সৌদি আরবে কোন কোন নিয়মের বেড়াজালে আটকাতে চলেছে রোনাল্ডোর বান্ধবী জর্জিনার জীবন?


Al Nassr: নতুন বছরে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নতুন ক্লাবের জার্সিতে দেখা যাবে। সিআর সেভেনের পরিবার তাঁর সঙ্গে এখন রিয়াধেই রয়েছে।

Cristiano Ronaldo-Georgina Rodriguez: সৌদি আরবে কোন কোন নিয়মের বেড়াজালে আটকাতে চলেছে রোনাল্ডোর বান্ধবী জর্জিনার জীবন?

রিয়াধ: প্রবাদ রয়েছে ‘যস্মিন দেশে যদাচার’। এটাই এখন দুর্বিষহ হতে চলেছে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) বান্ধবীর জন্য। সৌদি আরবে (Saudi Arabia) মহিলাদের জীবনযাপন এতটাও সহজ নয়। এ বার সেই সকল নিয়ম মেনে চলতে হবে সদ্য সৌদি আরবের ক্লাব নাসেরে (Al Nassr) যোগ দেওয়া সিআর সেভেনের মডেল বান্ধবী জর্জিনা রড্রিগেজকে (Georgina Rodriguez)। সৌদি আরবের নিয়ম দেখলে, সেখানে বান্ধবীকে নিয়ে বসবাস করা যায় না। এদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং জর্জিনা দীর্ঘদিন ধরে একসঙ্গে রয়েছেন। কিন্তু তাঁদের এখনও বিয়ে হয়নি। সৌদিতে আইনি সম্পর্ক ছাড়া অন্য কোনও সম্পর্ককে মান্যতা দেওয় হয় না। সেদিক থেকে দেখতে হলে, সৌদির নিয়মের গেরোয় পড়তেও পারেন পর্তুগিজ মহাতারকা। আপাতত, TV9Bangla-র এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক, জর্জিনার সৌদিযাপন কোন কোন নিয়মের বেড়াজালে আটকাতে চলেছে।

যদিও সাম্প্রতিক সময়ে সৌদি আরবে মহিলারা বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে স্বাধীনতা অর্জন করেছে। তবে সৌদি আরব এখনও পশ্চিমের দেশগুলির তুলনায় মহিলাদের অনেক কম অধিকার ফলাতে দেয় এবং সৌদিতে মহিলাদের সেই পরিমাণ স্বাধীনতাও দেওয়া হয় না। সৌদি আরবের বিদেশ মন্ত্রক (ইউরোপীয়ান ইউনিয়ন অ্যান্ড কর্পোরেশন) ওয়েবসাইটে এমন কিছু নিয়মের বিবরণ দেওয়া রয়েছে, যেগুলি সৌদিতে বাস করতে আসা, অন্য দেশের বাসিন্দাদের অনুসরণ করতে হবে।

সিআর সেভেনের মডেল বান্ধবী জর্জিনাকে সৌদি আরবে যে নিয়মগুলি মেনে চলতে হবে —

  • জর্জিনাকে জনসমক্ষে আবায়া পরতে হবে। এটি গাঢ় রঙের তালার টিউনিক।
  • জর্জিনাকে অবশ্যই শালীন পোশাক পরতে হবে। আরও ভালো করে বলতে হলে, জর্জিনার আর লো-কাট পোশাক, টাইট-ফিটিং পোশাক পরা চলবে না।
  • সৌদি আরবে অ্যালকোহল এবং শুয়োরের মাংসের পণ্য আমদানি এবং খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। ফলে জর্জিনা সেখানে অ্যালকোহল পান করতে পারবেন না। এমনি শুয়োরের মাংসও খেতে পারবেন না।
  • মার্চ থেকে এপ্রিলের মধ্যে রমজান মাসে, রোনাল্ডোর পার্টনার জর্জিনা জনসমক্ষে পান করতে বা ধূমপান করতেও পারবেন না।
  • জর্জিনা যেহেতু মুসলিম নন, তাই তিনি তাঁর নতুন আবাসস্থলে (সৌদি আরবে) মক্কা এবং মদিনা, সেই সঙ্গে অন্যান্য প্রাকৃতিক স্থানে এবং স্মৃতিস্তম্ভে ঘুরতে যেতেও পারবেন না। উল্লেখ্য, রোনাল্ডোর মডেল বান্ধবী জর্জিনা বিশেষ অনুমতি পেলেই এই স্থানগুলিতে যেতে পারবেন।



Leave a Reply