Cristiano Ronaldo: মাতেও-বেলার জন্য নেটিজ়েনদের নিশানায় রোনাল্ডোর বান্ধবী জর্জিনা!


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Jan 10, 2023 | 8:00 AM

Georgina Rodriguez-Cristiano Ronaldo: তেইশে নতুন ক্লাবে যোগ দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের ক্লাব আল নাসেরে রেকর্ড অর্থে সই করেছেন সিআর সেভেন। তাঁর সঙ্গে সৌদিতেই রয়েছে তাঁর পরিবারের সদস্যরা। সম্প্রতি ইন্সটাগ্রামে রোনাল্ডোর মডেল বান্ধবী জর্জিনা তাঁদের সন্তান মাতেও ও সব চেয়ে কণিষ্ঠ কন্য বেলা এসমেরাল্ডার এক ছবি পোস্ট করেছিলেন। যার পর থেকে নেটিজ়েনদের নিশানায় জর্জিনা-রোনাল্ডো।

Jan 10, 2023 | 8:00 AM

বর্তমানে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) নতুন ক্লাব আল নাসেরের হয়ে মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, নেটিজ়েনদের রোষের কবলে পড়েছেন তাঁর সুন্দরী মডেল বান্ধবী জর্জিনা রড্রিগেজ (Georgina Rodriguez)। (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

বর্তমানে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) নতুন ক্লাব আল নাসেরের হয়ে মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, নেটিজ়েনদের রোষের কবলে পড়েছেন তাঁর সুন্দরী মডেল বান্ধবী জর্জিনা রড্রিগেজ (Georgina Rodriguez)। (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

সম্প্রতি ইন্সটাগ্রামে রোনাল্ডোর পার্টনার জর্জিনা তাঁদের ছেলে মাতেও এবং বেলা এসমেরাল্ডার একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে বেলাকে চুমু দিচ্ছেন মাতেও। যার পর থেকে কটুক্তিতে ভরেছে জর্জিনার ইন্সটা পোস্টের কমেন্ট সেকশন। (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

সম্প্রতি ইন্সটাগ্রামে রোনাল্ডোর পার্টনার জর্জিনা তাঁদের ছেলে মাতেও এবং বেলা এসমেরাল্ডার একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে বেলাকে চুমু দিচ্ছেন মাতেও। যার পর থেকে কটুক্তিতে ভরেছে জর্জিনার ইন্সটা পোস্টের কমেন্ট সেকশন। (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

এমনটা এই প্রথম নয়, যে জর্জিনা তাঁর ও রোনাল্ডোর সন্তানদের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন। তবে এ বার নেটনাগরিকদের নজর পড়েছে রোনাল্ডোর ছেলে মাতেওর কানে। (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

এমনটা এই প্রথম নয়, যে জর্জিনা তাঁর ও রোনাল্ডোর সন্তানদের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন। তবে এ বার নেটনাগরিকদের নজর পড়েছে রোনাল্ডোর ছেলে মাতেওর কানে। (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

একটা ৫ বছরের বাচ্চা ছেলের কানে কেন দুল? এটাই বড় প্রশ্ন নেটিজ়েনদের। পাশাপাশি মাতেওর কানে দুল থাকার জন্য রোনাল্ডো-জর্জিনাকে উদ্দেশ্য করে ভুরি ভুরি খারাপ মন্তব্য করেছে নেট ব্যবহারকারীরা। (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

একটা ৫ বছরের বাচ্চা ছেলের কানে কেন দুল? এটাই বড় প্রশ্ন নেটিজ়েনদের। পাশাপাশি মাতেওর কানে দুল থাকার জন্য রোনাল্ডো-জর্জিনাকে উদ্দেশ্য করে ভুরি ভুরি খারাপ মন্তব্য করেছে নেট ব্যবহারকারীরা। (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

মাতেওর কানে ছিল হিরের দুল। যা স্বাভাবিকভাবেই সকলের চোখে পড়ার মতো। কিন্তু তার মানে এই নয়, যে এর জন্য নেটিজ়েনদের নিশানায় চলে আসবেন রোনাল্ডো ও জর্জিনা। (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

মাতেওর কানে ছিল হিরের দুল। যা স্বাভাবিকভাবেই সকলের চোখে পড়ার মতো। কিন্তু তার মানে এই নয়, যে এর জন্য নেটিজ়েনদের নিশানায় চলে আসবেন রোনাল্ডো ও জর্জিনা। (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

ইন্সটাগ্রামে জর্জিনার শেয়ার করা ওই ছবির কমেন্ট সেকশনে অনেকেই অনেক মন্তব্য রেখেছে। যার মধ্যে কেউ কেউ ছবিটিকে মিষ্টি মুহূর্তের সঙ্গে তুলনা করেছেন। কেউ আবার হেঁটেছেন পুরো উল্টো পথে। কারও মন্তব্য, বাচ্চাদের আর বাচ্চা থাকতে দিচ্ছেন না রোনাল্ডো-জর্জিনার মতো সেলিব্রেটি কাপল। (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)

ইন্সটাগ্রামে জর্জিনার শেয়ার করা ওই ছবির কমেন্ট সেকশনে অনেকেই অনেক মন্তব্য রেখেছে। যার মধ্যে কেউ কেউ ছবিটিকে মিষ্টি মুহূর্তের সঙ্গে তুলনা করেছেন। কেউ আবার হেঁটেছেন পুরো উল্টো পথে। কারও মন্তব্য, বাচ্চাদের আর বাচ্চা থাকতে দিচ্ছেন না রোনাল্ডো-জর্জিনার মতো সেলিব্রেটি কাপল। (ছবি-জর্জিনা রড্রিগেজ ইন্সটাগ্রাম)


Most Read Stories

Leave a Reply