Cristiano Ronaldo: সৌদিতে বান্ধবী, সন্তানদের নিয়ে মেলায় ঘুরতে গেলেন রোনাল্ডো


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Jan 17, 2023 | 2:17 PM

দুই সপ্তাহ অতিক্রান্ত হলেও আল নাসেরের হয়ে এখনও মাঠে নামতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। তারই মাঝে বান্ধবী, ছেলেমেয়েদের নিয়ে সিআর সেভেন বেরিয়ে পড়লেন রিয়াধ শহরটাকে এক্সপ্লোর করতে। রোনাল্ডোর পাঁচ সন্তানই খুব ছোট। কচিকাঁচাদের মনোরঞ্জনের জন্য থিম পার্কের চেয়ে ভালো কিছু হয় না। সন্তানরা যাতে নতুন শহরকে ভালোবেসে আপন করে নিতে পারে তাই রোনাল্ডো-জর্জিনা গেলেন থিম পার্কে।

Jan 17, 2023 | 2:17 PM

সন্তানদের নিয়ে চড়ক, নাগরদোলায় চড়া, পেটপুজো, সেলফি আর দেদার মজা করলেন রোনাল্ডো-জর্জিনা।(ছবি:টুইটার)

সন্তানদের নিয়ে চড়ক, নাগরদোলায় চড়া, পেটপুজো, সেলফি আর দেদার মজা করলেন রোনাল্ডো-জর্জিনা।(ছবি:টুইটার)

মেরি গো রাউন্ড...দুই মেয়ে ইভা ও আলানার সঙ্গে চড়কে চেপে বসলেন জর্জিনাও। ছবি তুলে দিলেন রোনাল্ডো।(ছবি:টুইটার)

মেরি গো রাউন্ড…দুই মেয়ে ইভা ও আলানার সঙ্গে চড়কে চেপে বসলেন জর্জিনাও। ছবি তুলে দিলেন রোনাল্ডো।(ছবি:টুইটার)

মেয়ে বলেই ফুরিয়ে গেল। সাজগোজ না করে থাকা যায়। ইভা ও আলানাকে নিয়ে জর্জিনা ঢুকে পড়লেন নেল পার্লারে। যত্ন করে রঙ বেরঙের নেলপলিশ লাগিয়ে দিলেন নেল আর্টিস্ট। (ছবি:টুইটার)

মেয়ে বলেই ফুরিয়ে গেল। সাজগোজ না করে থাকা যায়। ইভা ও আলানাকে নিয়ে জর্জিনা ঢুকে পড়লেন নেল পার্লারে। যত্ন করে রঙ বেরঙের নেলপলিশ লাগিয়ে দিলেন নেল আর্টিস্ট। (ছবি:টুইটার)

মেয়ে ইভা এবং আলানা এখন 'বিগ গার্ল'। দু'জনে বোধহয় মায়ের কাছে রাইডে চড়ার বায়না করছিল। (ছবি:টুইটার)

মেয়ে ইভা এবং আলানা এখন ‘বিগ গার্ল’। দু’জনে বোধহয় মায়ের কাছে রাইডে চড়ার বায়না করছিল। (ছবি:টুইটার)

আয়রনম্যান, স্পাইডারম্যান, হাল্ক, ব্ল্যাক প্যান্থার- মার্ভেলের সুপার হিরোরা সব এক জায়গায়। এখানে ছবি না তুলে থাকা যায়? (ছবি:টুইটার)

আয়রনম্যান, স্পাইডারম্যান, হাল্ক, ব্ল্যাক প্যান্থার- মার্ভেলের সুপার হিরোরা সব এক জায়গায়। এখানে ছবি না তুলে থাকা যায়? (ছবি:টুইটার)

রিয়াধের উইন্টার ওয়ান্ডারল্যান্ডে বিশ্বের সবচেয়ে বড় রোলার কোস্টার। তারই নীচে দাঁড়িয়ে পোজ জর্জিনার। (ছবি:টুইটার)

রিয়াধের উইন্টার ওয়ান্ডারল্যান্ডে বিশ্বের সবচেয়ে বড় রোলার কোস্টার। তারই নীচে দাঁড়িয়ে পোজ জর্জিনার। (ছবি:টুইটার)

বন্দুক দিয়ে বেলুন ফাটিয়ে গিফট পাওয়ার আনন্দ অন্য কিছুতে নেই। রোনাল্ডো, জর্জিনাও ভিড় করে দাঁড়িয়ে তেমনই একটি গেমস কর্নারে। জিতলেন বেশ কয়েকটি টেডি বিয়ার। (ছবি:টুইটার)

বন্দুক দিয়ে বেলুন ফাটিয়ে গিফট পাওয়ার আনন্দ অন্য কিছুতে নেই। রোনাল্ডো, জর্জিনাও ভিড় করে দাঁড়িয়ে তেমনই একটি গেমস কর্নারে। জিতলেন বেশ কয়েকটি টেডি বিয়ার। (ছবি:টুইটার)

থিম পার্কে মনোরঞ্জনের জন্য রয়েছে বিভিন্ন ওয়াটার রাইড। তারই একটায় বসে পোজ দিলেন 'পাওয়ার কাপল'। (ছবি:টুইটার)

থিম পার্কে মনোরঞ্জনের জন্য রয়েছে বিভিন্ন ওয়াটার রাইড। তারই একটায় বসে পোজ দিলেন ‘পাওয়ার কাপল’। (ছবি:টুইটার)


Most Read Stories

Leave a Reply