দেশের হয়ে টি-টোয়েন্টি ভবিষ্যৎ? পরিষ্কার করলেন রোহিত শর্মা


India vs Sri Lanka: ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথাই বলেছিলেন বোর্ডের নির্বাচন কমিটির প্রধান চেতন শর্মা। তাঁকে পাল্টা প্রশ্ন করা হয়, বাকিরাও তো বিশ্বকাপে খেলেছেন, এই তিন জনেরই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কেন? তাহলে কি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে এখন থেকেই তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে?

গুয়াহাটি : রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুলের টি-টোয়েন্টি ভবিষ্যৎ কী? প্রশ্ন ওঠাই স্বাভাবিক। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্য়ান্ড সফরে যায় ভারতীয় ক্রিকেট দল। স্কোয়াডে রাখা হয়নি এই ত্রয়ীকে। বলা হয়েছিল, তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথাই বলেছিলেন বোর্ডের নির্বাচন কমিটির প্রধান চেতন শর্মা। তাঁকে পাল্টা প্রশ্ন করা হয়, বাকিরাও তো বিশ্বকাপে খেলেছেন, এই তিন জনেরই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কেন? তাহলে কি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে এখন থেকেই তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে? নির্বাচন কমিটির প্রধান এ বিষয়ে কোনও মন্তব্য় করেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগে জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি ভবিষ্যৎ পরিষ্কার করলেন রোহিত শর্মা। কী বললেন অধিনায়ক? বিস্তারিত TV9Bangla-য়।

চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে খেলেননি রোহিত। বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে। বাদ পড়েছিলেন লোকেশ রাহুল। গত দুটি টি-টোয়েন্টি সিরিজেই নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। টি-টোয়েন্টি ভবিষ্যৎ প্রসঙ্গে অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘অতীতেও পরিষ্কার করা হয়েছিল, এ বছর ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে। সুতরাং, দলের কয়েকজন সদস্যের জন্য় সব ফরম্য়াটে খেলা সম্ভব হবে না। টানা সূচি রয়েছে। সে কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, কয়েকজন প্লেয়ারকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার। আমিও এই তালিকায় পড়ি। আমাদের ৬টি টি-টোয়েন্টি ছিল। তিনটি হয়ে গিয়েছে। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি রয়েছে। সুতরাং, আমরা সে সময় কয়েকজনের ওয়ার্কলোডের বিষয়টি ভেবে দেখব। আইপিএলের পর আবার নতুন করে পর্যালোচনা হবে।’

বিস্তারিত আসছে…

Leave a Reply