দলের বাকিদের সঙ্গে কলকাতায় আসেননি তিনি। কারণটা স্পষ্ট। মেয়ে ভামিকার জন্মদিনে ইনস্টাগ্রামে আদুরে ছবি পোস্ট করে বিরাট বুঝিয়ে দিয়েছিলেন, দিনটা সন্তানের সঙ্গেই কাটাবেন।
Image Credit source: Twitter
কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে তাঁর ঝোড়ো সেঞ্চুরি দেখেছে গুয়াহাটি। দ্বিতীয় ওডিআইতে বিরাট বিক্রম দেখতে মুখিয়ে ক্রিকেটের নন্দন কানন। আজ, বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) দ্বিতীয় ওডিআই। বুধবারই কলকাতায় পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। তিলোত্তমায় পা রেখেছেন দাসুন শনাকারাও। ব্যতিক্রম শুধু বিরাট। কিন্তু দলের সঙ্গে দেখা যায়নি কোহলিকে। কারণটা স্পষ্ট। মেয়ে ভামিকার ২ বছরে পা দিয়েছে। একরত্তির জন্মদিনে ইনস্টাগ্রামে আদুরে ছবি পোস্ট করে বিরাট (Virat Kohli) বুঝিয়ে দিয়েছিলেন, দিনটা সন্তানের সঙ্গেই কাটাবেন। বুধবার রাতের দিকে কোহলিকে দেখা গিয়েছে মুম্বই এয়ারপোর্টে। হাতে কলকাতার বিমানের টিকিট। অর্থাৎ, মেয়ের জন্মদিন পালন করে কনকনে শীতের কলকাতায় মাঝরাত অথবা কাকভোরে পৌঁছেছেন বিরাট। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।
বিরাট এখন শুধু ভারতীয় দলের তারকা ক্রিকেটারই নন। আপাদমস্তক সংসারী মানুষ। টুইটারের বায়োতে বড় বড় করে লেখা, ‘আ প্রাউড হাসবেন্ড অ্যান্ড ফাদার’। তাই মঙ্গলবার ওডিআই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে গুয়াহাটি থেকে পৌঁছে গিয়েছিলেন মুম্বইয়ে। ১১ ডিসেম্বর ছিল মেয়ে ভামিকার দ্বিতীয় জন্মদিন। এমন দিনে প্রাউড ফাদার একরত্তির থেকে দূরে থাকেন কী করে? দিনটি মেয়ে ও পরিবারের সঙ্গে কাটিয়ে সেদিন রাতেই কলকাতার বিমান ধরেন। বৃহস্পতিবার দুপুর ১.৩০টা থেকে ইডেনের মিঠে শীত গায়ে মেখে নেমে পড়বেন বাইশ গজে। ব্যাট হাতে বাইশ গজের সূচনা করেছেন শতরান হাঁকিয়ে। পুরনো বিরাটের ঝলক পেয়েছে ক্রিকেট বিশ্ব। বছরের শেষদিকে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ। আরও একবার দলের ভরসার মুখ হতে চান তিনি।
শেষবার কবে ইডেন গার্ডেন্স বিরাট বিক্রম দেখেছিল? স্মৃতিতে ফিরে যেতে হবে পাঁচ বছর আগে। ২০১৯ সালের নভেম্বরে প্রথম পিঙ্ক বল টেস্টের আসর বসেছিল। ২২ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে ১৩৯ রানের ইনিংস খেলেছিলেন বিরাট। সূত্র বলছে, গুয়াহাটিতে বিরাটের সেঞ্চুরি ইডেনে টিকিটের চাহিদা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।