সৌন্দর্যেও ‘ধরা-ছোঁয়ার’ বাইরে জার্মানির অ্যাথলিট স্কেমিট


TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal

Updated on: Jan 15, 2023 | 8:45 AM

World’s sexiest athlete: চাইলেও তাঁকে ‘ছোঁয়া’ কঠিন। জার্মানির ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট অ্যালিকা স্কেমিট। ট্র্যাকে যতটা দক্ষ, তেমনই সৌন্দর্যের দিক থেকেও ধরা-ছোঁয়ার বাইরে। বিশ্বের সেক্সিয়েস্ট অ্যাথলিট মনে করা হয় জার্মানির এই তারকাকে। সামনেই ইন্ডোর অ্যাথলেটিক্স মরসুম শুরু হবে। তাঁর আগে নিজেকে তরতাজা রাখতে ট্র্য়াকের পাশাপাশি নানা ভাবে সময় কাটাচ্ছেন।

Jan 15, 2023 | 8:45 AM

চাইলেও তাঁকে 'ছোঁয়া' কঠিন। জার্মানির ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট অ্যালিকা স্কেমিট। ট্র্যাকে যতটা দক্ষ, তেমনই সৌন্দর্যের দিক থেকেও ধরা-ছোঁয়ার বাইরে। (ছবি : ইনস্টাগ্রাম)

চাইলেও তাঁকে ‘ছোঁয়া’ কঠিন। জার্মানির ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট অ্যালিকা স্কেমিট। ট্র্যাকে যতটা দক্ষ, তেমনই সৌন্দর্যের দিক থেকেও ধরা-ছোঁয়ার বাইরে। (ছবি : ইনস্টাগ্রাম)

বিশ্বের সেক্সিয়েস্ট অ্যাথলিট মনে করা হয় জার্মানির এই তারকা রানারকে। সামনেই ইন্ডোর অ্যাথলেটিক্স মরসুম শুরু হবে। (ছবি : ইনস্টাগ্রাম)

বিশ্বের সেক্সিয়েস্ট অ্যাথলিট মনে করা হয় জার্মানির এই তারকা রানারকে। সামনেই ইন্ডোর অ্যাথলেটিক্স মরসুম শুরু হবে। (ছবি : ইনস্টাগ্রাম)

ট্র্যাকে যাতে লক্ষ্যভ্রস্ট না হয়, তাঁর আগে নিজেকে তরতাজা রাখতে অনুশীলনের পাশাপাশি নানা ভাবে সময় কাটাচ্ছেন স্কেমিট। (ছবি : ইনস্টাগ্রাম)

ট্র্যাকে যাতে লক্ষ্যভ্রস্ট না হয়, তাঁর আগে নিজেকে তরতাজা রাখতে অনুশীলনের পাশাপাশি নানা ভাবে সময় কাটাচ্ছেন স্কেমিট। (ছবি : ইনস্টাগ্রাম)

জার্মানির এই রানার ৪০০ মিটারে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর জনপ্রিয়তায়! নিজের সঙ্গেই যেন প্রতিদ্বন্দ্বিতা স্কেমিটের। (ছবি : ইনস্টাগ্রাম)

জার্মানির এই রানার ৪০০ মিটারে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর জনপ্রিয়তায়! নিজের সঙ্গেই যেন প্রতিদ্বন্দ্বিতা স্কেমিটের। (ছবি : ইনস্টাগ্রাম)

ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ছাপিয়ে গিয়েছে ৩.৪ মিলিয়ন! ক্রমশ সংখ্যাটা বাড়ছে। হয়তো খুব বেশি দিন নয়, যখন সংখ্যা ৪ মিলিয়নে পৌঁছে যাবে। (ছবি : ইনস্টাগ্রাম)

ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ছাপিয়ে গিয়েছে ৩.৪ মিলিয়ন! ক্রমশ সংখ্যাটা বাড়ছে। হয়তো খুব বেশি দিন নয়, যখন সংখ্যা ৪ মিলিয়নে পৌঁছে যাবে। (ছবি : ইনস্টাগ্রাম)

নিজে অ্যাথলিট। বিশ্বের অন্যান্য ক্রীড়াবিদদের সঙ্গে সম্পর্কও মধুর। ব্রাজিল তথা বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার নেইমারের সঙ্গেও দেখা গিয়েছে তাঁকে। (ছবি : ইনস্টাগ্রাম)

নিজে অ্যাথলিট। বিশ্বের অন্যান্য ক্রীড়াবিদদের সঙ্গে সম্পর্কও মধুর। ব্রাজিল তথা বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার নেইমারের সঙ্গেও দেখা গিয়েছে তাঁকে। (ছবি : ইনস্টাগ্রাম)

প্যারিস ভ্রমণে গিয়ে ফ্রান্স জাতীয় দলের ফুটবলারদের সঙ্গেও নানা মুহূর্ত রয়েছে তাঁর। প্যারিসে আইফেল টাওয়ারের সামনে ছবি তোলা হবে না, তা কি হয়! (ছবি : ইনস্টাগ্রাম)

প্যারিস ভ্রমণে গিয়ে ফ্রান্স জাতীয় দলের ফুটবলারদের সঙ্গেও নানা মুহূর্ত রয়েছে তাঁর। প্যারিসে আইফেল টাওয়ারের সামনে ছবি তোলা হবে না, তা কি হয়! (ছবি : ইনস্টাগ্রাম)

স্কেমিট সদ্য ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ইন্ডোর মরসুম শুরুর আগে এটিই শেষ প্রস্তুতি শিবির। এ বার ট্র্যাকে ফেরার পালা স্কেমিটের। (ছবি : ইনস্টাগ্রাম)

স্কেমিট সদ্য ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ইন্ডোর মরসুম শুরুর আগে এটিই শেষ প্রস্তুতি শিবির। এ বার ট্র্যাকে ফেরার পালা স্কেমিটের। (ছবি : ইনস্টাগ্রাম)


Most Read Stories

Leave a Reply