ফিফার সেরার দৌড়ে নেই সবচেয়ে দামি ফুটবলার!


Cristiano Ronaldo: প্রত্য়াশিত ভাবেই এই তালিকায় জায়গা হয়নি কিছু দিন আগে সৌদির ক্লাবে যোগ দেওয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেরা ফ্যানেরও সংক্ষিপ্ত তালিকা রয়েছে। ভোটিং শুরু হয়ে গিয়েছে। ফিফার ওয়েবসাইটে গিয়ে ভোট দিতে পারবেন ফুটবলপ্রেমীরা। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।

Image Credit source: FIFA

জুরিখ : ফিফার বর্ষসেরা ফুটবলার কে হবেন! তা জানার অপেক্ষা শুরু হয়ে গেল। এ দিন ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকা জানিয়ে দিল ফিফা। এ বার ভোটিংয়ের মাধ্যমে বিভিন্ন ক্যাটেগরিতে সেরা বেছে নেওয়া হবে। সেরা কোচ, পুস্কাস অ্যাওয়ার্ড আরও নানা পুরস্কারের জন্য কারা মনোনয়ন পেয়েছে, সেই তালিকা প্রকাশিত হয়েছে। সেরা ফুটবলারের দৌড়ে নেই বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্লাব ফুটবল হোক কিংবা আন্তর্জাতিক, গত বছরটা কোনও দিক থেকেই ভালো কাটেনি রোনাল্ডোর। প্রত্য়াশিত ভাবেই এই তালিকায় জায়গা হয়নি কিছু দিন আগে সৌদির ক্লাবে যোগ দেওয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেরা ফ্যানেরও সংক্ষিপ্ত তালিকা রয়েছে। ভোটিং শুরু হয়ে গিয়েছে। ফিফার ওয়েবসাইটে গিয়ে ভোট দিতে পারবেন ফুটবলপ্রেমীরা। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। ফিফার তরফে সরকারিভাবে ই-মেলে এই তালিকা পাঠানো হয়েছে। TV9Bangla-র কাছেও এসেছে সেই মেইল। রইল বিভিন্ন ক্য়াটেগরির পূর্ণ তালিকা।

সেরা মহিলা ফুটবলারের দৌড়ে রয়েছেন

  • আইতানা বোনমাতি (স্পেন/বার্সেলোনা)
  • দেবিনহা (ব্রাজিল/নর্থ ক্যারোলিনা কারেজ)
  • জেসি ফ্লেমিং (কানাডা/চেলসি মহিলা দল)
  • অ্যাডা হেয়ারবার (নরওয়ে/অলিম্পিক লায়োনেস)
  • স্যাম কের (অস্ট্রেলিয়া/চেলসি মহিলা দল)
  • বেথ মিড (ইংল্যান্ড/আর্সেনাল মহিলা দল)
  • ভিভিয়ানে মিয়েদেমা (নেদারল্য়ান্ডস/আর্সেনাল মহিলা দল)
  • অ্যালেক্স মর্গ্য়ান (আমেরিকা/অরল্য়ান্ডো প্রাইড/স্যান দিয়েগো ওয়েভ)
  • লিনা ওবেডোর (জার্মানি/উলফসবার্গ)
  • অ্যালেজান্দ্রা পোপ (জার্মানি/উলফসবার্গ)
  • অ্যালেক্সিয়া পুতেয়াস (স্পেন/বার্সেলোনা)
  • উইন্ডি রেনার (ফ্রান্স/অলিম্পিক লায়োনেস)
  • কাইরা ওয়ালশ (ইংল্যান্ড/ম্যাঞ্চেস্টার সিটি/বার্সেলোনা)
  • লিয়া উইলিয়ামসন (ইংল্যান্ড/আর্সেনাল)

ফিফা সেরা পুরুষ ফুটবলারের দৌড়ে রয়েছেন

  • জুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা/ম্যাঞ্চেস্টার সিটি)
  • জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড/বরুসিয়া ডর্টমুন্ড)
  • করিম বেঞ্জেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)
  • কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম/ম্যাঞ্চেস্টার সিটি)
  • আর্লিং হালান্ড (নরওয়ে/ম্যাঞ্চেস্টার সিটি)
  • আশরফ হাকিমি (মরক্কো/পিএসজি)
  • রবার্ট লেওয়ানডস্কি (পোল্যান্ড/বার্সেলোনা)
  • সাদিও মানে (সেনেগাল/বায়ার্ন মিউমিখ)
  • কিলিয়ান এমবাপে (ফ্রান্স/পিএসজি)
  • লিওনেল মেসি (আর্জেন্টিনা/পিএসজি)
  • লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া/রিয়াল মাদ্রিদ)
  • নেইমার (ব্রাজিল/পিএসজি)
  • মহম্মদ সালাহ (ইজিপ্ট/লিভারপুল)
  • ভিনিসিয়াস জুনিয়র (ব্রাজিল/রিয়াল মাদ্রিদ)

মহিলাদের ফুটবলে সেরা কোচের দৌড়ে রয়েছেন

  • সোনিয়া বম্পাস্তোর (ফ্রান্স/অলিম্পিক লায়োনেস)
  • এমা হেইস (ইংল্যান্ড/চেলসি মহিলা দল)
  • বেভ প্রিস্টম্য়ান (ইংল্যান্ড/কানাডা জাতীয় দল)
  • পিয়া সুন্ধাগে (সুইডেন/ব্রাজিল জাতীয় দল)
  • মার্টিনা ভস-টেকলেনবার (জার্মানি/জার্মানি জাতীয় দল)
  • সারিনা উইম্যান (নেদারল্যান্ডস/ইংল্যান্ড জাতীয় দল)

পুরুষদের ফুটবলে সেরা কোচের দৌড়ে

  • কার্লো আন্সেলোত্তি (ইতালি/রিয়াল মাদ্রিদ)
  • দিদিয়ের দেশঁ (ফ্রান্স/ফ্রান্স জাতীয় দল)
  • পেপ গুয়ার্দিওলা (স্পেন/ম্য়াঞ্চেস্টার সিটি)
  • ওয়ালিদ রেগরাগুই (মরক্কো/মরক্কো জাতীয় দল)
  • লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা/আর্জেন্টিনা জাতীয় দল)

সেরা মহিলা গোলকিপারের দৌড়ে রয়েছেন

  • অ্যান-ক্যাথরিন বার্গের (জার্মানি/চেলসি মহিলা দল)
  • মেরি এয়ারপস (ইংল্যান্ড/ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)
  • ক্রিশ্চিয়ানে এন্ডলার (চিলি/অলিম্পিক লায়োনেস)
  • মেরিলি ফ্রমস (জার্মানি/উলফসবার্গ)
  • অ্যালিসা নাহের (আমেরিকা/শিকাগো রেড স্টার্স)
  • স্যান্ড্রা পানোস গার্সিয়া-ভিয়ামি (স্পেন/বার্সেলোনা)

সেরা পুরুষ গোলকিপারের দৌড়ে রয়েছেন

  • অ্য়ালিসন বেকার (ব্রাজিল/লিভারপুল)
  • ইয়াসিন বৌনোউ (মরক্কো/সেভিয়া)
  • থিবাউ কুর্তোয়া (বেলজিয়াম/রিয়াল মাদ্রিদ)
  • এডারসন (ব্রাজিল/ম্যাঞ্চেস্টার সিটি)
  • এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা/অ্যাস্টনভিলা)

ফিফা পুস্কাস অ্যাওয়ার্ডের দৌড়ে রয়েছেন-মারিও বালোত্তেলি, আমাদিন হেনরি, থিও হার্নান্ডেজ, আলৌ কুওল, কিলিয়ান এমবাপে, ফ্রান্সিসকো মেতিলি, মার্সিন ওলেক্সি, সালমা প্য়ারালুয়েলো, দিমিত্রি পায়েত, অ্যালিসিয়া রুসো।

Leave a Reply