পন্থের অনুপস্থিতিতে ঈশানকেই টেস্টে চাইছেন আজহার


India vs Australia:ঈশানের সঙ্গে সূর্যকুমার যাদবও টেস্ট দলে ডাক পাওয়ায় উচ্ছ্বসিত আজহারউদ্দিন। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম দুটো ম্যাচে বাইরেই ছিলেন সূর্য। শেষ ম্যাচে যদিও তিনি ঠাঁই পান।

আবু ধাবি: দুর্ঘটনার জন্য বেশ কয়েকমাস মাঠের বাইরে ঋষভ পন্থ। বোর্ড সূত্রে খবর, ৯ মাস মাঠের বাইরে তরুণ উইকেটকিপার ব্যাটার। দেশের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপেও অনিশ্চিত পন্থ। তাঁর বিকল্প হিসেবে ঈশান কিষাণকে তৈরি করতে চায় টিম ম্যানেজমেন্ট। পরের মাসেই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজ। পন্থের জায়গায় দলে ঠাঁই হতে পারে ঈশান কিষাণের। বর্ডার-গাভাসকর ট্রফিতেই হয়তো টেস্ট অভিষেক হতে পারে ধোনির রাজ্যের এই কিপার ব্যাটারের। ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে এই সিরিজটা ভারতের কাছে কার্যত অ্যাসিড টেস্ট। বিস্তারিত TV9Bangla-য়।

ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন মনে করেন, পন্থের পরিবর্ত হিসাবে যোগ্য ঈশান কিষাণই। সংযুক্ত আরব আমিরশাহিতে টি-টোয়েন্টি লিগে ধারাভাষ্য দিচ্ছেন আজহার। সেখান থেকেই সংবাদসংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে আজহার বলেন, ‘ঈশানের আগ্রাসী ব্যাটিংই পন্থের বিকল্প হিসাবে ওকে জায়গা দিতে পারে। পন্থের মতো ঈশানও বাঁ-হাতি কিপার ব্যাটার। সেই সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিং করে।’

অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন কোনা শ্রীকার ভরতও। দীর্ঘ সময় ধরেই সেকেন্ড কিপার হিসেবে টেস্ট স্কোয়াডে রয়েছেন। পরিবর্ত হিসেবে নামার সুযোগ হলেও টেস্ট অভিষেক হয়নি। অভিষেকের সম্ভাবনা তাঁরই প্রবল। বাংলাদেশ সফরে ভারতীয় এ দলের হয়ে সম্প্রতি ৭৭ রানের একটি ইনিংস খেলেন ভরত। এ দিকে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের শেষ একদিনের ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন ঈশান কিষাণ।

ঈশানের সঙ্গে সূর্যকুমার যাদবও টেস্ট দলে ডাক পাওয়ায় উচ্ছ্বসিত আজহারউদ্দিন। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম দুটো ম্যাচে বাইরেই ছিলেন সূর্য। শেষ ম্যাচে যদিও তিনি ঠাঁই পান। এই প্রসঙ্গে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘যখন কোনও ক্রিকেটার ফর্মে থাকে, তখন তাকে বেঞ্চে রাখা উচিত নয়। ভারতের হয়ে তিন ফরম্যাটেই দুরন্ত অবদান রেখেছে সূর্য। রঞ্জিতেও ভালো ব্যাটিং করেছে। রোহিত, বিরাটের মতো সূর্যকুমারও তিন ফরম্যাটের জন্য যথেষ্ট যোগ্য। দীর্ঘদিন বাদে ভারতে এ রকম ক্রিকেটার এসেছে।’

এরই সঙ্গে আজহার মনে করেন ভিন্ন ফরম্যাটে আলাদা আলাদা ক্যাপ্টেন থাকা উচিত। দেশের হয়ে ৯৯ টেস্ট আর ৩৩৪ একদিনের ম্যাচ খেলেছেন আজহারউদ্দিন। তিনটে বিশ্বকাপে ভারতের হয়ে ক্যাপ্টেন্সি করেছেন আজহার।

Leave a Reply