Bengal vs Baroda: চলতি রঞ্জিতে এখনও অবধি একটি ম্যাচেও হারতে হয়নি বাংলাকে। বরোদার বিরুদ্ধে প্রথম ইনিংসে পিছিয়ে গিয়েও, শেষ অবধি ৬ পয়েন্ট নিয়ে হাসিমুখে মাঠ ছেড়েছেন অনুষ্টুপরা।
Image Credit source: Twitter
কলকাতা: একেই বলে প্রত্যাবর্তন। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) কল্যানীর মাঠে ৭ উইকেটে ম্যাচ জিতল বাংলা (Bengal)। প্রথম ইনিংসে পিছিয়ে গিয়েও শেষ অবধি ৬ পয়েন্ট নিয়ে হাসিমুখে মাঠে ছেড়েছেন মনোজ তিওয়ারিরা (Manoj Tiwary)। প্রথম ইনিংসে বরোদা (Baroda) ২৬৯ রান তুলেছিল। সেখানে ব্যাট করতে নেমে ১৯১ রানে গুটিয়ে যায় বাংলা। যার ফলে, প্রথম ইনিংসে ৭৮ রানে পিছিয়ে থেকে শেষ করেছিলেন অনুষ্টুপরা। ফলে দ্বিতীয় ইনিংসে বিরাট চ্যালেঞ্জ ছিল বাংলার সামনে। সেই চ্যালেঞ্জ দারুণ ভাবে প্রথমে উতরে দেন মুকেশ কুমার-ঈশান পোড়েলরা। আর পরে ব্যাট হাতে বাকি কাজটা করে গেলেন সুদীপ ঘরামি-মনোজ তিওয়ারিরা। ৩ উইকেট হারিয়েই লক্ষ্যপূরণ করে ফেলেছে বাংলা। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
বরোদার বিরুদ্ধে প্রথম ইনিংসে অনুষ্টুপ মজুমদার (৯০) ছাড়া আর কারও ব্যাটে রান আসেনি। প্রথম ইনিংসে অনুষ্টুপ ছাড়া অভিমন্যু ঈশ্বরণ ও অভিষেক পোড়েলের ব্যাটে দু’অঙ্কের রান এসেছিল। ব্যাটারদের প্রথম ইনিংসের ব্যর্থতা ঢেকে দেন মুকেশরা। দ্বিতীয় ইনিংসে বরোদাকে ৯৮ রানে অল আউট করে দেয় বাংলা। মুকেশ কুমার বাংলার হয়ে সর্বাধিক ৪টি উইকেট নেন। ঈশান পোড়েল নেন ৩টি উইকেট। একটি উইকেট নেন আকাশ দীপ। আর বাকি দু’টি রান আউট হয়েছে।
বিস্তারিত আসছে…