অপেক্ষাই সার, আর কতদিন উপেক্ষিত থাকতে হবে সরফরাজ খানকে?


Team India: দিন-রাত পরিশ্রম করে অনুশীলন করে গিয়েছেন সরফরাজ। ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়েছেন তিনি। তাও জাতীয় দলে ডাক পাননি। শুধু তাই নয়, তিনি যে খুব শীঘ্রই জাতীয় দলে সুযোগ পাবেন, এমনটা বহুবার শুনেছেন। আদতে তা হয়নি।

Sarfaraz Khan: অপেক্ষাই সার, আর কতদিন উপেক্ষিত থাকতে হবে সরফরাজ খানকে?

Image Credit source: PTI

নয়াদিল্লি: দেশের জার্সিতে মাঠে নামার স্বপ্নটা ক’জন ক্রিকেটার দেখেন না? এমনও কোনও ক্রিকেটার রয়েছেন বলে মনে তো হয় না। দীর্ঘদিন ধরে পরিশ্রমের মূল্য যখন কেউ পান না, তখন হতাশা গ্রাস করে। ধৈর্য্য ধরে ভালো কিছুর অপেক্ষায় থেকে অনেকেই হারিয়ে যান… সেই পথেই কি এগোচ্ছেন মুম্বইয়ের ডান হাতি ব্যাটার সরফরাজ খান (Sarfaraz Khan)? জাতীয় দলের জার্সি গায়ে ওঠার অপেক্ষা করেই চলেছেন সরফরাজ। কিন্তু, সুযোগ পাচ্ছেনই না। ঘরোয়া ক্রিকেটে গত দুটো মরসুম ধরে ধারাবাহিক ভাবে পারফর্ম করছেন মুম্বইয়ের এই বিধ্বংসী ব্যাটার। তারপরও জাতীয় দলে জায়গা পাচ্ছেন না। এ বার দীর্ঘদিনের জমে থাকা রাগ-ক্ষোভ উগরে দিলেন সরফরাজ। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

ভারতের ব্র্যাডম্যান বলা হয় তাঁকে, সেই তিনিই কেন নির্বাচকদের ভাবনায় নেই? এই প্রশ্নই কুরে কুরে খাচ্ছে সরফরাজ খানকে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করলে জাতীয় দলের দরজা খুলবে এমনটা ভাবা তো কোনও অপরাধ নয়। আর যখন কোনও যোগ্য ক্রিকেটার এই সকল মানদণ্ড পূর্ণ করে ফেলেন, তাও সুযোগ পান না, তখন স্বাভাবিকভাবেই ধীরে ধীরে ক্ষোভ জমতে থাকে। আর এই ক্ষোভই একদিন না একদিন আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ ঘটায়। এখন তেমনটাই হচ্ছে সরফরাজ খানের সঙ্গে।

দিন-রাত পরিশ্রম করে অনুশীলন করে গিয়েছেন সরফরাজ। ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়েছেন তিনি। তাও জাতীয় দলে ডাক পাননি। শুধু তাই নয়, তিনি যে খুব শীঘ্রই জাতীয় দলে সুযোগ পাবেন, এমনটা বহুবার শুনেছেন। আদতে তা হয়নি। ক্ষোভ উগরে দিয়ে সরফরাজ বলেন, “গত বারের রঞ্জির ফাইনালে শতরানের পর নির্বাচকদের সঙ্গে দেখা করেছিলাম। আমাকে জানানো হয়েছিল বাংলাদেশ সফরে সুযোগ পাব। সেইমতো আমাকে তৈরি থাকতে বলা হয়েছিল। কিন্তু সুযোগ পাইনি।”

শুধু বাংলাদেশ সফর নয়, ঘরের মাঠে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য যে দুই টেস্টের দল ঘোষণা করেছে বিসিসিআই, তাতেও জায়গা পাননি সরফরাজ। এই প্রসঙ্গে তিনি জানান, দিন কয়েক আগেই জাতীয় দলের নির্বাচন কমিটির প্রধান চেতন শর্মার সঙ্গেও কথা হয়েছে তাঁর। তিনি সরফরাজকে জানান, জীবনের সব ভালো জিনিস দেরিতে আসে। তবে ক্রিকেট সব সময়ই আসল।

বার বার উপেক্ষিত থাকছেন, তাও আশা ছাড়ার পাত্র তিনি নন, বলেই জানিয়েছেন সরফরাজ। তাঁর কথায়, “আমি যেখানেই যাই, সেখানে শুনি আমি খুব তাড়াতাড়ি ভারতের হয়ে খেলব। সোশ্যাল মিডিয়া থেকে হাজার হাজার মেসেজও পাই। সকলে বলে আমার সময় আসবে। আমি নির্বাচনের পরের দিন অসম থেকে দিল্লিতে এসেছি এবং সারা রাত ঘুমোতে পারিনি। আমার মনে একটাই প্রশ্ন ছিল, কেন আমি দলে নেই? এরপর বাবার সঙ্গে কথা বলার পর আমি স্বাভাবিক হয়েছি। আমি কখনই অনুশীলন ছাড়ব না, আমি হতাশার মধ্যেও যাব না। চিন্তা করার দরকার নেই, আমি আমার চেষ্টা চালিয়ে যাব।”

২০১৯ সাল থেকে মুম্বইয়ের তারকা ক্রিকেটার সরফরাজ খান ২২টি ইনিংসে ২২৮৯ রান করেছেন। তাঁর গড় ১৩৪.৬৪। যার মধ্যে রয়েছে ৯টি শতরান ও ৫টি অর্ধশতরান, দু’টি ডাবল সেঞ্চুরি এবং ১টি ত্রিশতরান। তার পরেও ভারতীয় দলে সুযোগ পাননি সরফরাজ। এমন পারফরম্যান্সের পরও সুযোগ না পেলে, যে কেউ হতাশ হবেনই। তিনি বলেন, “আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। এটা যে কারও ক্ষেত্রেই স্বাভাবিক। বিশেষ করে কেউ এত রান করেও সুযোগ না পেলে খারাপ তো লাগবেই। আমিও মানুষ, যন্ত্র নই। আমারও আবেগ আছে। আমি আমার বাবার সঙ্গে কথা বলেছি এবং তিনি দিল্লিতে এসেছেন। আমি তাঁর সঙ্গে দিল্লিতে একটি অনুশীলন সেশন করেছি। অনেকেই বলছে আমার জাতীয় দলে সেখানে থাকা উচিত ছিল। আমার বাবা জানিয়েছে, আমাদের কাজ রান করা এবং তিনি মনে করেন এমন একদিন আসবে যখন আমি ভারতের হয়ে খেলব। তাই আমাদের সেই বিশ্বাস রাখতে হবে এবং বাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দেওয়ার ছাড়া কোনও উপায় নেই।”

এই খবরটিও পড়ুন

Leave a Reply