ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)-র ৩৭ বছর বয়স হয়েছে। কিন্তু এখনও তাঁর বিশ্বাস, বছর দশেক আগে যেমন ম্যাচ উইনার ছিলেন, আজও তেমনই আছেন। তা যে সত্যি নয়, প্রমাণ হয়ে গিয়েছে দলবদলের বাজারে।
Image Credit source: Twitter
লন্ডন: বয়স বাড়লে ধার কমে, এই সহজ সত্যিটা মেনে নিতে পারেন না অনেকেই। যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ৩৭ বছর বয়স হয়েছে তাঁর। কিন্তু এখনও তাঁর বিশ্বাস, বছর দশেক আগে যেমন ম্যাচ উইনার ছিলেন, আজও তেমনই আছেন। তা যে সত্যি নয়, প্রমাণ হয়ে গিয়েছে দলবদলের বাজারে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর ইউরোপের কোনও টিমই সিআর সেভেনকে নিতে চায়নি। এমনকি, তিনি বারবার চাইলেও, অপেক্ষা করলেও পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদ আর ফেরাতে চায়নি রোনাল্ডোকে। তাই খানিকটা বাধ্য হয়েই সৌদির ক্লাব আল নাসেরে (Al Nassr) সই করেছেন। যদিও বিপুল অর্থে গিয়েছেন। তার মানে এই নয় যে, রোনাল্ডো-ম্যাজিক আজও একই রকম রয়ে গিয়েছে। আর সেই কথা মনে করিয়ে দিচ্ছেন কেউ কেউ। কে বললেন এমন কথা, তুলে ধরল TV9 Bangla।
৩১ বছর বয়সে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন এরিক কঁতোনা। ৩৭ বছরেও দাপিয়ে খেলে বেড়াচ্ছেন রোনাল্ডো। সিআর সেভেনের ফিটনেস নিয়ে মুগ্ধতা রাখার পাশাপাশি কঁতোনা এও মনে করিয়ে দিচ্ছেন, রোনাল্ডোকে বাস্তবটা বুঝতে হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফুটবল স্কিলও কমছে তাঁর। কঁতোনার স্পষ্ট মন্তব্য, ‘১২ বছর পর ও যখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরেছিল, তখন কিন্তু এই ক্লাবটা অনেক বদলে গিয়েছিল। এই বদলটাই রোনাল্ডো বুঝতে পারেনি। যে কারণে এই পরিবর্তনগুলো ওকে ভীষণ রকম চমকে দিয়েছিল। আমার মনে হয়, ফুটবলে দু’ধরনের প্লেয়ার রয়েছে। কেউ কেউ আমার মতো কম বয়সে ফুটবল থেকে অবসর নিয়ে নেয়। কেউ কেউ ৪০ বছর বয়স পর্যন্ত খেলে যায়। এক ধরনের প্লেয়াররা সব ম্যাচ খেলতে চায়। তারা ভুলে যায় যে, এখন আর তার বয়স ২৫ নয়। আর এক ধরনের ফুটবলার থাকে, যারা মেনে নেয় তাদের বয়স আর ২৫ নয়। তারা আসলে এসেছে নতুন প্রজন্মকে সাহায্য করতে। তারা খুব ভালো করে জানে যে, তারা আর সব ম্যাচ খেলবে না। বাছাই কিছু খেলাই শুধু খেলবে। জ্লাটন ইব্রাহিমোভিচ, সেই রকম প্লেয়ার। রায়ান গিগস, পাওলো মালদিনিরা সেই রকম ফুটবলার ছিল।’
গত মরসুম থেকেই রোনাল্ডো সে ভাবে আর ছাপ রাখতে পারছেন না। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে যদিও সবচেয়ে বেশি গোল ছিল তাঁরই। কিন্তু ম্যাচ জেতানোর ক্যারিশমা আর আগের মতো নেই। চোট প্রবণতাও বেড়েছে। কঁতোনা বলেই দিচ্ছেন, ‘রোনাল্ডো এটা বোধহয় বুঝতে পারে না যে, ওর বয়স আজ আর ২৫ নয়। ওর বয়স হয়েছে, সেটা বুঝতে হবে। ও সব ম্যাচ খেলবে না।’
একই সঙ্গে কঁতোনার যুক্তি, ‘বয়সটা মেনে নিতেই হবে। এ ছাড়া আর কোনও উপায় নেই। শুধু ফুটবল নয়, এটা সব ক্ষেত্রেই বাস্তব। কোনও গায়ক ৮০ বছর পর্যন্ত গাইতে পারবেন না। কোনও অভিনেতা ৮০ বছর পর্যন্ত অভিনয় করতে পারবেন না। ৩০ বছর বয়সে যে গতিতে আমি ছুটতে পারব, সেটা ৪০এ গিয়ে পারব না। মেনে নেওয়া কঠিন হলেও সহজ সত্যিটা স্বাকীর করতেই হবে। কেরিয়ার শেষ হওয়া মানে যে খানিকটা হলেও মৃত্যু, সেটাও মানতে হবে। মেনে নিয়েই নতুন প্রজন্মকে সাহায্য করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে।’