Published by: Sulaya Singha | Posted: January 14, 2023 9:03 am| Updated: January 14, 2023 9:03 am
ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে কার্যত পাকাপাকি জায়গা দখল করে নিয়েছেন হার্দি পাণ্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তিনিই নেতৃত্ব দেবেন। আর কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্ট সিরিজে অধিনায়কের ভূমিকায় রোহিত শর্মা। শর্তসাপেক্ষে টেস্ট দলে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা। আর কেএল রাহুলের অনুপস্থিতিতে উইকেটকিপার হিসেবে ওয়ানডে সিরিজে ডাক পেলেন ঈশান কিষান।
চোট সারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ফিরলেন রবীন্দ্র জাদেজা। চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তারকা অলরাউন্ডার। ফিটনেস টেস্টে পাশ করতে পারলে তবেই দলে থাকবেন তিনি। ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য প্রথম দুই ম্যাচের ভারতীয় দল ঘোষিত হয়েছে। সেখানে জাদেজা রয়েছেন।
? NEWS ?: India’s squads for Mastercard New Zealand tour of India and first two Test matches against Australia announced#TeamIndia | #INDvNZ | #INDvAUS | @mastercardindia
— BCCI (@BCCI) January 13, 2023
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ