বিদায় আসন্ন গ্রাহাম পটারের? চেলসির পরবর্তী কোচের দৌড়ে যাঁরা


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Jan 11, 2023 | 8:00 AM

এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছে চেলসি। চাকরি নিয়ে চাপে কোচ গ্রাহাম পটার। শোনা যাচ্ছে থমাস তুচেলর স্থলাভিষিক্ত পটারের চাকরিও বিপদে। চেলসির আগামী কোচের দৌড়ে কারা রয়েছেন? রইল তালিকা।

Jan 11, 2023 | 8:00 AM

থমাস তুচেলের উপর থেকে আস্থা হারিয়ে চেলসির নতুন মালিক দলে এনেছিলেন গ্রাহাম পটারকে। ঘন ঘন কোচ ছাঁটাইয়ের জন্য বিখ্যাত চেলসি থেকে বিদায়ের প্রহর গুণছেন পটারও। তাঁর পরিস্থিতি তুচেলের থেকেও খারাপ। লিগের শেষ ১৭টি ম্যাচে ৭টিতে জয়, ৪টি ড্র ও ৬ ম্যাচে হার। পয়েন্ট তালিকায় ১০ নম্বরে স্থান। গত রবিবার এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছে চেলসি। তাই পটারের চাকরি যাওয়া নাকি সময়ের অপেক্ষা। (ছবি:টুইটার)

থমাস তুচেলের উপর থেকে আস্থা হারিয়ে চেলসির নতুন মালিক দলে এনেছিলেন গ্রাহাম পটারকে। ঘন ঘন কোচ ছাঁটাইয়ের জন্য বিখ্যাত চেলসি থেকে বিদায়ের প্রহর গুণছেন পটারও। তাঁর পরিস্থিতি তুচেলের থেকেও খারাপ। লিগের শেষ ১৭টি ম্যাচে ৭টিতে জয়, ৪টি ড্র ও ৬ ম্যাচে হার। পয়েন্ট তালিকায় ১০ নম্বরে স্থান। গত রবিবার এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছে চেলসি। তাই পটারের চাকরি যাওয়া নাকি সময়ের অপেক্ষা। (ছবি:টুইটার)

সমর্থকদের এখন মনে হচ্ছে, পটারের চেয়ে তুচেলই ভালো ছিলেন। সম্প্রতি ইতিহাদ স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার সিটি এবং চেলসি ম্যাচের মাঝপথে তুচেলকে নিয়ে গান ধরেন চেলসি সমর্থকরা। একইসঙ্গে পটারের দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। সমর্থকদের দাবি মেনে তুচেলকে কি ফেরাবেন চেলসি কর্তারা? (ছবি:টুইটার)

সমর্থকদের এখন মনে হচ্ছে, পটারের চেয়ে তুচেলই ভালো ছিলেন। সম্প্রতি ইতিহাদ স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার সিটি এবং চেলসি ম্যাচের মাঝপথে তুচেলকে নিয়ে গান ধরেন চেলসি সমর্থকরা। একইসঙ্গে পটারের দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। সমর্থকদের দাবি মেনে তুচেলকে কি ফেরাবেন চেলসি কর্তারা? (ছবি:টুইটার)

চেলসির আগামী কোচের তালিকায় রয়েছেন মৌরিসিও পচেত্তিনো। ৫০ বছরের প্রাক্তন টটেনহ্যাম বস পচেত্তিনো হলেন পটারের স্থলাভিষিক্ত হওয়ার জন্য ফেভারিট। গত মরসুমে পিএসজি ছাড়ার পর বেকার বসে রয়েছেন তিনি।(ছবি:টুইটার)

চেলসির আগামী কোচের তালিকায় রয়েছেন মৌরিসিও পচেত্তিনো। ৫০ বছরের প্রাক্তন টটেনহ্যাম বস পচেত্তিনো হলেন পটারের স্থলাভিষিক্ত হওয়ার জন্য ফেভারিট। গত মরসুমে পিএসজি ছাড়ার পর বেকার বসে রয়েছেন তিনি।(ছবি:টুইটার)

২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত চেলসির রিজার্ভ দলের দায়িত্বে ছিলেন ব্রেন্ডন রজার্স। সেটা রজার্সের কেরিয়ারের শুরুর দিকে। নর্দার্ন আইরিশম্যান রজার্সও দৌড়ে রয়েছেন। (ছবি:টুইটার)

২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত চেলসির রিজার্ভ দলের দায়িত্বে ছিলেন ব্রেন্ডন রজার্স। সেটা রজার্সের কেরিয়ারের শুরুর দিকে। নর্দার্ন আইরিশম্যান রজার্সও দৌড়ে রয়েছেন। (ছবি:টুইটার)

অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়োগো সিমিওনে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে যুক্ত রয়েছেন ২০১১ সাল থেকে। বিশ্বের সর্বোচ্চ আয় করা কোচদের মধ্যে একজন তিনি। ৫২ বছরের সিমিওনের সিভি যথেষ্ট আকর্ষণীয়।(ছবি:টুইটার)

অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়োগো সিমিওনে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে যুক্ত রয়েছেন ২০১১ সাল থেকে। বিশ্বের সর্বোচ্চ আয় করা কোচদের মধ্যে একজন তিনি। ৫২ বছরের সিমিওনের সিভি যথেষ্ট আকর্ষণীয়।(ছবি:টুইটার)

তিনি ফ্রান্সের জাতীয় দলের কোচ হওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু ফ্রান্সের কিংবদন্তি জিদানকে নিয়ে ভাবছে না সেদেশের ফুটবল কর্তারা। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত কোচ থাকছেন দেশঁ। এতে ক্লাব ফুটবলে জিদানের ফেরার সম্ভাবনা বাড়ছে। ২০২০-২১ মরসুমে রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়ার পর কাজ নেই জিজুর কাছে। (ছবি:টুইটার)

তিনি ফ্রান্সের জাতীয় দলের কোচ হওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু ফ্রান্সের কিংবদন্তি জিদানকে নিয়ে ভাবছে না সেদেশের ফুটবল কর্তারা। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত কোচ থাকছেন দেশঁ। এতে ক্লাব ফুটবলে জিদানের ফেরার সম্ভাবনা বাড়ছে। ২০২০-২১ মরসুমে রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়ার পর কাজ নেই জিজুর কাছে। (ছবি:টুইটার)


Most Read Stories

Leave a Reply