ভারতের নজরে সিরিজ জয়, ২৬৪-র আতঙ্ক নিয়ে নামছে শ্রীলঙ্কা


India vs Sri Lanka, 2nd ODI Match Preview: ব্য়াটিং তাণ্ডব যাকে বলে। মাত্র ১৭৩ বলে ২৬৪ রানের ইনিংস। ৩৩টি বাউন্ডারি, ৯টি ওভার বাউন্ডারি। এক দিকে যেমন রোহিতের ২৬৪-র স্মৃতি থাকবে, তেমনই প্রত্যাশা বিরাটের ফর্ম এখানেও জারি থাকুক।

Image Credit source: PTI FILE

কলকাতা : শীতের দুপুর। ইডেন গার্ডেন্স। ক্রিকেট। গায়ে রোদ মাখতে মাখতে খেলা দেখা শুরু, হালকা চাঁদের আলোয় শেষ। এর মাঝে কে নক্ষত্র হয়ে উঠবেন, তার জন্য অপেক্ষা কয়েক ঘণ্টার। ভারত-শ্রীলঙ্কা তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ ইডেনে। দীর্ঘ সময় পর আবারও ক্রিকেটে মাতবে কলকাতা। ভারত-শ্রীলঙ্কা এবং ইডেন মানেই স্মৃতি। শ্রীলঙ্কার কাছে দুঃস্বপ্ন। এক দিনের ক্রিকেটে শেষ বার ইডেনে দু-দল মুখোমুখি হয়েছিল ২০১৪ সালে। তৈরি হয়েছিল ইতিহাস। এ বার দুই শিবিরেই নানা নতুন মুখ। ইতিহাস এবং দুঃস্বপ্ন কিন্তু সঙ্গী হবে তবুও। ২০১৪-র সেই সাক্ষাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্ব রেকর্ড ২৬৪ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। গুয়াহাটিতে দারুণ একটা ইনিংস খেলেছেন রোহিত। ইডেনে তাঁর দিকে বিশেষ নজর থাকবে। ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের প্রিভিউ TV9Bangla-য়।

টি-টোয়েন্টি সিরিজ জিতেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারত। ওয়ান ডে সিরিজেও গুয়াহাটিতে জিতে ১-০ এগিয়ে ভারত। বিশ্বকাপের বছরে এই ফরম্য়াটে সেরা প্রস্তুতি সাড়াই লক্ষ্য। ইডেনে জয় মানেই সিরিজ জয়। গুয়াহাটি ম্য়াচের একাদশ ঘোষণার পর কিছুটা বিতর্ক তৈরি হয়েছিল। বাংলাদেশ সফরে ওয়ান ডে সিরিজে শেষ ম্যাচে ছিলেন না রোহিত শর্মা। দ্বিতীয় ম্যাচে চোট নিয়েও অনবদ্য় একটা ইনিংস খেলেছিলেন। বছর ঘুরলেও ফর্ম রয়েছে। প্রথম ওয়ান ডে-তে গুয়াহাটিতে মাত্র ৬৭ বলে ৮৩ রানের ইনিংস খেলেন রোহিত। বাংলাদেশে শেষ ওয়ান ডে-তে ডবল সেঞ্চুরি করেছিলেন ঈশান কিষাণ। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্য়াচে রোহিতের ওপেনিং সঙ্গী হন শুভমন গিল। তা নিয়ে কিছুটা অস্বস্তি থাকলেও শেষ অবধি রোহিতের সিদ্ধান্তই সঠিক প্রমাণ হয়। রোহিত-শুভমনের ওপেনিং জুটিতে যোগ হয় ১১৮ বলে ১৪৩ রান। শুভমন ৬০ বলে ৭০ রান করেন।

ইডেন অবশ্য অপেক্ষায় বিরাট কোহলির। বাইশের শেষ এবং তেইশের শুরু হয়েছে শতরানের ইনিংসে। দীর্ঘ ৬ বছর পর ওয়ান ডে ম্যাচ আয়োজন করতে চলেছে ইডেন গার্ডেন্স। তবে ইডেনে ঘুরছে রোহিতের ইনিংসের মুহূর্ত। ব্য়াটিং তাণ্ডব যাকে বলে। মাত্র ১৭৩ বলে ২৬৪ রানের ইনিংস। ৩৩টি বাউন্ডারি, ৯টি ওভার বাউন্ডারি। এক দিকে যেমন রোহিতের ২৬৪-র স্মৃতি থাকবে, তেমনই প্রত্যাশা বিরাটের ফর্ম এখানেও জারি থাকুক। গত ম্যাচে সচিন তেন্ডুলকরের একটা রেকর্ড ভেঙেছেন কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরানে সচিনকে ছাপিয়ে গিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে যে রেকর্ড ভাঙা অসম্ভব মনে হয়, তা হল সচিনের মোট শতরান সংখ্যা। ১০০টি আন্তর্জাতিক শতরান রয়েছে সচিনের। দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি। গত ম্যাচে ওয়ান ডে-তে ৪৫তম এবং সব মিলিয়ে ৭৩টি আন্তর্জাতিক শতরান সম্পূর্ণ করেছেন বিরাট। ইডেনে আরও একটা শতরানের ব্য়বধান কমুক, এই প্রত্যাশাই থাকবে।

ওয়ান ডে বিশ্বকাপের জন্য ভারতীয় দলের কাছে যেমন এই ম্যাচ জরুরি, তেমনই ইডেনের কাছেও। বিশ্বকাপের মহড়ার সুযোগ। আয়োজনের দিক থেকে কোনও রকম ফাঁক রাখতে নারাজ বাংলা ক্রিকেট সংস্থার নতুন কমিটি। তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। আর এই ম্যাচ স্মরণীয় করে রাখতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে সিএবির পক্ষ থেকে। প্রয়াত ফুটবল সম্রাট পেলেকে শ্রদ্ধা জানানো হবে ইনিংস বিরতিতে। তেমনই থাকছে লেজার শো। আর বিরাট, রোহিতদের কুর্নিশ জানাতে অপেক্ষা করছে ইডেনের মেক্সিকান ওয়েভ।

Leave a Reply