Ranji Trophy 2022-23, Bengal vs Baroda Preview: উত্তরাখণ্ডের বিরুদ্ধে গত ম্যাচে ৬ পয়েন্টের স্বপ্ন দেখিয়েও শেষ অবধি ৩ পয়েন্ট। মুকেশ যোগ দেওয়ায় বোলিং আক্রমণে ধার বাড়ল এতে সন্দেহ নেই।
কলকাতা : রঞ্জিতে এ মরসুমে প্রথম দু ম্যাচ ঘরের মাঠে খেলেছে বাংলা। তবে সেই ম্যাচ দুটি হয়েছে ইডেন গার্ডেন্সে। বৃহস্পতিবার ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ান ডে রয়েছে ইডেনে। ঘরের মাঠে এ বারের রঞ্জিতে বাংলা তৃতীয় ম্যাচে নামছে বরোদার বিরুদ্ধে। সে কারণেই ম্যাচটি হবে কল্য়াণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমিতে। দুটি করে হোম-অ্যাওয়ে ম্য়াচ খেলেছে বাংলা। প্রথম চার ম্যাচে বাংলার সংগ্রহ ১৯ পয়েন্ট। তবে গ্রুপের পয়েন্ট তালিকার নিরিখে বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচ বরোদার বিরুদ্ধে। তার আগে বাংলা শিবিরে দারুণ স্বস্তি। এই ম্যাচে পাওয়া যাবে পেসার মুকেশ কুমারকে। বাংলা বনাম বরোদা ম্য়াচ প্রিভিউ TV9Bangla-য়।
গত বছর থেকে অনবদ্য় কাটছে মুকেশ কুমারের। ভারত ‘এ’ দলে সুযোগ পাওয়া এবং অনবদ্য় পারফরম্য়ান্স। জাতীয় দলেও ডাক পেয়েছেন মুকেশ। এখনও অবধি সিনিয়র দলে খেলার সুযোগ না হলেও বোর্ডের ব়্যাডারে রয়েছেন বাংলার এই পেসার। এখানেই শেষ নয়। আইপিএলের মিনি অকশনে ৫.৫ কোটির বিশাল দরে তাঁকে নিয়েছে দিল্লি ক্য়াপিটালস। এতদিন দিল্লির নজরে থাকলেও এ বারই প্রথম সুযোগ। সাদা বলে জাতীয় দলে তাঁকে নিয়মিত রাখায় একটা বিষয় নিশ্চিত, তাঁকে দ্রুতই খেলতে দেখা যেতে পারে। এখন তাঁর কাছে ঘরোয়া ক্রিকেটের সব ম্য়াচই গুরুত্বপূর্ণ।
এ বারের রঞ্জিতে শুরুটা ভালো হয়েছে বাংলার। তবে কিছুটা হলেও ভুগিয়েছে ওপেনিং জুটি এবং বোলিং আক্রমণে ধারাবাহিকতার অভাব। প্রথম ম্য়াচেই ৬ পয়েন্ট নিয়েছিল বাংলা। পরের ম্য়াচেও সেই সম্ভাবনা ছিল। শেষ দিন ৯ উইকেট প্রয়োজন ছিল। বাংলা এই ম্যাচে ৩ পয়েন্ট পেয়েছিল। নাগাল্য়ান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে বোনাস সহ সাত পয়েন্ট। উত্তরাখণ্ডের বিরুদ্ধে গত ম্যাচে ৬ পয়েন্টের স্বপ্ন দেখিয়েও শেষ অবধি ৩ পয়েন্ট। মুকেশ যোগ দেওয়ায় বোলিং আক্রমণে ধার বাড়ল এতে সন্দেহ নেই।
ব্য়াটিংয়ে অনবদ্য ছন্দে রয়েছেন অভিমন্য়ু ঈশ্বরণ। বাংলাদেশ সফরে ভারত এ দলের হয়ে টানা দুটি সেঞ্চুরি করেছিলেন। রঞ্জিতে ফিরেও গত দু ম্যাচেই সেঞ্চুরি করেছেন অভিমন্য়ু। সব মিলিয়ে প্রথম শ্রেনির ক্রিকেটে টানা চারটি শতরান। বাংলা ব্য়াটিংয়ে বড় ভরসা অভিমন্যুর ফর্ম। তাঁকে যোগ্য় সঙ্গ দিচ্ছেন তরুণ ব্য়াটার সুদীপ ঘরামি। ধারাবাহিক ভালো খেলছেন। অলরাউন্ডার শাহবাজ আহমেদও দারুণ ছন্দে। বরোদার বিরুদ্ধে ঘরের মাঠে ৬ পয়েন্টই লক্ষ্য় থাকবে বাংলা দলের।