ATK Mohun Bagan: দু-দলই গোলের প্রচুর সুযোগ তৈরি করে। কিন্তু মুম্বই সিটি এফসির ছাঙতের একমাত্র গোল ম্যাচে পার্থক্য় গড়ে দেয়। এ দিন সবুজ মেরুনের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ১-০’র জয়ে প্রথম দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করল মুম্বই সিটি এফসি।
Image Credit source: twitter
কলকাতা: লিগ টেবলের শীর্ষে মুম্বই সিটি এফসি। তাদের বিরুদ্ধে ঘরের মাঠে নেমেছিল এটিকে মোহনবাগান। কলকাতার দুই প্রধানের বিরুদ্ধে মুম্বই সিটি এফসির ম্যাচ বাড়তি আকর্ষণীয় হয়ে দাঁড়ায়। এ দিনও অন্যথা হল না। মরিয়া লড়াই করেও খালি হাতেই মাঠ ছাড়তে হল সবুজ মেরুন শিবিরকে। রেফারিং নিয়েও ফের প্রশ্ন উঠতে বাধ্য। মুম্বই সিটি ফুটবলার রেড কার্ড অফেন্স করলেও রেফারি তা এড়িয়ে যান। স্বাভাবিক ভাবেই ক্ষোভে ফেটে পড়ে সবুজ মেরুন শিবির। উল্টে রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে কার্ড দেখেন এটিকে মোহনবাগানের গোলকিপার কোচ। বিস্তারিত TV9Bangla-য়।
ম্য়াচের শুরু থেকেই রুদ্ধশ্বাস পরিস্থিতি। দু-দলই সমানে সমানে লড়াই চালায়। বেশ কিছু উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয়। ম্যাচটা ক্রমশ হয়ে দাঁড়ায় গোলরক্ষক বনাম গোলরক্ষক। যদিও হতাশা সবুজ মেরুন শিবিরেই। ম্যাচের ২৯ মিনিটে গোলের মুখ খোলে মুম্বই সিটি এফসি। সবুজ মেরুন ডিফেন্সকে হার মানান লালিয়ানজুয়ালা ছাঙতে। বক্সের মধ্যে যে পজিশন থেকে তিনি শট নেওয়ার সুযোগ পান, মোহনবাগান গোলরক্ষক বিশাল কেইথের কাছে তা আটকানোর কোনও সুযোগই ছিল না।
দু-দলই গোলের প্রচুর সুযোগ তৈরি করে। কিন্তু মুম্বই সিটি এফসির ছাঙতের একমাত্র গোল ম্যাচে পার্থক্য় গড়ে দেয়। এ দিন সবুজ মেরুনের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ১-০’র জয়ে প্রথম দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করল মুম্বই সিটি এফসি। দু-দলের গোলরক্ষকই অনবদ্য কিছু সেভ করেছে। এটিকে মোহনবাগান দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলেছে। মুম্বই সিটি এফসি কোচ দেস বাকিংহামও স্বীকার করে নিলেন, এটিকে মোহনবাগান অনবদ্য খেলেছে। তবে সবুজ মেরুন কোচ হুয়ান ফেরান্দো ম্য়াচ শেষে বলেন, ‘আমরা হেরেছি। এর বেশি আর কী বলা যায়। আমার ছেলেরা মরিয়া চেষ্টা করেছে। অনবরত সুযোগ তৈরি করেছে। প্রচুর চেষ্টা করলেও গোল করতে পারিনি। আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। আশা করছি পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে পারব।’ ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবলে চতুর্থ স্থানে রয়েছে এটিকে মোহনবাগান।