হরিয়ানাকে হারিয়ে নকআউট মজবুত করার লক্ষ্যে নামছে মনোজের বাংলা


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Jan 17, 2023 | 12:12 AM

Bengal vs Haryana: চলতি রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) এক্কেবারে অপ্রতিরোধ্য মনোজ তিওয়ারির (Manoj Tiwary) বাংলা (Bengal)। আজ, রঞ্জি ট্রফির ম্যাচে হরিয়ানার মুখে নামতে চলেছে বাংলা। সুদীপ ঘরামি-অনুষ্টুপ মজুমদারদের লক্ষ্য নকআউটে পৌঁছানো।

Jan 17, 2023 | 12:12 AM

চলতি রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) এখনও অপরাজিত বাংলা (Bengal) আজ লাহিলের চৌধুরি বংশী লাল ক্রিকেট স্টেডিয়ামে হরিয়ানার বিরুদ্ধে নামতে চলেছে। (ছবি-টুইটার)

চলতি রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) এখনও অপরাজিত বাংলা (Bengal) আজ লাহিলের চৌধুরি বংশী লাল ক্রিকেট স্টেডিয়ামে হরিয়ানার বিরুদ্ধে নামতে চলেছে। (ছবি-টুইটার)

৫ ম্যাচের ৩টি জয় ও ২টি ড্রয়ের পর, ২৫ পয়েন্ট নিয়ে এলিট গ্রুপ-এ এর শীর্ষে রয়েছে মনোজ তিওয়ারির বাংলা। (ছবি-টুইটার)

৫ ম্যাচের ৩টি জয় ও ২টি ড্রয়ের পর, ২৫ পয়েন্ট নিয়ে এলিট গ্রুপ-এ এর শীর্ষে রয়েছে মনোজ তিওয়ারির বাংলা। (ছবি-টুইটার)

লক্ষ্মী রতন শুক্লার কোচিংয়ে বাংলার ক্রিকেটাররা গত সপ্তাহে বরোদাকে ৭ উইকেটে হারিয়ে ৫ পয়েন্ট ঘরে তুলেছিল। (ছবি-টুইটার)

লক্ষ্মী রতন শুক্লার কোচিংয়ে বাংলার ক্রিকেটাররা গত সপ্তাহে বরোদাকে ৭ উইকেটে হারিয়ে ৫ পয়েন্ট ঘরে তুলেছিল। (ছবি-টুইটার)

 এ বার আজ থেকে হরিয়ানার বিরুদ্ধে আরও ৫ পয়েন্ট পাওয়ার লড়াইয়ে নামবে বাংলা। (ছবি-টুইটার)

এ বার আজ থেকে হরিয়ানার বিরুদ্ধে আরও ৫ পয়েন্ট পাওয়ার লড়াইয়ে নামবে বাংলা। (ছবি-টুইটার)

বাংলার ইতিবাচক দিক হল, টপ অর্ডার ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ ঘরামি সেরা ফর্মে রয়েছেন। (ছবি-টুইটার)

বাংলার ইতিবাচক দিক হল, টপ অর্ডার ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ ঘরামি সেরা ফর্মে রয়েছেন। (ছবি-টুইটার)

বাংলার মিডল অর্ডার সামলানোর দায়িত্ব থাকবে অনুষ্টুপ মজুমদার ও অধিনায়ক মনোজ তিওয়ারির কাঁধে। (ছবি-টুইটার)

বাংলার মিডল অর্ডার সামলানোর দায়িত্ব থাকবে অনুষ্টুপ মজুমদার ও অধিনায়ক মনোজ তিওয়ারির কাঁধে। (ছবি-টুইটার)

হরিয়ানার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে বাংলা অলরাউন্ডার শাহবাজ আহমেদকে পাবে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের যে তিন ম্যাচের ওডিআই সিরিজ হবে ১৮ জানুয়ারি থেকে, সেই সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডে রয়েছেন শাহবাজ। (ছবি-টুইটার)

হরিয়ানার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে বাংলা অলরাউন্ডার শাহবাজ আহমেদকে পাবে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের যে তিন ম্যাচের ওডিআই সিরিজ হবে ১৮ জানুয়ারি থেকে, সেই সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডে রয়েছেন শাহবাজ। (ছবি-টুইটার)

বাংলা বনাম হরিয়ানা ম্যাচে অ্যাডভান্টেজ থাকছে বাংলার। পয়েন্ট টেবলের ৫ নম্বরে থাকা হরিয়ানা ৫ ম্যাচের ৩টিতে ড্র, ১টি জয় ও ১টি হারের পর ১২ পয়েন্ট পেয়েছে। (ছবি-টুইটার)

বাংলা বনাম হরিয়ানা ম্যাচে অ্যাডভান্টেজ থাকছে বাংলার। পয়েন্ট টেবলের ৫ নম্বরে থাকা হরিয়ানা ৫ ম্যাচের ৩টিতে ড্র, ১টি জয় ও ১টি হারের পর ১২ পয়েন্ট পেয়েছে। (ছবি-টুইটার)


Most Read Stories

Leave a Reply