IND vs SL: ভারতের মিশন বিশ্বকাপের পরিকল্পনায় কি নেই ঈশান-সূর্য?


Suryakumar Yadav-Ishan Kishan: ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) টসের সময় ঈশান-সূর্যর নাম না বলার পর থেকেই উঠছে নানা প্রশ্ন।

ভারতের মিশন বিশ্বকাপের পরিকল্পনায় কি নেই ঈশান-সূর্য?

কলকাতা: কোনও ক্রিকেটারের আন্তর্জাতিক ম্যাচে খেলার মাপকাঠি কী হতে পারে? সাম্প্রতিক পারফরম্যান্স নাকি অতীতের সাফল্য? নানা মুনির নানা মতের মতো, এই প্রশ্নের উত্তরও নানা রকম হতে পারে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দাসুন শানাকার শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে নেমেছে ভারত। টিম ইন্ডিয়ার একাদশে নজর রাখলে দেখা যাবে, দু’টি গুরুত্বপূর্ণ নাম নেই। তাঁরা হলেন ঈশান কিষাণ (Ishan Kishan) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) টসের সময় ঈশান-সূর্যর নাম না বলার পর থেকেই উঠছে নানা প্রশ্ন। চলতি বছরেই দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ। যার ফলে, ভারতীয় শিবির চাইছে আগেভাগে শক্তিশালী দল তৈরি করে নিতে। তা করতে গিয়ে, কোনও ভাবে ক্রিকেটারদের উপেক্ষা করে বসছে না তো ভারতীয় টিম ম্যানেজমেন্ট? ক্রিকেট মহলে উঠছে প্রশ্ন। বিস্তারিত TV9Bangla-র এই প্রতিবেদনে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে যে ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব জায়গা পাবেন না, ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে এমন ইঙ্গিত দিয়েছিলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা। সাম্প্রতিক ফর্ম নয়, অতীতের পারফরম্যান্স এমনকি ওডিআইতে গিলের ধারাবাহিক পারফর্ম্যান্স নজরে রেখে তাঁকে সুযোগ দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে যে কারণে, রোহিতের সঙ্গে নামার সুযোগ পাচ্ছেন না ঈশান কিষাণ। ওডিআই ফর্ম্যাটে ভালো পারফর্ম করেও ঈশান সুযোগ না পাওয়ায়, নিশ্চিত হতাশ হয়েছেন। তা হলে ওডিআই বিশ্বকাপে ঈশান সুযোগ পাবেন তো? দানা পাকাচ্ছে এই প্রশ্নও। তাঁর অনুরাগীরা ইতিমধ্যেই সরব নেটদুনিয়ায়।

বাংলাদেশের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছিলেন ঈশান। তার পরও তাঁর সুযোগ হল না শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআইতে। দ্বিশতরান করার পরও, ঠিক পরের ম্যাচেই প্রথম একাদশে নেই ঈশান, এই বিষয়টা অনেকেই মেনে নিতে পারছেন না। পাশাপাশি প্রশ্ন উঠছে টি২০-তে বিধ্বংসী ফর্মে থাকা সূর্যকুমার যাদবও লঙ্কানদের বিরুদ্ধে ওডিআইতে সুযোগ না পাওয়ার জন্য।

শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ভারতের মিডল অর্ডারের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। তারপরও ওডিআই ম্যাচে সুযোগ পাননি স্কাই। যা নিয়ে নেটিজ়েনরা তো প্রশ্ন তুলছেই। পাশাপাশি ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফও সোশ্যাল মিডিয়ায় সূর্য-ঈশানের শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ম্যাচে না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। চলতি বছরেই ভারতে ওডিআই বিশ্বকাপ হবে। যার জন্য তা হলে সূর্যকুমার যাদবকে ভাবা হচ্ছে না? এই নিয়েও ক্রিকেট মহলে উঠছে প্রশ্ন।



Leave a Reply