Ramiz Raja: পিসিবির অন্দরে থেকে রামিজ অতীতেও বিসিসিআইকে বহুবার আক্রমণ করেছেন। সেই ধারা চলছে এখনও। কিন্তু পিসিবির চেয়ারম্যান নজম শেঠি সেদিকে ঝুঁকতে চান না।
Image Credit source: Twitter
করাচি: গদিছাড়া হয়েছেন বেশ কিছুদিন হল। কিন্তু বিসিসিআইয়ের উপর থেকে রাগ যাচ্ছে না প্রাক্তন পিসিবি (PCB) প্রেসিডেন্ট রামিজ রাজার (Ramiz Raja)। লাহোরে সরকারি কলেজের একটি অনুষ্ঠানে গিয়ে বিসিসিআইয়ের উপর পাকিস্তানের ক্রিকেটকে কোণঠাসা করার অভিযোগ হেনেছেন। ২০২৩ এশিয়া কাপের আয়োজন নিয়ে এসিসি প্রধান জয় শাহ (ACC) জানিয়েছেন, পাকিস্তানে নয়, নিরপেক্ষ ভেনুতে আয়োজিত হবে টুর্নামেন্ট। তারপরই ওডিআই বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়েছিলেন তৎকালীন পিসিবি প্রেসিডেন্ট রামিজ রাজা। পিসিবির অন্দরে থেকে রামিজ অতীতেও বিসিসিআইকে বহুবার আক্রমণ করেছেন। সেই ধারা চলছে এখনও। কিন্তু পিসিবির চেয়ারম্যান নজম শেঠি সেদিকে ঝুঁকতে চান না। বরং বিসিসিআই সচিব তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহের (Jay Shah) সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে তিনি। পাকিস্তানের ২০২৩ এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব নিয়ে শাহর সঙ্গে বসতে চান নজম। শোনা যাচ্ছে, বহু চেষ্টা করেও ভারতীয় বোর্ডের সচিবের দিক থেকে তেমন কোনও উত্তর পাননি শেঠি।
১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহির ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্টারন্যাশনাল লিগ টি-২০। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন জয় শাহ। বোর্ড সচিবকে সেখানেই ‘পাকড়াও’ করার কথা ভেবেছেন নজম। দুবাইয়ে এসিসি সদস্যদের সঙ্গে কথা বলে আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ পাকিস্তানে আয়োজনের বিষয়টি সুনিশ্চিত করতে চান। জয় শাহের ইউএই যাওয়া নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। ধরে নেওয়া যাক, বিসিসিআই সচিব IL20 লিগে গেলেন, তবুও কি তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সাইডলাইনে বসে আদৌ কথা বলতে চাইবেন? শেঠির বিশ্বাস, পাকিস্তানের হাতে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব সুরক্ষিত রাখতে হলে এসিসি-র সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে।
এদিকে রামিজ রাজা বলেছেন, “দুর্ভাগ্যবশত, সারা ভারতে বিজেপির ভাবধারা রয়েছে। পিজেএল বা পাকিস্তান উইমেন্স লিগের ঘোষণা করেছিলাম যাতে নিজস্ব অর্থ উপার্জনের রাস্তা বের হয় যা পিসিবিকে আর্থিকভাবে সমৃদ্ধ করবে। এতে আইসিসির দিকে মুখ চেয়ে থাকতে হত না। আমাদের স্বাধীনতার সঙ্গে আপোস করা হচ্ছে। কারণ আইসিসির বেশিরভাগ আয়ের সংস্থান ভারতে তৈরি হয়। পাকিস্তানকে কোণঠাসা করার মানসিকতা যদি ভারতের থাকে তাহলে আমরা কোথাও টিকে থাকতে পারব না।”