Al Nassr: আল নাসেরের হয়ে এখনও অভিষেক হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। ইতিমধ্যেই তিনি সৌদির জনপ্রিয় ক্লাবের হয়ে জোরকদমে অনুশীলনে নেমে পড়েছেন। এ বার আল নাসেরের ড্রেসিংরুমে তাঁর সঙ্গে দেখা করতে হাজির দলের তারকা অ্যান্ডারসন তালিস্কার (Anderson Talisca) ছেলে।
Jan 16, 2023 | 2:51 PM