মুম্বই ইন্ডিয়ান্সে এক যুগ পার রোহিতের


TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Jan 09, 2023 | 9:00 AM

Mumbai Indians: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল ব্যাটার এবং অধিনায়ক রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সে এক যুগ কাটিয়ে ফেললেন রোহিত। ২০১১ সালের ৮ জানুয়ারি মুম্বই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন রোহিত। তাঁর নেতৃত্বে পাঁচ বার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

Jan 09, 2023 | 9:00 AM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল ব্যাটার এবং অধিনায়ক রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সে এক যুগ কাটিয়ে ফেললেন রোহিত। ২০১১ সালের ৮ জানুয়ারি মুম্বই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন রোহিত। (ছবি: টুইটার)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল ব্যাটার এবং অধিনায়ক রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সে এক যুগ কাটিয়ে ফেললেন রোহিত। ২০১১ সালের ৮ জানুয়ারি মুম্বই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন রোহিত। (ছবি: টুইটার)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার নেতৃত্বে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে এমআই। (ছবি: টুইটার)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার নেতৃত্বে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে এমআই। (ছবি: টুইটার)

শুধুমাত্র নেতৃত্বের দিক থেকেই নয়, ব্যাটিংয়েও এগিয়ে রোহিত। আইপিএল এবং চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি মিলিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সর্বাধিক রান সংগ্রাহক রোহিত। মুম্বই জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজিরও তাঁর দখলে। আইপিএল এবং চ্য়াম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি মিলিয়ে রান করেছেন ৪৯৮২। (ছবি: টুইটার)

শুধুমাত্র নেতৃত্বের দিক থেকেই নয়, ব্যাটিংয়েও এগিয়ে রোহিত। আইপিএল এবং চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি মিলিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সর্বাধিক রান সংগ্রাহক রোহিত। মুম্বই জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজিরও তাঁর দখলে। আইপিএল এবং চ্য়াম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি মিলিয়ে রান করেছেন ৪৯৮২। (ছবি: টুইটার)

মুম্বই ইন্ডিয়ান্সে আরও নানা রেকর্ড রোহিতের দখলে। সবচেয়ে বেশি রান, বাউন্ডারি, ৫০ ঊর্ধ্ব স্কোর, ম্য়াচের সেরার পুরস্কার। অধিনায়ক হিসেবে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। ১৪৩ ম্যাচে ৮১ ম্য়াচ জিতেছেন রোহিত। (ছবি: টুইটার)

মুম্বই ইন্ডিয়ান্সে আরও নানা রেকর্ড রোহিতের দখলে। সবচেয়ে বেশি রান, বাউন্ডারি, ৫০ ঊর্ধ্ব স্কোর, ম্য়াচের সেরার পুরস্কার। অধিনায়ক হিসেবে আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। ১৪৩ ম্যাচে ৮১ ম্য়াচ জিতেছেন রোহিত। (ছবি: টুইটার)

আইপিএলের অন্য়তম সফল দল হলেও গত মরসুমটা তাদের কাছে ছিল দুঃস্বপ্নের। এক ঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে দল সাজিয়েছিল তারা। দশ দলের টুর্নামেন্টে সবার শেষে ছিল মুম্বই। (ছবি: টুইটার)

আইপিএলের অন্য়তম সফল দল হলেও গত মরসুমটা তাদের কাছে ছিল দুঃস্বপ্নের। এক ঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে দল সাজিয়েছিল তারা। দশ দলের টুর্নামেন্টে সবার শেষে ছিল মুম্বই। (ছবি: টুইটার)

২০২২-এর আইপিএলে ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৪টি জয় এবং ১০টি হার। অধিনায়ক রোহিতও ব্যাট হাতে ভরসা দিতে ব্যর্থ। আগামী আইপিএলে নতুন লড়াই রোহিতের। আপাতত রোহিত জাতীয় দলের নেতৃত্বে। মঙ্গলবার শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ। নেতৃত্বে রোহিত। (ছবি: টুইটার)

২০২২-এর আইপিএলে ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৪টি জয় এবং ১০টি হার। অধিনায়ক রোহিতও ব্যাট হাতে ভরসা দিতে ব্যর্থ। আগামী আইপিএলে নতুন লড়াই রোহিতের। আপাতত রোহিত জাতীয় দলের নেতৃত্বে। মঙ্গলবার শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ। নেতৃত্বে রোহিত। (ছবি: টুইটার)


Most Read Stories

Leave a Reply