Virat Kohli: কেউ খালি হাতে ফেরেন না, নিম করোলি বাবার আশীর্বাদেই বিরাটের সেঞ্চুরি?


তাঁর দুয়ার থেকে নাকি কেউ খালি হাতে ফেরেন না। সেলিব্রিটি তকমা ঝেড়ে ফেলে সাধারণ ভক্ত হিসেবে বৃন্দাবনে নিম করোলি বাবার আশ্রমে গিয়েছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। মাটিতে বসে মাথা ঝুঁকে আশীর্বাদ নিয়েছেন। তারপরই শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস বিরাটের ব্যাটে। সবই কি বাবা’র মাহাত্ম্য?

Image Credit source: Twitter

কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ৬৭ রানের বড় ব্যবধানে জিতেছে ভারত। সৌজন্যে রানমেশিন বিরাট কোহলির (Virat Kohli) ৮৮ বলে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস। এই বিরাটই একটা সময় রানের খোঁজে হন্য হয়ে বেড়িয়েছেন। বিরাট ব্যাটে সেঞ্চুরি দিয়ে বছরের সূচনা হওয়ায় খুশি কোহলি-প্রেমীরাও। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ২০২৩ সালটা নতুন হলেও, বাইশ গজে পুরনো কোহলির ঝলক। সেই আক্রমণাত্মক ভঙ্গি,চোখেমুখে ভরপুর আত্মবিশ্বাস। ছয়মাস আগের বিরাট কোহলির সঙ্গে এখনকার মানুষটির আকাশ পাতাল তফাৎ। বুধবার, গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে কোহলির সেঞ্চুরির পর থেকে সোশ্যাল মিডিয়ায় জয়জয়কার নিম করোলি বাবার (Neem Karoli Baba)। টুইটারে রীতিমতো ট্রেন্ড করছিলেন তিনি। নেটিজেনদের বিশ্বাস, বিরাট বদলের পিছনে রয়েছে নিম করোলি বাবার আশীর্বাদ। যাঁর দোর থেকে কেউ খালি হাতে ফেরেন না। ফিরলেন না বিরাটও। বিস্তারিত তুলে ধরল TV9 Bangla

বৃন্দাবনের নিম করোলি বাবাকে ধরা হয় শ্রী হনুমানের অবতার। বিংশ শতাব্দীর এই আধ্যাত্মিক সাধুর আশ্রমে অতীতে স্টিভ জোবস, মার্ক জুকারবার্গ, জুলিয়া রবার্টসদের মতো আন্তর্জাতিক স্তরের ব্যক্তিত্বদের দেখা গিয়েছে। রাজনীতিবিদ, হলিউড, বলিউড সেলিব্রিটিরা প্রায়ই আশ্রমে পৌঁছে যান আশীর্বাদ নিতে। বিরাট-অনুষ্কাও নিম করোলি বাবার সান্নিধ্যে এসেছেন। সাফল্য কামনা করে নতুন বছরে বৃন্দাবনে ওই আধ্যাত্মিক গুরুর আশ্রমে পৌঁছে গিয়েছিলেন সেলিব্রিটি কাপল। সঙ্গে ছিল মেয়ে ভামিকা। ক্যামেরা দেখেও আশ্রমে মেয়েকে আড়াল করার চেষ্টা করেননি দু’জনে। নিচে বসে আশীর্বাদ নিতে দেখা যায় বিরাট ও অনুষ্কাকে। নিম করোলি বাবা’র সমাধিস্থলে সামনে বসে থাকতে দেখা যায় তাঁদের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে সমাধিস্থলের সামনে মাথা ঝুঁকে প্রণাম করছেন বিরাট ও অনুষ্কা।

তারপরই যেন ম্যাজিক। গুয়াহাটি স্টেডিয়ামে শতরানের পর এক লম্বা লাফ দিয়েছিলেন বিরাট। অতীতের বিরাটের মতো টগবগ করে ফুটছিলেন। নেটিজেনরা বলছেন, সবই বাবা’র আশীর্বাদ। তাঁর আশ্রমে মাথা ছুঁইয়ে বছর শুরু করায় বিরাট সাফল্য ধরা দিয়েছে। বছরের আগামী দিনগুলোও বিরাটের হয়ে থাকবে। সেঞ্চুরির পর কোহলি বলেছেন, আলাদাভাবে কিছু করেছেন বলে মনে হচ্ছে না তাঁর। খুব সহজভাবেই এসেছে এই শতরান।



Leave a Reply