Rohit Sharma: কোহলির শতরান, দলের জয়; তবু খুশি নন ক্যাপ্টেন রোহিত


India vs Sri Lanka: বিরাট কোহলির ঝোড়ো শতরান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ বড় ব্যবধানে জিতেও তৃপ্ত নন অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের পর খানিকটা ব্যাজার মুখে তাঁর কথাগুলো চমকে দেওয়ার মতো।

Image Credit source: Twitter

গুয়াহাটি: শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের সূচনাটা দারুণ হয়েছে ভারতের। গুয়াহাটিতে প্রথম ম্যাচেই ৬৭ রানে লঙ্কানদের উড়িয়ে দিয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি (India vs Sri Lanka)। একইসঙ্গে ভারত সিরিজে ১-০তে এগিয়ে রইল। ১১৩ রানের দুরন্ত শতরান করে রানের পাহাড় গড়তে সবচেয়ে বেশি অবদান রাখলেন বিরাট কোহলি। কেরিয়ারের ৪৫তম ওডিআই শতরান এসেছে বিরাটের (Virat Kohli) ঝুলিতে। রোহিত নিজেও খেলেছেন ৮৩ রানের ইনিংস। ব্যাটিং বিভাগের দুরন্ত পারফরম্যান্সে সাড়ে তিনশোর বেশি রান ওঠে ভারতের স্কোরবোর্ডে। তাতেও ‘তৃপ্ত’ নন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ম্যাচের পর ক্যাপ্টেনের গলার সুর ছিল তেমনই। দলের প্রশংসা করলেন ঠিকই, কিন্তু একইসঙ্গে গলদগুলোও ধরিয়ে দিলেন বেছে বেছে। বোঝাই যাচ্ছে ম্যাচ জিতলেও দলের পারফম্যান্স ১০০ শতাংশ খুশি নন হিটম্যান। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে কোন জায়গাগুলিতে দলের খামতি দেখতে পেলেন রোহিত? তুলে ধরল TV9 Bangla

একটা সময় ২০৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। সেখান থেকে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়েছে ৮ উইকেট খুইয়ে ৩০৬ রানে। অধিনায়ক দাসুন শনাকার ৮৮ বলে দুর্দান্ত অপরাজিত ১০৮ রানের ইনিংস। প্রথমদিকে দ্রুত উইকেট খুইয়ে শেষদিকে লড়াই করলেও তা যথেষ্ট ছিল না শ্রীলঙ্কার জন্য। যার ফল হিসেবে ৬৭ রানের বড় ব্যবধানে হার। তবে শনাকার অধিনায়কোচিত ইনিংসে ভারতের বোলিং বিভাগ শ্রীলঙ্কাকে অলআউট করতে ব্যর্থ। রোহিতের খচখচানির জায়গা বোলিং বিভাগ। ক্যাপ্টেন বলেছেন, “ব্যাট হাতে আমরা শুরুটা দারুণ করেছিলাম। ব্যাটারদের সকলেরই দারুণ প্রচেষ্টা। প্রতিটি ব্যাটারের অবদান রয়েছে। আমার মনে হয় একইসঙ্গে বোলিংটাও আরও ভালো করতে পারতাম। এটা নিয়ে বেশি জটিলতা বাড়াতে চাই না কারণ পরিস্থিতি অনুকূলে ছিল না। শিশিরের মধ্যে কৃত্রিম আলোয় বল করা মোটেও সহজ নয়। তবে জিততে হলে সকলকে একজোট হয়ে কাজ করতে হবে।” উমরান মালিক ৩টি ও মহম্মদ সিরাজ ২টি উইকেট নেন। একটি করে উইকেট সামি, পান্ডিয়া ও চাহালের।

৯৮ রানে দাসুন শনাকাকে নন স্ট্রাইকিং প্রান্ত থেকে আউট (মানকাডিং) করতে চেয়েছিলেন মহম্মদ সামি। শেষ ওভারের চতুর্থ বলে মহম্মদ সামি বল ডেলিভারির আগেই শনাকাকে আউট করে দেন। কারণ শনাকা ক্রিজ থেকে অনেকটা বেরিয়ে এসেছিলেন। আইসিসির নিয়ম অনুযায়ী সাধারণ আউটের মধ্যেই পড়ে এটি। কিন্তু রোহিত শর্মা স্পোর্টসম্যান স্পিরিট দেখালেন। সামি আউটের আবেদন জানালে থার্ড আম্পায়ারের সাহায্য চান ফিল্ড আম্পায়ার। তারই মাঝে আবেদন ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন রোহিত। তাঁর এই সিদ্ধান্তের জন্য লঙ্কা অধিনায়ক শতরান পূর্ণ করতে পারেন। এই বিষয়ে রোহিত বলেছেন, “আমি জানি না সামি কেন এটা করল। ও (শনাকা) ৯৮ রানে ব্যাট করছিল। যেভাবে ও ব্যাটিং করছিল তাতে এমনভাবে আউট করাটা ঠিক নয়। আমাদের চিন্তাভাবনা এরকম নয়। ও সত্যিই দারুণ খেলেছে।”

Leave a Reply