আরও কঠিন ম্যাচ! বিশ্বকাপে আজ ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড


Men’s Hockey World Cup 2023, India vs England: গত বছর ভারত-ইংল্য়ান্ড তিন বার মুখোমুখি হয়েছে। শেষ বার বার্মিংহ্য়াম কমনওয়েলথ গেমসে মুখোমুখি হয়েছিল দু-দল। গ্রুপ পর্বে স্কোরলাইন হয়েছিল ৪-৪। এ ছাড়া এফআইএইচ প্রো লিগের প্রথম লেগে ৩-৩ ড্র হয়েছিল। দ্বিতীয় লেগে ভারত জিতেছিল ৪-৩ ব্য়বধানে।

Image Credit source: twitter

রৌরকেলা : দেশের মাটিতে বিশ্বকাপ। এটা যেমন গর্বের, আরও ভালো অনুভূতি হবে, চ্যাম্পিয়ন হতে পারলে। ভারতীয় হকির সোনালি সময় ফিরবে। এর জন্য পেরোতে হবে কয়েকটা ধাপ। ভারতের মাটিতে হচ্ছে পুরুষদের হকি বিশ্বকাপ। স্পেনের বিরুদ্ধে ২-০ জয় দিয়ে অভিযান শুরু করেছে ভারত। আজ ভারতের প্রতিপক্ষ ইংল্য়ান্ড। স্পেনের বিরুদ্ধে জিতলেও ভারতীয় দলের কাছে আত্মতুষ্ট হওয়ার জায়গা নেই। কেন না, প্রতিপক্ষ ইংল্য়ান্ড বিশ্বকাপ অভিযান শুরু করেছে আরও বড় জয়ে। ওয়েলসকে ৫-০ ব্য়বধানে হারিয়েছে ইংল্য়ান্ড। প্রথম ম্যাচে ভারতের ২-০ জয়ে গোল করেছেন অমিত রোহিদাস ও হার্দিক সিং। স্পেনের বিরুদ্ধে অমিত রোহিদাসের গোলটিই বিশ্বকাপের মঞ্চে ভারতের ২০০তম গোল। বিশ্বকাপে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ম্যাচের প্রিভিউ TV9Bangla-য়।

স্পেনের তুলনায় ইংল্য়ান্ড অনেক বেশি শক্তিশালী প্রতিপক্ষ। ভারতীয় শিবিরও সেটা স্বীকার করে নিচ্ছে। প্রথম ম্যাচে ভারতের জয়ে ভূমিকা রয়েছে অমিত রোহিদাস ও মিডফিল্ডার হার্দিক সিংয়ের। অমিত ওড়িশারই ছেলে। ফলে তাঁর গোল এবং ভালো পারফরম্যান্সে স্ট্যান্ডে বাড়তি উন্মাদনা দেখা যায়। বাকি ম্যাচেও তাঁর কাছ থেকে ভালো পারফরম্য়ান্সেরই প্রত্যাশা থাকবে। বিশ্ব ক্রমতালিকায় পঞ্চম স্থানে রয়েছে ইংল্য়ান্ড। তাদের বিরুদ্ধে জয় মানেই কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে থাকা। ক্রমতালিকায় ভারত রয়েছে ষষ্ঠ স্থানে। গ্রুপ পর্বে ইংল্য়ান্ডের পর ওয়েলসের বিরুদ্ধে নামবে ভারত। বিশ্ব ক্রমতালিকায় ওয়েলস রয়েছে ১৫ নম্বরে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচ প্রসঙ্গে ভারতীয় দলের কোচ গ্রাহাম রিড বলছেন, ‘ইংল্য়ান্ডের বিরুদ্ধে ম্যাচটা খুবই কঠিন হতে চলেছে। বিশ্ব ক্রমতালিকায় ওরা আমাদের থেকে এগিয়ে। কমনওয়েলথ গেমসেও দেখেছি, ইংল্য়ান্ড কতটা শক্তিশালী দল।’ গত বছর ভারত-ইংল্য়ান্ড তিন বার মুখোমুখি হয়েছে। শেষ বার বার্মিংহ্য়াম কমনওয়েলথ গেমসে মুখোমুখি হয়েছিল দু-দল। গ্রুপ পর্বে স্কোরলাইন হয়েছিল ৪-৪। এ ছাড়া এফআইএইচ প্রো লিগের প্রথম লেগে ৩-৩ ড্র হয়েছিল। দ্বিতীয় লেগে ভারত জিতেছিল ৪-৩ ব্য়বধানে। গত এপ্রিলে প্রো-লিগের ম্যাচ দুটি হয়েছিল। গ্রাহাম রিড আরও যোগ করলেন, ‘প্রথম ম্যাচে যেমন খেলেছি, সেই ছন্দ ধরে রাখার চেষ্টা করব। আমাদের ছন্দ ধরে রাখতেই হবে।’

ভারত-ইংল্য়ান্ড, সন্ধে ৭টা, স্টার স্পোর্টস, হটস্টার এবং ফ্যানকোডে সরাসরি সম্প্রচার

Leave a Reply