বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে দিন পনেরো আগেই সেদেশে পৌঁছে গিয়েছেন মার্কিন টেনিস খেলোয়াড় টেলর ফ্রিৎজ। বরাবরের মতোই তাঁর সঙ্গী বান্ধবী মরগ্যান রিডল। টেলর গ্র্যান্ড স্লামের প্রস্তুতিতে মগ্ন। তাই বিখ্যাত বয়ফ্রেন্ডকে বিরক্ত না একাই অস্ট্রেলিয়া ঘুরতে বেড়িয়েছেন মরগ্যান।
Jan 09, 2023 | 8:48 AM