ্ভট দাবি করেছেন।

Jan 07, 2023 | 8:45 AM

সময় বয়ে যায়, পরিস্থিতিও বদলায়। একটা সময় তাঁর গ্ল্যামার ছিল, নাম ছিল, সঙ্গীনিরও অভাব হয়নি। বার্সেলোনার হয়ে একসময় খেলেছেন হুয়ান কার্লোস। বার্সার জার্সিতে ১৯৯৮-২০০২ লা লিগাতেও অংশ নিয়েছিলেন। ছবি: টুইটার

সময় বয়ে যায়, পরিস্থিতিও বদলায়। একটা সময় তাঁর গ্ল্যামার ছিল, নাম ছিল, সঙ্গীনিরও অভাব হয়নি। বার্সেলোনার হয়ে একসময় খেলেছেন হুয়ান কার্লোস। বার্সার জার্সিতে ১৯৯৮-২০০২ লা লিগাতেও অংশ নিয়েছিলেন। ছবি: টুইটার

তবে তিনি এখন মার্বেল মিস্ত্রি।  চোটের কারণে বড্ড তাড়াতাড়িই ফুটবলকে বিদায় জানাতে বাধ্য হন। বার্সেলোনার প্রাক্তন সেই ফুটবলার এখন হন্যে হয়ে প্রেমিকা খুঁজছেন! একটি টিভি শো-তে এমন উদ্ভট দাবি করেছেন। ছবি: টুইটার

তবে তিনি এখন মার্বেল মিস্ত্রি। চোটের কারণে বড্ড তাড়াতাড়িই ফুটবলকে বিদায় জানাতে বাধ্য হন। বার্সেলোনার প্রাক্তন সেই ফুটবলার এখন হন্যে হয়ে প্রেমিকা খুঁজছেন! একটি টিভি শো-তে এমন উদ্ভট দাবি করেছেন। ছবি: টুইটার

মন তাঁর চির রঙিন। ৩৯ বছর বয়সে প্রেমের খোঁজে ডেটে গিয়েছিলেন ভেনেজুয়েলার মারিয়া গ্যাব্রিয়েলের সঙ্গে। ডাকে 'সাড়া' দিতে বয়েই গেছে! এমনই অবস্থা হুয়ান কার্লোসের। ছবি: টুইটার

মন তাঁর চির রঙিন। ৩৯ বছর বয়সে প্রেমের খোঁজে ডেটে গিয়েছিলেন ভেনেজুয়েলার মারিয়া গ্যাব্রিয়েলের সঙ্গে। ডাকে ‘সাড়া’ দিতে বয়েই গেছে! এমনই অবস্থা হুয়ান কার্লোসের। ছবি: টুইটার

প্রথম ডেট বেশ ভালই চলছিল। জল গড়িয়েছিল বেশ খানিকটা। একে অপরকে চুমুও খেলেন। কিন্তু তারপরই ঘটল এক কাণ্ড! ছবি: টুইটার

প্রথম ডেট বেশ ভালই চলছিল। জল গড়িয়েছিল বেশ খানিকটা। একে অপরকে চুমুও খেলেন। কিন্তু তারপরই ঘটল এক কাণ্ড! ছবি: টুইটার

কার্লোস ডিভোর্সি। তিন সন্তান রয়েছে তাঁর। প্রথমটা শোনার পর সমস্যা হয়নি। তবে তিন সন্তান রয়েছে, এই কথা জানতে পেরেই বেঁকে বসেন মারিয়া। ছবি: টুইটার

কার্লোস ডিভোর্সি। তিন সন্তান রয়েছে তাঁর। প্রথমটা শোনার পর সমস্যা হয়নি। তবে তিন সন্তান রয়েছে, এই কথা জানতে পেরেই বেঁকে বসেন মারিয়া। ছবি: টুইটার

শেষ অবধি আর 'গোল' দেওয়া হয়নি এক্স বার্সা তারকার। ভেনেজুয়েলায় সুন্দরী মারিয়ার জন্য মরিয়া চেষ্টা করলেও গ্রিন সিগন্যাল না পেয়ে খালি হতেই ফিরতে হয়। কার্লোসের চেষ্টা অবশ্য থামেনি। কিন্তু প্রথম হার্ডলেই আটকে যাচ্ছেন বারবার! ছবি: টুইটার

শেষ অবধি আর ‘গোল’ দেওয়া হয়নি এক্স বার্সা তারকার। ভেনেজুয়েলায় সুন্দরী মারিয়ার জন্য মরিয়া চেষ্টা করলেও গ্রিন সিগন্যাল না পেয়ে খালি হতেই ফিরতে হয়। কার্লোসের চেষ্টা অবশ্য থামেনি। কিন্তু প্রথম হার্ডলেই আটকে যাচ্ছেন বারবার! ছবি: টুইটার


Most Read Stories

Leave a Reply