Published by: Krishanu Mazumder | Posted: January 10, 2023 3:10 pm| Updated: January 10, 2023 3:10 pm
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসি (Lionel Messi ) ও নেমারের (Neymar) সম্পর্ক বেশ ভাল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় দেখা যায় বার্সেলোনার জার্সিতে মেসি ও নেমারের বন্ধুত্বের কাহিনি। প্রতিপক্ষের ফুটবলার নেমারকে ফাউল করেছেন। আর মেসি ছুটে এসে বিপক্ষের সেই ডিফেন্ডারের গলা চেপে ধরেছেন। শোনা যায়, নেমার বার্সা ছাড়ায় অসন্তুষ্ট হন মেসি। এখন মেসি ও নেমার খেলছেন প্যারিস সাঁ জাঁ-য়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে মেসি প্যারিসের ক্লাবের অনুশীলনে যোগ দিলে নেমার সবার আগে এগিয়ে এসে আর্জেন্টাইন অধিনায়ককে শুভেচ্ছা জানান। মেসিকে জিজ্ঞাসা করেন, ”কেমন আছ বিশ্ব চ্যাম্পিয়ন?”
সাঁ জাঁ-র অনুশীলনে বেশ ভাল মুডে আছেন মেসি। ইনস্টাগ্রাম স্টোরিতে নেইমারের সঙ্গে ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ”আমরা একে অপরকে চিনি না বললেই চলে।” মজা করেই কথাগুলো লিখেছেন মেসি। উল্লেখ্য, বার্সায় মেসি-নেমার-সুয়ারেজ থাকার সময়ে দারুণ ছন্দে ছিল ক্যাটালান ক্লাব।
[আরও পড়ুন: ‘রোনাল্ডোর সঙ্গে কথা বলব’, তারকার ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন পর্তুগালের নতুন কোচ মার্টিনেজ]
দারুণ ছন্দে রয়েছেন মেসি। কাতার বিশ্বকাপে ‘এলএম ১০’ ধরা দিয়েছিলেন অন্য অবতারে। কাতার বিশ্বকাপে যাওয়ার আগে মেসি ১৯টি ম্যাচ খেলেছিলেন সাঁ জাঁ-র হয়ে। গোল করেন ১২টি। ১৪টি অ্যাসিস্ট। নেমারও আগুনে ফর্মে ছিলেন। ১৫টি গোল করেছিলেন তিনি। ১৩টি অ্যাসিস্ট ছিল ২১টি ম্যাচে।
বিশ্বকাপ এখন অতীত। পিএসজি-তে নেমারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছিল, কিলিয়ান এমবাপে চান না প্যারিস সাঁ জাঁ-য় খেলুন ব্রাজিলীয় কিংবদন্তি। নেমারকে রিলিজ করে দেওয়ার কথা বলেছেন এমবাপে। কী হবে, তা বলবে সময়। তবে নেমার ও মেসির পুনর্মিলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছে খুব। বিশ্বকাপের পরে দুই তারকাকে পিএসজি-র জার্সিতে একসঙ্গে খেলতে দেখা যাবে চলতি মাসের ১১ তারিখ। বুধবার মেসি-নেমার-এমবাপের দলের সামনে অ্যাঙ্গারস। এই মুহূর্তে ক্রিস্টোফ গালতিয়ের-এর দল লিগ ওয়ানে শীর্ষ স্থানে। ১৭টি ম্যাচ খেলেছে সাঁ জাঁ। তার মধ্যে ১৪টিতে জয়, ২টি ড্র এবং একটিতে হার।
[আরও পড়ুন: ফ্রান্সের হয়ে আর খেলবেন না লরিস, আক্ষেপ নিয়ে বললেন, ‘এটাই অবসর নেওয়ার সেরা সময়’]
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ