Georgina Rodriguez-Cristiano Ronaldo: তেইশে নতুন ক্লাবে যোগ দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের ক্লাব আল নাসেরে রেকর্ড অর্থে সই করেছেন সিআর সেভেন। তাঁর সঙ্গে সৌদিতেই রয়েছে তাঁর পরিবারের সদস্যরা। সম্প্রতি ইন্সটাগ্রামে রোনাল্ডোর মডেল বান্ধবী জর্জিনা তাঁদের সন্তান মাতেও ও সব চেয়ে কণিষ্ঠ কন্য বেলা এসমেরাল্ডার এক ছবি পোস্ট করেছিলেন। যার পর থেকে নেটিজ়েনদের নিশানায় জর্জিনা-রোনাল্ডো।
Jan 10, 2023 | 8:00 AM