FORMER Barcelona player: সময় বয়ে যায়, পরিস্থিতিও বদলায়। একটা সময় তাঁর গ্ল্যামার ছিল, নাম ছিল, সঙ্গীনিরও অভাব হয়নি। বার্সেলোনার প্রাক্তন সেই ফুটবলার এখন হন্যে হয়ে প্রেমিকা খুঁজছেন! ডাকে ‘সাড়া’ দিতে বয়েই গেছে! এমনই অবস্থা হুয়ান কার্লোসের। একটি টিভি শো-তে এমন উদ্ভট দাবি করেছেন।
Jan 07, 2023 | 8:45 AM