বর্তমানে আবু ধাবিতে আইএলটি টি-২০ লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন এককালের কলকাতা নাইট রাইডার্সের তারকা উথাপ্পা (Robin Uthappa)। সোমবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গাল্ফ জায়ান্টের বিরুদ্ধে ছিল ম্যাচ। যেখানে ৪৬ বলে ৭৯ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। আর সেই সৌজন্যেই গ্রিন বেল্টের মালিক হয়ে গেলেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে এই অনন্য সম্মান পেলেন তিনি। চলতি টুর্নামেন্টে আপাতত সর্বোচ্চ রানেরও মালিকও তিনি (১২২)।
Robin Uthappa with the green belt for the highest run-getter in ILT20. pic.twitter.com/lselxTqp9A
— Johns. (@CricCrazyJohns) January 16, 2023
আয়োজকদের তরফে জানানো হয়েছে, যে দল এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে সেই ফ্র্যাঞ্চাইজির মালিকের হাতে তুলে দেওয়া হবে ব্ল্যাক বেল্ট। পাশাপাশি ধারাবাহিক ভাল পারফরম্যান্সে যে তারকা দর্শকদের মন জয় করবেন, তিনি পাবেন রেড বেল্ট। কিন্তু ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, ক্রিকেটে হঠাৎ গ্রিন, রেড, ব্ল্যাক বেল্ট পুরস্কার কেন? আয়োজকদের ব্যাখ্যা, ক্রিকেটের পুরস্কারে বৈচিত্র্য আনতেই এহেন উদ্যোগ। নয়া আইডিয়ার দিক থেকে গোটা বিশ্বের নজর কাড়তেই ট্রফির বদলে WWE-এর মতো বেল্ট তুলে দেওয়া হবে সেরাদের হাতে।
[আরও পড়ুন: মোদির পরে রাহুল, ভারত জোড়ো যাত্রায় কংগ্রেস নেতার নিরাপত্তা বলয় ভেঙে ঢুকল যুবক]
Robin Uthappa with the green belt for the highest run-getter in ILT20. pic.twitter.com/lselxTqp9A
— Johns. (@CricCrazyJohns) January 16, 2023
আইএলটি টি-২০ লিগের প্রথম মরশুমে মোট পাঁচটি বেল্ট উন্মোচন করেছে আয়োজকরা। গ্রিন, হোয়াইট, ব্ল্যাক, রেড ও ব্লু বেল্ট। টুর্নামেন্টের সর্বোচ্চ রানপ্রাপক পাবেন গ্রিন বেল্ট। আর সর্বোচ্চ উইকেটের মালিকের হাতে তুলে দেওয়া হবে হোয়াইট বেল্ট। আইপিএলে যেমন সর্বোচ্চ স্কোরার পান কমলা টুপি আর সর্বোচ্চ উইকেট প্রাপকের মাথায় ওঠে পাপ্রল ক্যাপ, এক্ষেত্রে সেটিই হয়ে গিয়েছে বেল্ট। আর সেই হিসেবেই আপাতত গ্রিন বেল্টের অধিকারী উথাপ্পা। এমন সম্মান পেয়ে আল্পুত ভারতীয় উইকেটকিপার-ব্যাটার।
[আরও পড়ুন: আরব রাজপরিবারের পরিচয়ে দিল্লির হোটেলে গা ঢাকা, ২৩ লক্ষ বিল বাকি রেখেই চম্পট ব্যক্তির]