India vs Sri Lanka, 1st ODI: শ্রীলঙ্কাকে পাহাড় প্রমাণ টার্গেট দিয়েছিল টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার (Dasun Shanaka) সেঞ্চুরিও শেষ অবধি জেতাতে পারল না লঙ্কানদের।
Image Credit source: PTI
গুয়াহাটি: নতুন বছরে ভারতীয় দলের (Team India) দ্বিতীয় সিরিজের শুরুটাও হল খানিকটা প্রথম সিরিজের মতোই। শ্রীলঙ্কার বিরুদ্ধে এর আগে টি২০ সিরিজেও জয় দিয়েই শুরু করেছিল টিম ইন্ডিয়া। এ বার রোহিত শর্মার ভারত ওডিআই সিরিজের শুরুটাও জয় দিয়েই করল। বিরাট কোহলির (Virat Kohli) দুরন্ত শতরান, উমরান মালিকের আগুনে বোলিংয়ের সামনে আটকে গেলেন দাসুন শানাকারা। এই মুহূর্তে তিন ম্যাচের ওডিআই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হয়েছিল মেন ইন ব্লুকে। বিরাট-রোহিত-শুভমনের ব্যাটে চওড়া রান এসেছে। আর তাতে ভর করেই শ্রীলঙ্কাকে পাহাড় প্রমাণ টার্গেট দিয়েছিল টিম ইন্ডিয়া। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার (Dasun Shanaka) সেঞ্চুরিও শেষ অবধি জেতাতে পারল না শ্রীলঙ্কাকে। ম্যাচ রিপোর্ট পড়ুন TV9Bangla-র এই প্রতিবেদনে।
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে যেন চার-ছয়ের ফুলঝুরি ফুটেছিল বিরাট কোহলি-রোহিত শর্মাদের ব্যাটে। আর শুভমন গিলও পিছিয়ে ছিলেন না। তাঁর ব্যাট থেকেও এসেছে মোট ১১টি চার। বাংলাদেশ সিরিজের মাঝপথে দেশে ফিরে আসেন রোহিত। আঙুলের চোট সারিয়ে মাঠে ফিরেই ফর্মে দেখা গিয়েছে হিটম্যানকে। ৮৩ রান করেন ভারত অধিনায়ক। শুভমন গিলকে একাদশে রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই ভরসার মান রেখেছেন গিল। ৭০ রান করেন গিল। নতুন বছরের শুরুতে কোহলিপ্রেমীদের ওডিআই সেঞ্চুরি উপহার দিয়েছেন বিরাট। এটি ভিকের কেরিয়ারের ৪৫তম ওডিআই সেঞ্চুরি। যদিও ৮৬ বলে ১১৩ রানের দুরন্ত ইনিংসের পথে দু’বার জীবনদান পেয়েছিলেন বিরাট। শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন ডানহাতি পেসার কাসুন রজিতা। সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৭৩ রান তোলে টিম ইন্ডিয়া।
পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিকে জমতেই দেননি মহম্মদ সিরাজ। চতুর্থ ওভারে অভিক্ষার (৫) উইকেট তুলে নেন সিরাজ। ষষ্ঠ ওভারের মাথায় কুশল মেন্ডিসকে (০) বোল্ড করেন সিরাজ। দ্বিতীয় উইকেটে ওঠে মাত্র ৪ রান। তৃতীয় উইকেটে এরপর চরিথ আসালঙ্কা ও পাথুম নিশাঙ্কা জুটিতে ওঠে ৪১ রান। ১৪তম ওভারে উমরান মালিক তুলে নেন চরিথ আসালঙ্কার (২৩) উইকেট। একটা সময় একের পর উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। শুরুর দিকে রীতিমতো ধীর গতিতে রানও তুলছিলেন লঙ্কানরা। এর পর ধীরে ধীরে চতুর্থ উইকেটে বেশ জমে উঠেছিল ধনঞ্জয় ডি সিলভা ও পাথুম নিশাঙ্কার জুটি। ২৫তম ওভারে সেই জুটিকে ভাঙেন মহম্মদ সামি। হাফসেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরে যেতে হয় ধনঞ্জয় ডি সিলভাকে (৪৭)। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকেন লঙ্কানরা। ৩১তম ওভারে দুরন্ত ছন্দে থাকা পাথুম নিশাঙ্কার উইকেট তুলে নেন ভারতের পেস সেনসেশন উমরান মালিক। ৮০ বলে ৭২ রান করে মাঠ ছাড়েন নিশাঙ্কা। পাথুম ফেরার পরের ওভারেই ওয়ানিন্দু হাসারঙ্গার (১৬) উইকেট তুলে নেন যুজবেন্দ্র চাহাল। ৩৮তম ওভারে চামিকা করুণারত্নেকে (১৪) ফেরান হার্দিক পান্ডিয়া। নবম উইকেটে কাসুন রজিতার সঙ্গে শ্রীলঙ্কাকে টানতে থাকেন অধিনায়ক দাসুন শানাকা। শেষ অবধি ১০৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন লঙ্কান ক্যাপ্টেন। শানাকাদের বিরুদ্ধে ছয় বোলারকে খেলিয়েছিল ভারত। অক্ষর প্যাটেল ছাড়া সকলেই উইকেট পেয়েছেন। সর্বাধিক ৩ টি উইকেট পেয়েছেন উমরান মালিক।
চলতি ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে, ১২ জানুয়ারি (বৃহস্পতিবার)। ছ’বছর পর আবার কলকাতায় হবে একদিনের ক্রিকেট ম্যাচ। এর মধ্যে, টেস্ট, টি২০ ম্যাচ হলেও ৫০ ওভারের খেলা হয়নি। এ বার তেইশের শুরুতেই ইডেনমুখী হওয়ার অপেক্ষায় একাধিক ক্রিকেটভক্ত।